কচুর সুস্বাদু মালা বড়া রেসিপি।
শুভ রাত্রি,
আজ ২৭ ই জুলাই,
শনিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম কচুর সুস্বাদু মালা বড়া রেসিপি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সিমের নেট এখনো আসেনি, শুনতেছি এক দুই দিনের মধ্যেই ইন্টারনেটে সচল হয়ে যাবে। ঘর থেকে বাহিরে গেলেই বেহাল অবস্থা। আমি বেশির ভাগ সময় অফিসের কাজে বাহিরে থাকি। তাই ওয়াইফাই ইন্টারনেট তেমন একটা ব্যবহার করতে পারি না। তাই রাতে বাসায় এসে পোস্ট করতে চেষ্টা করি। অনেকদিন পর আপনাদের সঙ্গে আমি একটি রেসিপি পোস্ট শেয়ার করেছি। গত কালকে আমি বাজার থেকে বাসায় কচু কিনে এনেছিলাম। সে কচু দিয়ে আমি মালা বড়া রেসিপি তৈরি করেছি। যাইহোক চলুন এক নজর দেখে নেই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কীভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করেছি।
উপাদান সমূহ | পরিমাণ। |
---|---|
কচু | ৫০০ গ্রাম। |
চাউলের গুঁড়া | ৩০০ গ্রাম। |
আদাঁ বাটা | এক চা-চামচ। |
রসুন বাটা | এক চা-চামচ। |
মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
জিরা গুঁড়া | আধা চা-চামচ। |
লবণ | স্বাদমতো। |
তেল | পরিমাণমতো। |
প্রথমে আমি কচু গুলোকে ভালো করে সাইজ মতো কেটে নিলাম। তারপর আমি কচু গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি কচু গুলোর দুই পাশে চিকন করে কেটে নিয়ে মালার মতো তৈরি করলাম। কচুর মালা গুলোকে একটি পরিষ্কার প্লেটে তুলে রাখলাম।
এবার আমি চাউলের গুঁড়ার সঙ্গে সব গুলো মসলা ভালো করে মিশিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি কচুর মালা গুলো চাউলের গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তারপর আমি কচুর মালা গুলো কিছুক্ষণ ভালো করে ভেঁজে নিলাম।
এবার আমি কচুর মালা বড়া গুলো ৮ মিনিট ভালো করে ভেঁজে নিলাম। এই পর্যায়ে আমি আমার রান্না শেষ করলাম। এবার পরিবেশন করার জন্য আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।
কচুর মালা বড়া রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি মাঝে মধ্যে বাসায় এই বড়া রেসিপি তৈরি করে খেয়ে থাকি। এই ধরনের মালা বড়া গুলো অনেক টেস্ট হয়ে থাকে। গরম গরম ভাতের সঙ্গে এই মালা বড়া খেলে অনেক বেশি মজা লাগে। আপনারাও বাসায় এই ধরনের মালা বড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন আশাকরি খেতে অনেক ভালো লাগবে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | রেসিপি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | কচুর সুস্বাদু মালা বড়া রেসিপি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1817245587701645589?t=F_aWRPHkq_yEtuxK3xgjOQ&s=19
কচুর মালা বড়া রেসিপি কখনো খাওয়া হয়নি। এরকম কোন রেসিপি সম্পর্কে জানাও ছিল না। খুবই ভালো লাগলো আপনার আজকের এই ইউনিক রেসিপি টা দেখে। বিশেষ করে চিকন চিকন করে কাটার কারণে ডিজাইনটা বেশ ভালো লাগছে দেখতে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালই লাগবে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে।