স্বরচিত কবিতা // "এলো মাহে রমজান"।
শুভ দুপুর 🌅
আজ ৯ ই মার্চ,
রোজ রবিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
অধীর আগ্রহের পর একটি বছর ঘুরে আমরা রমজান মাস পাই। এই মাস অতি বরকতময় ও পাপ মোচনের মাস। সৃষ্টিকর্তা আমাদেরকে এই রমজান মাস উপহার স্বরূপ দিয়েছেন। সারা বছরের গুনাহ রমজান মাসে এবাদতের ধারা ক্ষমা পাওয়া যায়। তাই এই মাস পেয়ে গুরুত্ব দিয়ে রোজা,নামাজ, তারাবি সহ সকল ইবাদতে নিজেকে সামিল রাখা। এ মাস কোরআন মাজীদ নাযিলের মাস। তাই এ মাসে সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। প্রতিটি আমলের বিনিময়ে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। তাই আখিরাত লাভের আশায় সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির লক্ষ্যে ৩০ টি রোজা গুরুত্ব সহকারে আদায় করা উচিত। ধনী গরিবের ভেদাভেদ ভুলে ইফতার সেহরিতে অংশগ্রহণ করা একজন মুমিনের দায়িত্ব। অবশেষে ঈদুল ফিতরের দ্বারা সকল বান্দাদের মুখে হাসি ফোটে। যেহেতু রমজান মাস চলমান তাই চেষ্টা করেছি রমজানুল মোবারক নিয়ে একটি কবিতা লিখতে। আপনাদের সকলের অনুপ্রেরণায় আমি কবিতা লিখতে উৎসাহ পাই। চেষ্টা করেছি কিছুটা ছন্দের মিল রাখার জন্য।
আমি আজকে মাহে রমজানের গুরুত্ব ও কাজ কবিতার মাঝে প্রকাশ করেছি। "এলো মাহে রমজান" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"এলো মাহে রমজান"
বছর ঘুরে রমাদান চলে এলো আজ
সকলের মুখে এখন খুশি খুশি ভাব,
তারাবির নামাজে গিয়ে শুনি তেলাওয়া
সেহরির সময় ধরে খাবার খাওয়া সওয়াব।
রহমত বরকতে রমজান মাস
তিন ভাগে বিভক্ত সৃষ্টিকর্তার দান,
প্রথম দশ দিন সকলের নির্ধারিত
আশাকরি রহমত পাওয়ার জন্য।
মাগফিরাতের দশ দিন
সবার জন্যই পাওয়া,
মাগফিরাতের দোয়া করি
কবর বাসির জন্য।
গুনাহের পাল্লা হয়েছে ভারী
বছর জুড়ে পাপাচারের জন্য,
রমজান মাস সুবর্ণ সুযোগ
ক্ষমা পাওয়ার জন্য।
ধনী গরিবের ভেদাভেদ ভুলে
সবাই থাকি একত্রে,
দুনিয়ার মোহ ছেড়ে
ব্যস্তময় থাকি এবাদতে।
রোজা মানে না খেয়ে সারাদিন থাকা
নামাজের সময় হলে মসজিদে যাওয়া,
ইফতার তৈরি করায় সকলেরই অংশ
খাওয়ার আগে দুয়া করি ক্ষমা পাওয়ার জন্য।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "এলো মাহে রমজান" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | কবিতা। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | স্বরচিত কবিতা (এলো মাহে রমজান )। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
রমজান মাস এবং তার উদযাপন নিয়ে সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন ভাই। কোন একটি বিষয় ভিত্তিক কবিতা সবসময়ই আমার পড়তে ভালো লাগে। উৎসব মানুষের জীবনে ফিরে ফিরে আসুক এবং মানুষ সেই উৎসব উদযাপনে মেতে উঠুক৷ আপনার আরো নতুন নতুন কবিতা পড়বার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য।
রমজান মাসের চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। রমজান মাস বরকতের মাস। এই মাস সম্পর্কে বলে হয়তো শেষ করা যাবে না। আপনি কবিতার মাধ্যমে খুবই সুন্দর ভাবে প্রতিটি বিষয় তুলে ধরেছেন। এখন রমজান মাস আর এই সময়ে এত সুন্দর এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনি রমজান মাস নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। এই একটি মাস খুবই বরকতপূর্ণ। একটি মাস আমরা চেষ্টা করি সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে ইফতার ও তারাবির নামাজ আদায় করতে। যাই হোক ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এলো মাহে রমজান" বিষয়ে আপনার স্বরচিত কবিতাটি খুবই সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে।কবিতায় রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিক আবহ ফুটে উঠেছে।রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও সামাজিক সম্প্রীতির মাস। আপনার কবিতাটি ব্যাক্তিগত ভাবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।
X-Promotion
আপনি এই কবিতার মধ্যে মাহে রমজানের গুরুত্ব এবং কাজ তুলে ধরেছেন এটা দেখে খুব ভালো লাগলো। আপনার আজকের লেখা পুরো কবিতাটা ছিল খুবই সুন্দর। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। এভাবে চেষ্টা করতে থাকলে আপনি আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন।
চেষ্টা করেছি সুন্দর একটি টপিক নিয়ে কবিতা উপহার দেওয়ার জন্য। আপনার প্রশংসা মূলক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করেছে।
ধন্যবাদ আপু।
সুন্দর একটি কবিতা লিখলেন ভাইয়া রমজান মাস উপলক্ষে। এত সুন্দর একটি কবিতা পড়তে ভীষণ ভালো লেগেছে। রমজান মাস হচ্ছে আনন্দের মাস। রমজান মাস ইবাদতের মাস। তাই আমরা সবাই চেষ্টা করে থাকি নিজেদের গুণাগুলো মোচন করার। কবিতাটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
রমজান মাসে গুনাহ মোচন করা আমাদের একান্ত দায়িত্ব। দোয়া করি সকলের জন্য আল্লাহতালা যেন মাফ করে দেয় আমাদেরকে।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।
চেষ্টা করেছি কিছুটা ছন্দ মিলিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে তাতেই আমি খুশি। ধন্যবাদ আপনাকে।
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আপনি খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। কবিতার প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।