রেসিপি পোস্ট || কাসুন্দি দিয়ে কাঁচা আমের সুস্বাদু ভর্তা রেসিপি।
শুভ রাত্রি,
আজ ০৮ ই মে ,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম কাসুন্দি দিয়ে কাঁচা আমের সুস্বাদু ভর্তা রেসিপি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত চার দিন যাবৎ গরমের তাপমাত্রা কিছুটা কমেছে। রাতে প্রচন্ড বৃষ্টি হয় তার জন্য আবহাওয়া ঠান্ডা থাকে। রাতে বৃষ্টি হওয়ার কারণে রাতের ঘুম অনেক ভালো হচ্ছে। আজকে আবার অতিরিক্ত গরম পড়েছিল, আমি অফিস থেকে বাসায় আসে একদম গেমে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী বলেন গরমের মধ্যে এসেছেন কিছু আম ভর্তা করে খান ভালো লাগবে। আপনারাই বলুন এই সুযোগ কি হাত ছাড়া করা যায়? আমি বলি আম কোথায়। আমার স্ত্রী তখন আমাকে বলে গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসেন। কি আর করার গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসলাম এবং মজা করে ভর্তা করে খেলাম। আমাদের তিনটি আম গাছ আছে, তার মধ্যে দুইটিতে কম কম এবার আম ধরেছে । যাইহোক চলুন এক নজর দেখে নেই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কীভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করেছি।
উপাদান সমূহ | পরিমাণ। |
---|---|
আম | ৬ টি। |
কাসুন্দি | পরিমাণ মতো। |
কাঁচা মরিচ | পরিমাণ মতো। |
বিট লবণ | পরিমাণ মতো। |
চিনি | ৩ চা চামচ। |
লবণ | পরিমাণ মতো। |
প্রথমে আমি আম গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর আম গুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।
এবার আমি আম গুলো বডি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম।
এবার আমি আম গুলো কুচি করে কেটে নেওয়ার পর কাঁচা মরিচ এবং কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি হলো আম ভর্তার মূল উপকরণ।
এবার আমি কুচি করা আম গুলোর উপর পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। চিনি ব্যবহার করলে খেতে অনেক সুস্বাদু হয়।
এবার আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মেখে নিলাম। বিট লবণ সামান্য ব্যবহার করলে আম ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় এবং খেতে অনেক মজা লাগে। তারপর একটি পরিষ্কার বাটিতে তুলে ডেকোরেশন করে নিলাম এবং আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।
কাসুন্দি দিয়ে কাঁচা আমের সুস্বাদু ভর্তা রেসিপি ভালো লেগেছে আমার কাছে। খেতে অনেক সুস্বাদু এবং টেস্ট হয়েছিল। বিশেষ করে দুপুর বেলা গরমের মধ্যে এই ধরনের আমের ভর্তা অনেক মজা লাগে। আপনারা এই আমের ভর্তা বাসায় তৈরি করে খেতে পারেন,আশাকরি ভালো লাগবে। আমি রোদ থেকে এসে এই ধরনের আমের ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে থাকি। কাঁচা আম আমাদের শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। কাঁচা আমের মাঝে রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই এই গরমের মধ্যে আমাদের আমের ভর্তা তৈরি করে খাওয়া উচিত। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমের ভর্তা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | রেসিপি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | কাসুন্দি দিয়ে কাঁচা আমের সুস্বাদু ভর্তা রেসিপি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
আম কাসুন্দি ভীষণ চমৎকার লোভনীয় জীভে জল আসার মতো একটি রেসিপি।আম মাখা খেতে আমার খুব ভালো লাগে কিন্তুু যদি তা কেউ মেখে দেয় তবেই।আপনার আম মাখা দেখে তো লোভ লেগে গেলো।খুব লোভনীয় হয়েছে আম মাখা গুলো।কাসুন্দি দিয়ে মাখার জন্য বেশি ভালো লাগছে দেখতে ।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আম গুলো মেখেছেন যা খুব ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে আম মাখা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনার প্রশংসা পেয়ে খুশি হয়ে গেলাম আপু। আপনার কাছে ভালো লাগলেই আমার পোস্ট করা সার্থক।
কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই ভালো লাগে। এবার এখনও কাসুন্দি দিয়ে আম ভর্তা খাওয়া হয়নি। এত রাতে আপনার আম ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। দুপুর বেলা গাছের নিচে বসে বসাই মিলে এভাবে আম ভর্তা খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ জিভে জল আসা রেসিপি শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলছেন আপু, সবাই মিলে গাছের নিচে বসে ভর্তা খেতে খুব ভালো লাগে,ধন্যবাদ আপু আপনাকে।
কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই সুস্বাদু আমার কাছেও খুব ভালো লাগে। তবে এবার এখনো কার সঙ্গে গিয়ে আম্বার টা খাওয়া হয়নি। দেখে খুব খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় একটি পোস্ট শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আমি চেষ্টা করেছি ভাল কিছু উপহার দিতে।
কাসুন্দি দিয়ে কাঁচা আমের সুস্বাদু ভর্তা রেসিপি দেখে লোভ লেগে গেলো ভাইয়া। এমন রেসিপি দেখলে অবশ্য লোভ লাগাটাই স্বাভাবিক । এইবার আমের এই রেসিপিটি তৈরি করে অনেকবার খাওয়া হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনার মতামত পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ গরম ছিলো আল্লাহর রহমতে এখন সব ঠিক আছে। সব সময়ই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ। গরমের সময় আম ভর্তা খেতে ভীষণ মজাদার লাগে। আপনি দেখছি অনেক সুন্দর করে আম ভর্তা তৈরি করেছেন। কাসুন্দি দিয়ে কাঁচা আমের কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি দেখে ভালো লাগলো। সময় সুযোগ পেলে অবশ্যই বানিয়ে খাবো ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল।
কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা রেসিপি তৈরি করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনার জন্যও শুভ কামনা রইল।
কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। যদিও এ বছর এখনো কাঁচা আম খাওয়া হয়নি। তবে বাসায় গেলে অবশ্যই কাসুন্দি দিয়ে আম মাখিয়ে খাব। আপনার তৈরি আমের রেসিপি দেখে মুখে জল চলে আসলো। কাঁচা আম ভর্তা রেসিপির ধাপগুলো সুন্দর ভাবে দেখিয়েছেন।
এই রেসিপি তৈরি করার সময় আমার মুখেও জল চলে এসেছে। আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।
কাসুন্দি দিয়ে কাঁচা পেয়ারা মাখিয়ে খেয়েছি কিন্তু কখনো আমের ভর্তা করে খাওয়া হয়নি। তবে কাসুন্দি দিয়ে যেমন পেয়ারা মাখানো ভালো লাগে ঠিক তেমনি আম দিয়ে তৈরি ভর্তা অনেক সুস্বাদু হয়েছে সেটা বুঝতেই পারছি। আর আপনি তৈরি করার ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই।
কাঁচা আমের মাখা রেসিপি দেখলেই আমার জিহ্বার মধ্যে জল চলে আসে। আপনি আজকে কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি আম মাখা রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কাসুন্দি ব্যবহার করলে যে কোন ধরনের টক খাবার খেতে অনেক মজা লাগে। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই।
https://twitter.com/nazmulhasanbd01/status/1787918386963366087?t=-HkHhHRpnqqPKaqsOm6qcQ&s=19