সন্ধ্যায় বন্ধুর সাথে বুলেট চা খাওয়ার অনুভূতি।
শুভ দুপুর ..🌅
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সন্ধ্যায় বন্ধুর সাথে বুলেট চা খাওয়ার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গতকাল থেকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। সম্পূর্ণ শরীরে ব্যথা সহ জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। অসুস্থতার কারণে কাজে যাওয়ার মত পরিস্থিতি নেই। তাই আজকে ছুটি নিয়েছি। অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে খুবই কষ্ট হবে। তাই স্যারকে নিজের অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়ে নিয়েছি। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। প্রতিটি পরিবারে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ছোট বাচ্চারা জ্বর ঠান্ডায় বেশি আক্রান্ত হচ্ছে। সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি গতকাল রাত থেকে ওষুধ খাচ্ছি। তাই সকালে কিছুটা জ্বর ছেড়েছে, তাই সাধ্যমত চেষ্টা করছি একটি পোস্ট লেখার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শরীরে প্রচন্ড জ্বর থাকার কারণে আমার বন্ধুকে নিয়ে বিকেলে গিয়েছিলাম আকুয়া বাইপাস মোড়ে। যাওয়ার উদ্দেশ্য ছিল মূলত চা খাওয়া। আকুয়া বাইপাস মোড়ের চা গুলো অনেক ভালো হয়ে থাকে। বিশেষ করে লাল চা, আদাঁ চা, এবং স্পেশাল বুলেট চা খেতে অনেক সুস্বাদু হয়। বুলেট চা সবাই খেতে পারে না। তবে আমার মাঝে মধ্যে এক দুইটা বুলেট চা খাওয়ার অভ্যাস আছে। যেহেতু শরীরে প্রচন্ড জ্বর ঠান্ডা ছিল তাই দুইটি বিলেট চা অর্ডার করেছিলাম। তাছাড়াও রায়হান মামার দোকানের স্পেশাল পান পাওয়া যায়। অনেকগুলো উপকরণ দিয়ে যত্ন সরকারে মামা পান বানিয়ে থাকে। উপকরণ গুলো আমি ফটোগ্রাফিতে আপনাদের সাথে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের স্পেশাল বুলেট চা। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তাই বেশি করে তেঁতুল এবং কাঁচামরিচ দিতে বলেছিলাম। পরিষ্কার একটি চায়ের কাপের মাঝে সুন্দর করে পরিবেশন করেছিল আমাদের বুলেট চা গুলো। তারপর তৃপ্তি সহকারে আমি ও আমার বন্ধু চা খেয়েছিলাম। এই ধরনের চা গুলো খেতে খুব টেস্ট হয়। বিশেষ করে ঠান্ডা, কাশি হলে এই বুলেট চা খেতে অনেক উপকারে আসে। বুলেট চা খাওয়ার পর শরীর আমার গেমে গিয়েছিল। মাথার ব্যথাটাও কিছুটা হালকা হয়েছিল।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
চা খাওয়া শেষ হলে আমি বন্ধুর সঙ্গে বেশ কিছু সময় আড্ডা দেই। বন্ধুর সাথে সন্ধ্যায় বুলেট চায়ের সঙ্গে আড্ড একদম জমে গিয়েছিল। প্রিয় বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে চেষ্টা করি সময় বের করে সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দেওয়ার পর বন্ধুর সঙ্গে একটি সেলফি দিয়েছিলাম, তারপর আমরা দুইজন বাড়ির উদ্দেশ্যে রওনা করি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আমি নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | সন্ধ্যায় বন্ধুর সাথে বুলেট চা খাওয়ার অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1844998197728641449?t=gAM_wVQh4c-t4eGPNY07EA&s=19
এতো দেখছি স্পেশাল চা। আসলে ইদানিং আমি চায়ের বিভিন্ন রকমের নাম শুনতে পাচ্ছি। বেশি ভালো লাগে এমন সুন্দর সুন্দর আইটেমের চা দেখে। যাইহোক সন্ধ্যা কালীন মুহূর্তে চাপান করতে গেছেন দেখে ভালো লাগলো, আর বিস্তারিত উপস্থাপন করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সিজন চেঞ্জ হওয়ার কারণে বর্তমান সময়ে কম বেশি সবারই জ্বর ঠান্ডা রয়েছে। যাইহোক আপনার সুস্থতা কামনা করছি। সন্ধ্যার পর বন্ধুকে নিয়ে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন। স্পেশাল বুলেট চা এর নাম কখনো শোনা হয়নি। এই চা ঠান্ডার জন্য উপকার জেনে ভালো লাগলো। এই উপকরণগুলো দিয়ে কখনো চা খাওয়া হয়নি। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
বুলেট চা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে। আমি মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার বন্ধুর সাথে বুলেট চা খাওয়ার অনুভূতি শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটা মানুষের খুব কাছের কিছু বন্ধু থাকে তাদের সাথে প্রত্যেকটা মানুষ নিজেদের মনের কথা শেয়ার করে। আপনারও এরকম বন্ধু আছে জানতে পেরে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। বন্ধুর সাথে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন জানতে পেরে খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
জি ভাই অনেক সুন্দর সময় কাটিয়ে ছিলাম বন্ধুদের সঙ্গে। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।
বর্তমান সময়ে আবহাওয়া অনেক খারাপ এ কারণে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। আপনি দেখতেছি অসুস্থ নিয়ে বন্ধুর সাথে চা খেতে গেলেন।আকুয়া বাইপাস মোড়ে মনে হয় চা গুলো বেশি সুস্বাদু। তবে অবাক করা বিষয় হচ্ছে চায়ের মধ্যে তেঁতুল এবং কাঁচামরিচ দিতে বললেন। তবে চা প্রাণ করার মজাই আলাদা। সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
জি আপু বর্তমান আবহাওয়া খারাপ থাকার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। তাই ভিন্ন রকম চা খেয়েছিলাম বন্ধুদের সঙ্গে। আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু আপনাকে।
এই বুলেট চা আপনার পোস্টে সর্বপ্রথম আমি নামটি জানতে পারলাম। আসলে এর আগে আমি কখনো বুলেট চা খাইনি এবং এই চা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের চা। এত সুন্দর একটা পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাসায় এই ধরনের বুলেট চা তৈরি করে খেতে পারেন ভাই। আশা করা যায় মাথা ব্যথা এবং শরীরের জ্বর অনেক টাই কমে যাবে। আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই আপনাকে।