ইসলামিক সংগীত || "ও নদীরে তুই ভাংলি আমার ঘর"।
শুভ রাত্রি.!
আজ ৩০ শে আগষ্ট,
শুক্রবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন আরও একটি ইসলামিক সংগীত কভার পোস্ট নিয়ে। সংগীতের নাম হচ্ছে "ও নদীরে তুই ভাংলি আমার ঘর"। আশা করছি আমার ইসলামিক সংগীত কভার আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত সপ্তাহ থেকে আমি জ্বর, ঠান্ডা, ও কাশি রোগে আক্রান্ত। আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ হয়েছি। তারপরও আজ আমি আরও একটি ইসলামী সংগীত আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। ইসলামিক সংগীত গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি যখন একটু সময় পাই তখন কানে হেডফোন দিয়ে সংগীত শোনার চেষ্টা করি। সংগীত হল মনের খোরাক, মন খারাপ থাকলে মুহূর্তে ভালো করতে সাহায্য করে বিভিন্ন ধরনের সংগীত গুলো। বিনোদন মানুষকে বাঁচতে শেখায়, তাই আমি মনে করি বিনোদনের মধ্যে সংগীত অন্যতম। সংগীত ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ইসলামিক সংগীত এর লিরিক্স গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। বর্তমানে আমাদের দেশে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। ইউটিউব থেকে যখন আমি ইসলামীক সংগীত শুনছিলাম, তখন "ও নদীরে তুই ভাংলি আমার ঘর" এই সংগীতটি খুঁজে পাই। শুনে খুবই ভালো লেগেছিল। আশাকরি আপনারাও আমার মতো ইসলামিক সংগীত শুনতে ভালোবাসেন। সেই সুবাদে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার কভার করি। “ও নদীরে তুই ভাংলি আমার ঘর” এই সংগীতটি পানি ও নদীর দুর্ব্যবহার ফুটিয়ে তুলেছেন। বন্যার পরিস্থিতি সঙ্গে অনেক অংশে মিল পাওয়া যায়। নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে, নদীর পাড় অঞ্চলে যেসব ঘর বাড়ি গড়ে ওঠেছে সে গুলো নদী ভাঙ্গনের ফলে সবকিছু ধ্বংস হয়ে যায়। অসহায় মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব হয়ে যায়। যাইহোক আমি ভালো গাইতে পারি না। তারপরও আমি আমার সাধ্যমতো ইসলামিক সংগীত কভার করার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আশাকরি আপনাদের সবার কাছে ভালোই লাগবে। কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিচে ইসলামিক সংগীতের ভিডিও লিংক শেয়ার করলাম।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ইসলামিক সংগীত "ও নদীরে তুই ভাংলি আমার ঘর" আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
|
---|
https://x.com/nazmulhasanbd01/status/1829231732853485882?t=AKd_GMyIdlF6ar-tuYIhiw&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি ইসলামিক সংগীত নিজ কন্ঠে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর অসাধারণ কন্ঠে আমাদের মাঝে ইসলামিক সংগীত শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আমার ইসলামিক সংগীত আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
এই গজলটি আমার অনেক প্রিয়। গজলটি শুনলে চোখে পানি চলে আসে। বিশেষ করে বর্তমান পরিস্থিতির আঙ্গিকে এই গজলটি যেন যথার্থ প্রতিফলন।আপনার কন্ঠে আমার প্রিয় এই গজলটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে গজলটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
এই গজলটি আপনার কাছে অনেক প্রিয় জেনে ভালো লাগলো। আমার কাছেও অনেক প্রিয়। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
নদীর পাড়ে যারা বসবাস করে তাদের জীবনগুলো আসলেই কষ্টের। একটু ঝড়-বৃষ্টিতেই নদীর পাড় ভেঙ্গে তাদের সবকিছু কেড়ে নেয়। ইসলামিক সংগীত টার কিছুটা অংশ শোনা হয়েছে। আপনার মাধ্যমে পুরো সংগীতটা শুনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কভার করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ আপু আপনাকে।
আজ আপনি অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। যেটা আপনার কন্ঠে সম্পূর্ণ শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। youtube এর শর্ট ভিডিও গুলোর মধ্যেও এই ইসলামিক সংগীতটা অনেক বেশি শোনা হয়ে থাকে। বিশেষ করে বন্যার সময় যখন নদীর মধ্যে ঘরবাড়ি সব তলিয়ে যায়, তখন ভিডিও গুলোর মাধ্যমে গানটাও দেখি। খালি গলায় এত সুন্দর করে পুরোটার কভার করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপনার অসুস্থতার কথাটা শুনে খুবই খারাপ লাগছে। আশাকরি খুব দ্রুতই আপনি পুরোপুরি সুস্থ্য হয়ে যাবেন। নদীর তীরবর্তী স্থানে যারা বসবাস করে এই গজল টা তারা খুব ভালোভাবে ধারণ করতে পারবে। দারুণ গেয়েছেন গজলটা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা ইসলামিক সংগীত শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই ইসলামিক সংগীত কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম ইসলামিক সংগীত গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের ইসলামিক সংগীত শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই ইসলামিক সংগীত এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার ইসলামিক সংগীত শুনে আপনার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, এর চাইতে বড় পাওয়ার আর কি আছে। আপনার জন্য শুভকামনা রইল।