কষ্টের পর সুখ আসে।
শুভ রাত্রি ,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। প্রতিটি মানুষের জীবনে আনন্দ বেদনা থাকবেই। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে পরীক্ষা করেন। দূর থেকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা সব সময় সুখে শান্তিতে বসবাস করছে। এ ধরনের পুরোটাই ভুল। বাহির থেকে মানুষ চেনা যায় না। আমরা যে মানুষগুলোকে সুখি ভাবি তারা বিভিন্ন ধরনের বিপদের মাঝে জড়িত আছেন। কিন্তু বাহির থেকে দেখলে বুঝার উপায় নেই। সৃষ্টিকর্তা আমাদেরকে সুখ দুঃখ সমান ভাবে ভাগ করে দিয়েছেন। এখন হয়তো আপনি কিছু সময়ের জন্য মহা বিপদে আছেন। বিপদের সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং দুঃখ কষ্টের সাথে লড়াই করতে হবে। তাহলে দেখবেন এক সময় আপনার কাছে সুখ এসে ধরা দেবে।
একজন মানুষ যদি সব সময় সুখে থাকেন, তাকে অবশ্যই কষ্ট নামক বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হবে। বেদনাদায়ক পরিস্থিতি সঙ্গে তার মোল্লাকাত না হয় সে ব্যক্তি কখনো বাস্তব জীবনের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। কেননা দুনিয়াতে চলতে হলে সব ধরনের মানুষের সাথে মিশতে হয়, সময় সব সময় আসবে না। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কিছু সময়ের জন্য বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। সে পরীক্ষায় আমাদের সকলকে পাস করতে হবে। আমাদের মনে রাখতে হবে যখন সুখের দেখা পাওয়া যাবে তখন সুখকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমাদের মানব জীবনে সফলতার দেখা পাব। কিন্তু এর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। ধৈর্য ছাড়া এই পৃথিবীতে কোন ব্যক্তি তার লাইফে কিছুই করতে পারিনি। তাই সর্বাবস্থায় খারাপ ও ভালো সময় গুলোতে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করব।
আমাদের একটি কথা সব সময় মাথায় রাখতে হবে, কষ্টের পরেই সুখ আসে, সে সুখের আশায় আমাদের দিন গুনতে হবে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার সঙ্গে একসাথে লেখাপড়া করেছিল যে বন্ধুটি । হয়তো পিছনের বেঞ্চের ছাত্র কিংবা ছাত্রী ছিল। এখন তার খোঁজ খবর নিয়ে দেখেন সে অনেক টাকার মালিক। সে ছেলের কিছুর অভাব নেই। সবকিছু ধৈর্যের ফসল। প্রতিটি মানুষের জীবনে কষ্ট থাকবেই, তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। আপনি একদম একা হয়ে যাবেন। এ ধরনের পরিস্থিতিতে আপনাকে টিকে থাকতে হবে, এবং সফলতার জন্য অপেক্ষা করতে হবে।
প্রতিটি মানুষের চেষ্টা আগ্রহ ও পরিশ্রমের উপর মহান সৃষ্টিকর্তা ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন। চেষ্টা ও ধৈর্য ছাড়া প্রতিটি পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই কখনো নিজের চাইতে বড় কাউকে দেখে নিজের মন মানসিকতা ছোট করা উচিত নয়। সৎ থাকতে হবে ও সঠিক পথে চলতে হবে এবং ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। দেখতে পারবেন আপনি কিছু সময় পর সফলতা ও সুখের দেখা পাবেন। যাইহোক আশাকরি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | কষ্টের পর সুখ আসে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1810718315461104044?t=onzqOZ1GofNmTQWn7s06iA&s=19
আপনি ঠিক বলেছেন মানব জীবনের মধ্যে সবকিছু নিয়েই জীবন। জীবনে কোন অংশে মানুষের দুঃখ থাকবে কোন অংশে মানুষের সুখ থাকবে। তবে দুঃখ থাকলে যে ভেঙে পড়তে হবে এমন কোন কথা নয়। অনেক দুঃখ কষ্টের পরে মানুষের সুখ আসে। আর কষ্টের মধ্যে যে সুখ আছে সেটাই হচ্ছে আসল সুখ। আপনি অনেক চমৎকার লিখেছেন এত সুন্দর লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য।
প্রত্যেকটা মানুষের জীবনে সুখ-দুঃখ দুটোই থাকবে। সুখ দুঃখ এই দুটো কখনোই স্থায়ীভাবে থাকে না। একটা মানুষ যদি সুখে থাকে, তাহলে তাকে দুঃখের দিন অবশ্যই দেখতে হবে। আর তার জীবনে দুঃখ থাকলে সুখের দিন অবশ্যই সে দেখবে। আমাদেরকে এই দুইটা সময়েই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। অনেকে আছে সুখের সময় স্মরণ করে না, কিন্তু দুঃখের সময় ঠিকই স্মরণ করে। মানুষের জীবনে দুঃখ আসলে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই সে সুখের দেখা পাবে। অনেক সুন্দর করে লিখেছেন আপনি লেখাগুলো, আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে।
জীবন হলো কষ্ট আর সুখের ভারসাম্যের এক খেলা। কখনো সুখ আসে কখনো কষ্ট আসে। তবে কষ্ট পার করার পর হয়তো অনেকে সুখের প্রত্যাশা করে সবাই। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। অনেক ভালো ভাবে কথাগুলো লিখেছেন। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাই আপনাকে, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য। আশাকরি সব সময় পাশে থাকবে ভাই।
সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। একটি মানুষ কখনও শুধু মাত্র সুখী জীবন যাপন করতে পারে না। হয়তো আমরা বাহিরে থেকে দেখি সে খুব সুখে রয়েছে কিন্তু ঐ মানুষটা নিজেই জানে সে কতটা সুখে রয়েছে। তবে যতই বিপদ আসুক না কেন ধৈর্য ধরে তা মোকাবেলা করতে হবে। কারণ আমরা যেমন অন্ধকারের পরে আলোর দেখা পাই তেমনি দুঃখের পরে অবশ্যই সুখের দেখা পাওয়া যাবে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো ও কাজের প্রতি উৎসাহ পেলাম।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভালো খারাপ সব মানুষের সাথে ওঠাবসা করতে হয়। আর জীবনের কঠিন সময়টাতে যদি শক্তভাবে টিকে থাকা যায় তাহলে এমনিতেই পরবর্তীতে সুখ আসে। কোথায় যেমন আছে কষ্টের পরেই সুখ আছে । তেমনি আমরা একটু কষ্ট করলেই পরবর্তীতে সুখের সন্ধান ঠিকই খুঁজে পাই। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আছে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার মতামত পেয়ে কাজের আগ্রহ আরোও বেড়ে গেলে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু।
আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। কষ্টের পরে সুখ পাওয়া যায় এটি আমরা সবাই বিশ্বাস করি। তবে সবাই সুখে থাকতে চায় কষ্টকে সবাই ভয় পাই। আমি নিজেও মনে করি সৎপথে এবং সঠিক পথে চললে সুখ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই পাশে থেকে সাপোর্ট করার জন্য। আপনার যুক্তিযুক্ত মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।