হঠাৎ দেখা।

in আমার বাংলা ব্লগ6 days ago
হঠাৎ দেখা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

InShot_20240817_233155048.jpg

"ছবিটি pixabay থেকে নেওয়া"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ রাত্রি..!
আজ ১৮ ই আগস্ট,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

হঠাৎ করে প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। তবে দেখাটা এই ভাবে হবে এটা কখনো কল্পনাও করতে পারিনি। আমি অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা করছিলাম, আমার অফিস বাসা থেকে তেমন একটা দূরে না, মাত্র দশ টাকা অটো ভাড়া। আমি সব সময় অটো দিয়ে চলাচল করার চেষ্টা করি। অটো দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি মেয়ে অটোতে উঠে পড়ল। আমার মনে হচ্ছিল মেয়েটাকে কোথায় আমি দেখেছি, ঠিক মনে করতে পারছিলাম না। তবে অনেক চেনা চেনা লাগছিল। মেয়েটির মুখে মার্কস ও মাথায় হিজাব পড়া ছিল। কিছুক্ষণ পর দেখতে পেলাম মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটি আমাকে জিজ্ঞাসা করল, তুমার নাম নাজমুল না? আমি বললাম হ্যাঁ, আমার নাম নাজমুল হাসান। তখন মেয়েটি আমাকে বলল আমাকে চিনতে পারছো? আমি বললাম চেনা চেনা লাগছে, তবে সঠিক মনে করতে পারছিনা। আপনি কে?

মুচকি হাসি দিয়ে বলে উঠলো আমি লামিয়া। তুমার স্কুল ফ্রেন্ড। এখন চিনতে পারছো আমাকে? তখন আমি লামিয়াকে চিনতে পারলাম। অনেক দিন পড়ে আমাদের দেখা হলো। একে অপরের ভালো-মন্দ জিজ্ঞাসা করলাম। লামিয়ার কোলে শিশু বাচ্চা ছিল। কথা বলে জানতে পারলাম প্রায় তিন বছর আগে লামিয়ার বিয়ে হয়েছে। স্কুল লাইফ থেকে আমি লামিয়াকে চিনি। আমাদের ভালো একটা বন্ধুত্ব ছিল। লেখা পড়ার কাজে একে অপরকে অনেক সাহায্য সহযোগিতা করতাম। তবে এই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এসএসসি পরীক্ষার শেষ দিনে। লামিয়া দেখতে বেশ সুন্দর ছিল। আমি নবম শ্রেণী থেকেই লামিয়াকে মনে মনে পছন্দ করতাম। কিন্তু ভয়ে কখনো বলতে পারিনি। সে বয়সে আবেগের ফলে যা হয়। লামিয়া পড়তে প্রাইভেট ও কোচিং এ আসতো আমি শুধু তাকিয়ে দেখতাম। কিন্তু এসএসসি পরীক্ষার শেষ দিন আমি লামিয়াকে বলেই দিলাম আমার মনের কথা। কিন্তু লামিয়া কিছু না বলে চুপচাপ চলে যায়।

সে দিন আমার আবেগ কাজ করেছিল, কিন্তু বিবেক কাজ করেনি। তারপর লামিয়ার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বেশ কিছু দিন যাওয়ার পর লামিয়ার কথা আমার আর মনে হয়নি। সে দিন লামিয়াকে দেখে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। বর্তমানে তার স্বামী পুলিশে চাকরি করেন। তারপর লামিয়া অটো থেকে নেমে চলে যায়। বিস্তারিত ভাবে তেমন কথা হয়নি আমাদের মাঝে। মনে হলো কিছু দিন আগে আমরা কথা বলেছি। চার বছর হয়ে গিয়েছে, সময় কিভাবে চলে যায় বুঝা যায় না। হঠাৎ করে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হলে ভালই লাগে। তবে অতীতের সকল স্মৃতিগুলো এখনো মনে পরে। প্রিয় মানুষের সঙ্গে হঠাৎ দেখা অনুভূতি ও অতীতের স্মৃতিমূলক পোস্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়হঠাৎ দেখা।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 5 days ago 

বেশ ভালো লাগলো হঠাৎ দেখার অনুভূতিটা প্রকাশ করতে দেখে। আসলে প্রয়োজনের সাথে যদি হঠাৎ কোথাও কখন দেখা হয়ে যায় তাহলে অতীতের সমস্ত স্মৃতি যেন একের পর এক ভেসে আসতে থাকে। আর এই সমস্ত অনুভূতিগুলো যখনই মনে হয় তখনই জানো একটু ভালো লাগা সৃষ্টি হয় আবার কষ্ট সৃষ্টি হয়।

 5 days ago 

সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 5 days ago 

অনেকদিন পরে প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে হৃদস্পন্দন যেন বেড়ে যায়। এ এক অদ্ভুত অনুভূতি। আপনি সেই অনুভূতির কথাই পোষ্টের মাধ্যমে যথাযথভাবে শেয়ার করেছেন। যা হারিয়ে যায় তা তো হারিয়েই যায়। মানুষ চাইলেও তা আর আপন করতে পারে না। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা বড় বেদনাদায়ক। স্মৃতির কথা মনে পড়লে বারবার যেন সেই বেদনাগুলোই ফুটে ওঠে।

 5 days ago 

আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61744.65
ETH 2678.63
USDT 1.00
SBD 2.59