লেভেল ২ হতে আমার অর্জন - By @nazmul01

in আমার বাংলা ব্লগ5 months ago
লেভেল ২ হতে আমার অর্জন।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
লেভেল ২ হতে আমার অর্জন.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম লেভেল ২ এর লিখিত পরীক্ষা নিয়ে। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আমাদের কে লেভেল ২ এর ক্লাসে সকল বিষয় অনেক সুন্দর করে বুঝিয়েছেন। এবং গত ১৭ তারিখ শনিবার লেভেল টু এর ভাইভা পরীক্ষা নিয়েছেন । আল্লাহর রহমতে আমি পাস করেছি। তাই আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লেভেল ২ এর লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য। চলুন তাহলে শুরু করি।

আমার বাংলা ব্লগের এবিবি স্কুলের লেভেল ২ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। লেভেল ২ হতে আমাদের শেখানো হয়েছিল কী নিরাপত্তা (Key Security),ডেলিগেশন (Delegation),পাওয়ার আপ (Power Up),ওয়ালেট নিয়ন্ত্রণ (Controlling of Wallet)। এবং এই সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি।


প্রশ্ন:Posting key এর কাজ কি?

উত্তর:Posting key দিয়ে শুধু মাত্র সোশ্যাল এক্টিভিটির জন্য ব্যবহার করতে পারবো। যেমন পোস্ট করা , কমেন্ট, এবং ভোট দেওয়ার মতো কাজ গুলো এই কী দিয়ে করতে পারবো। অর্থাৎ আমরা যখন সোশ্যাল এক্টিভিটির কাজ করবো তখন এই কী ব্যবহার করবো এবং এই কী শুধু মাত্র সোশ্যাল এক্টিভিটির মধ্যেই সীমাবদ্ধ।

Posting key এর কাজ গুলো হলো।

  • পোস্টও কমেন্ট করা।
  • পোস্ট ও কমেন্ট এডিট করা।
  • কোনো পোস্ট রিস্টিম (Resteem) করা।
  • আপভোট ও ডাউনভোট দেয়া।
  • কাউকে ফলো ও আনফলো করা।
  • কোনো অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

এই সমস্ত কাজ গুলো Posting key দিয়ে করতে পারবো।



প্রশ্ন:Active key এর কাজ কি?

উত্তর:Active key দিয়ে আমরা আর্থিক কাজগুলো করতে পারবো। অর্থাৎ আমরা যদি কোনো লেনদেন করতে চাই তাহলে অবশ্যই এই key আমাদের প্রয়োজন হবে। তাহলে বুঝতেই পারছেন এই key খুবই গুরুত্বপূর্ণ একটি key। এই Active key যদি কেউ পেয়ে যায় তাহলে তার পক্ষে এক মুহূর্তেই আমাদের ওয়ালেট খালি করে দেওয়া সম্ভব। তাই Active key কে খুব যত্ন সহকারে আমাদের রাখতে হবে।

Active key এর কাজ গুলো হলো।

  • ট্রান্সফারের কাজ।
  • পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
  • SBD Steem কনভার্সন করা।
  • উইটনেস ভোট দেয়া।
  • কোনো এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।
  • প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
  • নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

উপরোক্ত কাজ গুলো আমরা এক্টিভ কী এর মাধ্যমে করতে পারবো।



প্রশ্ন:Owner key এর কাজ কি?

উত্তর:Owner key এক ধরনের মালিকানা সংক্রান্ত key, এই key যার কাছে থাকবে সে একাউন্টের মালিকানা দাবি করতে পারবে। উনার কী একটি সেনসিটিভ key, এই key একটি ভালো জায়গায় ব্যাকআপ নিয়ে রাখতে হবে।

Owner key এর কাজ গুলো হলো।

  • উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবো।
  • একাউন্ট রিকভার করতে পারবো।
  • ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবো।

এই সকল কাজ গুলো আমরা Owner key এর সাহায্যে করতে পারবো।



প্রশ্ন:Memo key এর কাজ কি?

উত্তর:কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাই এবং কোন একটা সংকেতে পরিবর্তন করে পাঠাতে চাই যা পরবর্তীতে দেখতে পারবো তাহলে সে ক্ষেত্রে memo key এর দরকার হবে।

মেমো কী এর কাজ গুলো হলো।

  • এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
  • কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে চাইলেও এই কী তখন প্রয়োজন হবে।


প্রশ্ন:Master password এর কাজ কি?

উত্তর:আমাদের একাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। আমরা যখন একাউন্ট খুলি তখন আমরা মাস্টার পাসওয়ার্ড পেয়ে থাকি অথবা নিজেরা জেনারেট করে থাকি। মাস্টার পাসওয়ার্ডের ভিত্তিতে অন্য সব কী তৈরি হয়েছে। পূর্বে যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে কী (key) আর এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড (password)। মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সবগুলো key এর মাথা। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে একাউন্টের সকল কী এর কাজ গুলো করা সম্ভব। এবং এই পাসওয়ার্ড আমরা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবো।



প্রশ্ন:Master password নিরাপদে সংরক্ষণ করে রাখতে আপনার প্ল্যান কি?

উত্তর:Master password নিরাপদে সংরক্ষণ করে রাখতে আপনার প্ল্যান গুলো নিচে দেওয়া হল।

  • মাস্টার পাসওয়ার্ড এর পিডিএফ ফাইল টু স্টেপ ভেরিফিকেশন দেয়া গুগল ড্রাইভে এনক্রিপ্ট করে রাখবো।
  • বাড়িতে কোনো সুরক্ষিত ডাইরিতে লিখে রাখবো।
  • এছাড়া আমরা পেন ড্রাইভে রাখতে পারি।
  • মাস্টার পাসওয়ার্ড পিন আউট করে আমাদের বাসায় যে গুরুত্বপূর্ণ কাগজপত্র বা সার্টিফিকেট আছে সেগুলোর সাথে ও রাখতে পারি।


প্রশ্ন:পাওয়ার আপ কেনো জরুরি?

উত্তর:স্টিমিটে যারা দীর্ঘমেয়াদি কাজ করে তাদের জন্য পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ বলতে বোঝায় স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করা বা উন্নীত করা। স্টিমিট ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। যারা খুব দ্রুত স্টিমিটে উন্নতি করতে চান তারা মার্কেট থেকে স্টিম ক্রয় করে পাওয়ার আপ করতে পারেন। আর যারা আস্তে আস্তে নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করতে চান তারা নিজেদের পোস্টের মাধ্যমে যা আয় হয় তা থেকে একটা অংশ আস্তে আস্তে পাওয়ার আপ করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। তাই বলা হয় পাওয়ার আপ খুবই জরুরি।



প্রশ্ন:পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর:পাওয়ার আপ করার প্রসেস গুলো নিচে দেওয়া হলো।

  • ওয়ালেটে এক্টিভ কি দিয়ে লগইন করতে হবে।
  • তারপর স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে নিচের দিকে কিছু অপশন আসবে। এর পরে পাওয়ার আপ অপশনটি সিলেক্ট করতে হবে।
  • তারপর পাওয়ার আপ অপশনটি ট্যাপ করার পরে নতুন একটি পপ আপ উইন্ডো আসবে।
  • তারপর ইউজার নামের নিচে ফাঁকা ঘর দেখতে দেখতে পারবো।
  • এবার আমরা স্টিম এর ফাঁকা ঘরে স্টিম পাওয়ার এর পরিমাণ দিবো। আমি যদি ৫ স্টিম পাওয়ার আপ করি তাহলে ৫ স্টিম লিখে পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
  • তারপর আরও একটি ট্যাব আসবে। ওখানে ওকে বাটনে ক্লিক করলে পাওয়ার আপ সম্পূর্ণ হবে।


প্রশ্ন:সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তর: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।



প্রশ্ন:মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর:কাউকে লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে। এক্সোন্জারে ট্রান্সফারের কাজে মেমো ফিল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেমো ফিল্ড এর কাজ হচ্ছে কোন মেসেজ এর মাধ্যমে কাউকে কোন গিফট পাঠানো বা ট্রান্সফার করা। কোন ইউজারের কাছে ইনক্রিপ্টেড বা সাধারণ কোন নোট লিখে পাঠানোর জন্য মেমো ফিল্ড ব্যবহার করা হয়। এছাড়াও এক্সচেঞ্জ সাইট কর্তৃক দেওয়া মেমো উল্লেখ করতে মেমোফিল্ড এর প্রয়োজন হয়।



প্রশ্ন:ডেলিগেশন ক্যান্সেল করার কতদিন পর এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?



উত্তর:ডেলিগেশন ক্যান্সেল করার ৫ দিন পর এস. পি নিজের একাউন্টে ফেরত আসে।



প্রশ্ন:ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?



উত্তর:আমি যদি প্রজেক্ট @Heroism ২০০ এস.পি ডেলিগেশন করি এবং কিছুদিন পরে আবারো ১০০ শত এসপি ডেলিগেশন করতে চাই। তাহলে তখন ডেলিগেশনর Wallet লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG4hfFkZJoEajKUACRN9zamEopL6A4Nb6Hr31zcjjXQMgDZt2mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wG.png

এই ছিল আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেল ২ এর লিখিত পরীক্ষা। আমি নিজের মতো করে লিখেছি। আমি উক্ত বিষয় গুলোর উপর জ্ঞান অর্জন করেছি। যদি আমার লিখিত পরীক্ষায় কোন ভুল হয়ে থাকে সেই ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 💞।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

RNFetchBlobTmp_uc9ut29p0yjbj469xjtkb.jpg

RNFetchBlobTmp_sy2hofzehkk6yhkiozzh.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

abb-school এর লেভেল টু আপনাদের সকল ইউজার এর জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। Key এর কাজ গুলো আমাদের প্রত্যকের খুব ভালো ভাবে শরন রাখা দরকার। কারন আমাদের প্রতিনিয়ত কাজে এধরনের Key গুলো প্রয়োজন হয়। লেভেল ২ হতে আপনি অর্জন করেছেন এবং চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ❣️

Posted using SteemPro Mobile

 5 months ago 

লেভেল ২ এ যা যা শিখলেন সব সময় মনে রাখবেন। আপনার স্টিমিট যাত্রায় এইগুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা ভালো দিয়েছেন।

 5 months ago 

অবশ্যই মনে রাখবো দাদা। আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এবিবি স্কুলের থাকাকালীন আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি। যা পরবর্তীতে ব্লগিং ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি লেভেল টু হতে অনেক সুন্দর অর্জন করেছেন। আপনি খুব সুন্দর ভাবে লিখিত পরীক্ষা দিলেন। আপনার জন্য শুভকামনা রইল যাতে খুব দ্রুতই লেভেল গুলো অতিক্রম করেন। ভেরিফাইড মেম্বার হয়ে ভালোভাবে কাজ করতে পারেন সেই কামনা রইলো।

 5 months ago 

ভাল মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44