লাইফ স্টাইল || স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার অনুভূতি।
শুভ সকাল
আজ ২০ ই মে,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- সিডস্টোর, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি গত শনিবার অফিসের কাজের উদ্দেশ্যে আমি এবং আমার অফিস কলিগ আতিক ভাই সিডস্টোর উদ্দেশ্যে রওনা করি। আমাদের মূলত এটিএম মেশিনে কিছু কাজ ছিল তার জন্যই মূলত সিডস্টোর যাওয়া । আমরা আমাদের কাজ শেষ করে কিছু সময় অপেক্ষা করি। তারপর আমাদের হতে আর কোন কাজ ছিল না। কিছু সময় ধরে আমরা সিডস্টোরে অবস্থান করি। আমার অফিস কলিগ আতিক ভাই হুট করে বলে ওঠেন নাজমুল চলো স্বপ্ন আউটলেট থেকে একটু ঘুরে আসি। আমার কিছু কেনাকাটা করা দরকার। তখন আতিক ভাইয়ের সঙ্গে চলে গেলাম স্বপ্ন আউটলেটের ভিতরে। স্বপ্ন আউটলেটে মোটামুটি অনেক ধরনের অফার থাকে। আমি এবং আতিক ভাই ঘুরে কিছু পছন্দ করার চেষ্টা করি। সে সময় আমি কিছু ফটোগ্রাফি করি।
ছবির অবস্থান :- সিডস্টোর, ময়মনসিংহ, বাংলাদেশ।
স্বপ্ন আউটলেটে প্রায় সব ধরনের প্রোডাক্ট খুব কম দামেই পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের অফার থাকে। দুইটি কিনে একটি ফ্রি, তিনটি কিনে একটি ফ্রি, ডিসকাউন্ট সহ অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্বপ্ন আউটলেট পাওয়া যায়।আমি তখন সাবান এবং তেলের মাঝে বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্ট দেখতে পাই। প্রতিটি সাবানে ১০ টাকা ২০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। আপনারাও চাইলে স্বপ্ন আউটলেট থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এখান থেকে নিতে পারেন। আশাকরি কিছুটা হলেও সাশ্রয়ী হবে।
ছবির অবস্থান :- সিডস্টোর, ময়মনসিংহ, বাংলাদেশ।
তারপর আতিক ভাই সম্পূর্ণ দোকান ঘুরে হ্যান্ডওয়াশ এবং হারপিক পছন্দ করলেন। তার কারণ হলো হ্যান্ড ওয়াশ ও হারপিক প্রোডাক্ট এর মাঝে সুন্দর একটি অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান। আতিক ভাই ১২০ টাকা দিয়ে দুইটি হারপিক এবং ১১৫ টাকা দিয়ে দুইটি হ্যান্ডওয়াশ কিনে নিলেন। আমার কোন কিছু কেনাকাটার তেমন আগ্রহ ছিল না। আমি নুডলস খেতে পছন্দ করি, তাই তিনটি নুডুলসের প্যাকেট ২০০ টাকা দিয়ে কিনে নিলাম। আমার অফারটি ছিল বাই টু গেট ওয়ান। তবে কিছু কিছু প্রোডাক্ট এর অফার থাকলেও দাম অনেক বেশি ছিল। তাই বাজার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে।
ছবির অবস্থান :- সিডস্টোর, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমার সঙ্গে আমার কলিগ আতিক ভাই ছিল তার জন্য একটু কম দামে কিনতে পেরেছি। তিনি অনেক বুদ্ধিমান ব্যক্তি, বাজার সম্পর্কে তার অনেক আইডিয়া আছে। তিনি মাঝেমধ্যে স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটা করে থাকেন। আমার মনে হয় বুদ্ধিমান ব্যক্তির মাথায় চুল অনেক কম থাকে 😜। তারপর আমি এবং আতিক ভাই স্বপ্ন আউটলেটের ভেতর থেকে একটি সেলফি নিয়ে চলে আসি। যাইহোক আজকে আমি স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার অনুভূতি শেয়ার করেছি। আমি নিজের মতো করে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আমার অভিজ্ঞতা অনুভূতি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার অনুভূতি। |
লোকেশন | সিডস্টোর, ময়মনসিংহ , বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://twitter.com/nazmulhasanbd01/status/1792404598000628159?t=BSe84yhPQWr_GjHYJ9yioA&s=19
স্বপ্ন আউটলেট এ তো দেখছি ভালো রকমের ডিসকাউন্ট দিয়ে থাকে পণ্যের মধ্যে। তবে তারা অন্য দিক দিয়ে সেটা বেনিফিট করে নাই। এটা আমাদের সাধারণ মানুষদের বোঝার দক্ষতা নেই।আপনি ঠিকই বলেছেন বুদ্ধিমান মানুষের মাথায় চুল থাকে না বললেই চলে। যেমন আপনার কলিগ আতিক ভাই 😄। স্বপ্ন আউটলেটে পণ্য কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার গঠনমূলক কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলে ডিসকাউন্ট এর জিনিসগুলো কিনার মধ্যে অনেক মজা রয়েছে । যেগুলো কিনতে আমিও পছন্দ করি । শুধু আমি নয় সবাই কিনতে পছন্দ করে। আপনার কলিগ এর সাথে স্বপ্ন আউটলেটে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করেছেন। যেখানে সব কিছু কম দামে পাওয়া যায় । এসব জায়গা থেকেই কেনাকাটা করতে বেশি ভালো লাগে। যেখানে সব কিছুই পাওয়া যায় আমাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাই একটু ডিসকাউন্ট পেলে খুবই ভালো লাগে। আমার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো।
স্বপ্ন থেকেই আমাদের মোটামুটি সব কিছুই কেনা হয়ে থাকে। আপনি স্বপ্নতে দারুন মুহুর্ত কাটিয়েছেন। স্বপ্নের প্রত্যেকটা আউটলেটে সব সময় অফার থাকে। এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায় তাই সেখান থেকে কেনাকাটা করতেও ভালো লাগে। আপনাদের সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
কেনাকাটা করতে আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি। কেনাকাটা করতে গেলে তো অনেক ভালো লাগে। এইরকম শপিংমল গুলো থেকে সবকিছু একসাথে কিনে নেওয়া যায়। ভিন্ন ভিন্ন দোকানে আর ঘুরা লাগে না। এখান থেকে আপনি অনেক কিছু কিনেছিলেন মনে হচ্ছে। আপনার কেনাকাটা করার মুহূর্তটা ভালোভাবে উপভোগ করার চেষ্টা করলাম। অনেক বেশি ভালো লাগলো আপনার কাটানো মুহূর্ত রিভিউর মাধ্যমে পড়তে পেরে। আপনার পুরো পোস্ট ভালোভাবে পড়ার চেষ্টা করেছি।
আমার পোস্ট পড়ে খুবই সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে আমরা বাঙালি আমাদের স্বভাব যেখানে একটু দাম কম সেখানে গিয়ে ভিড় জমানো। আমরা সবাই করে থাকি যেখানে ডিসকাউন্ট একটু কম সেখানে যেয়ে আমরা বাজার করতে পছন্দ করি। সত্যি কথা বলতে ডিসকাউন্টার জিনিসগুলো অনেক ভালো হয়। আপনার কলিগের সাথে গিয়ে স্বপ্ন আউটলেট বাজার করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ,এবং অনেকগুলো ফটোগ্রাফি করেছেন বাজারের সেগুলো অনেক ভালো লাগলো। ধন্যবাদ এমন অনুভূতিমূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু আপনি ঠিক বলেছেন আমরা বাঙালি যেখানে একটু কম দাম পাওয়া যায়। সেখানে গিয়ে ভিড় জমানো হয়। আপনার মতামত পেয়ে কাজের প্রতি উৎসাহ বেড়ে গেল,ধন্যবাদ আপনাকে।
সুপার শপ গুলো আমি পছন্দ করি। কারন হচ্ছে কোন ঝামেলা ছাড়া এক সাথে সব ধরণের জিনিস পাওয়া যায়। স্বপ্ন আউটলেট থেকে বেশ ভালোই কেনাকাটা করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। আশাকরি সব সময় পাশে থাকবেন।
স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার অনুভূতিটা জানতে পেরে ভালো লাগলো। সেখানে তো দেখছি বেশ অনেকগুলোই প্রোডাক্টে অফার থাকে। তবে অফার থাকলেও কেনাকাটা অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়ার চান্স থাকে। তবে এই বিষয়ে আপনার কলিগ এর অভিজ্ঞতা ছিল তাই হয়তো আপনারা ভালো মতোই কিনতে পেরেছেন। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যে কোন কিছু কেনাকাটা করার জন্য অভিজ্ঞতার দরকার হয়। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আশাকরি সব সময় পাশে থাকবেন,ধন্যবাদ ভাই আপনাকে।