জেনারেল রাইটিং || ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

InShot_20240423_232651797.jpg

"ছবিটি InShot অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

হ্যালো..!
শুভ রাত্রি,
আজ ২৩ ই এপ্রিল ,
মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

"আমার বাংলা ব্লগ পরিবার"। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

1713885224977.jpg

IMG_20240413_182536.jpg

IMG_20240413_182532.jpg

IMG_20240413_182144.jpg

IMG_20240413_182532.jpg

IMG_20240413_182525.jpg

IMG_20240413_182124.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ঈদের দিন সকালে আমি নামাজ পরে সারা দিন বাসায় রেস্ট করেছি। প্রচন্ড গরম ছিল তাই কোন দিকে যাওয়ার তেমন ইচ্ছা ছিল না। আবহাওয়া খারাপ যাচ্ছে কিছুদিন ধরে। ঈদের দিন থেকে এ পর্যন্ত গরম শুরু হয়ে গিয়েছে। তাই আমি আমার বন্ধু বিপ্লবকে নিয়ে ঈদের পরের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম। আমি গিয়েছিলাম আমাদের শহরের শান্তিপূর্ণ জায়গা জয়নুল আবেদিন পার্কে। রোদের অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে আমি বের হয়েছিলাম বিকালে। পার্কে একটি মাঠের সামনে আমি এবং আমার বন্ধু একটা সেলফি নিয়ে নিলাম। অন্য দিনের তুলনায় এবারে ঈদ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এবং অনেক ধরনের দোকানপাট ছিল। দোকানপাট গুলোতে ক্রেতাদের পর্যাপ্ত পরিমাণে ভিড় ছিল। এই ফাঁকে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20240413_182944.jpg

IMG_20240413_182935.jpg

IMG_20240413_182928.jpg

IMG_20240413_182920.jpg

IMG_20240413_180951.jpg

IMG_20240413_181032.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

জয়নুল আবেদীন পার্কে অনেক ধরনের খেলনা,ছোটদের খেলা করার জন্য বেলুন এবং মাটির জিনিস পত্র উঠেছিল। তখন আমি আমার বন্ধুকে নিয়ে ঘুরাঘুরি করি এবং কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এমনকি চারদিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল। একদিন পর পয়লা বৈশাখ তার জন্য অনেক ধরনের মাটির জিনিসপত্র উঠেছিল। মাটির তৈরি জিনিসপত্র গুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমার কাছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240413_191229.jpg

IMG_20240413_191224 (1).jpg

IMG_20240413_191224.jpg

IMG_20240413_191212.jpg

IMG_20240413_191205.jpg

IMG_20240413_191158.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

আমি এবং আমার বন্ধু বিপ্লব কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তারপর একটি টেডির দোকান দেখতে পাই। দোকানে অনেক সুন্দর সুন্দর টেডি ছিল। তাই আমি দোকানের সামনে গিয়ে কিছু ফটোগ্রাফি করি। তখন দোকানদার আমাকে বলল। আপনি এগুলোর ছবি তুলে কি করবেন? তখন আমি বললাম আমার কাছে এই টেডি গুলো দেখতে খুব সুন্দর লেগেছে। এবং এই ফটোগ্রাফি গুলো আমি অনলাইনে ছাড়বো। তখন দোকানদার বলল ভাই বেশি করে ফটোগ্রাফি করেন😄।

IMG_20240413_185950.jpg

IMG_20240413_185825.jpg

IMG_20240413_185527.jpg

IMG_20240413_185520.jpg

1713885949559.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর। সামনে একটি আচার ওয়ালার দোকান দেখতে পেলাম। সবগুলো আচার মিক্সড করে একটি আচার বানিয়ে দিলেন। আচারের নাম ছিলো বুলেট আচার। বুলেট আচার প্রচুর ঝাল 😮‍💨। এই আচার খেতে অনেক টেস্ট এবং সুস্বাদু হয়। আচার খাওয়ার ফাঁকে আমি একটি সেলফি নিয়েছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ পরেই পার্ক কর্তৃপক্ষ আমাদের সবাইকে চলে যেতে বলেন। তারপর আমি এবং আমার বন্ধু বাসার দিকে রওনা করি। যাইহোক এ ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি ঈদ উপলক্ষে আমার ঘুরতে যাওয়ার অনুভূতি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার অনুভূতি।
লোকেশনজয়নুল আবেদীন পার্ক,ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 months ago 

ঈদের দিন থেকে মানুষের ঘুরাঘুরি শুরু হয়। কারণ কর্মজীবনে ব্যস্ত থাকার পর একটু স্বাধীনভাবে ঘুরাঘুরির সুযোগ পায় ঈদের ছুটিতে। আপনি বন্ধু বিপ্লবের সাথে পার্কে দারুন সময় কাটিয়েছিলেন। যেখানে অনেক মানুষের ভিড় এই আনন্দময় মুহূর্তগুলো আবার ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি । আমাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 months ago 

ঘুরোঘুরি করতে ভীষণ ভালো লাগে। আপনি তো ঈদের দিন বিকেল বেলায় চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। ছোটদের খেলনা গুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। ঠিক বলেছেন এবার ঈদে দিন অনেক গরম ছিলো। আপনার সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

ঈদের দিন ঘুরোঘুরির দিনটি খুবই ভালো লেগেছিল। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ঈদের এই সময়টাতে ঘুরা ঘুরি করতে সবাই বেশ পছন্দ করে। তবে এবার প্রচন্ড গরমের কারণে বেশির ভাগ মানুষ বিকেলের দিকে ঘুরতে বের হয়েছে। আপনারা দুই বন্ধু মিলে ঘুরা ঘুরি করে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। তার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। সবমিলিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমিও ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করি।
আমার পোস্ট ভিজিট করে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই ঘুরাঘরের মুহূর্তটা জানতে পেরে বেশ ভালো লেগেছে। আসলে ঈদের সময় আমরা কম বেশি সবাই বাইরের পরিবেশে ঘুরতে যেতে পছন্দ করি। ঠিক তেমনি আপনার এই মুহূর্তটা জেনে ভালো লাগলো।

 2 months ago 

ঈদ উপলক্ষে পরিবার নিয়ে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে এখন অধিক মাত্রায় গরম পড়তেছে বাহিরে। ঘরে আছি তবুও এরকম অবস্থা খারাপ, বাহিরে তো আরো বেশি খারাপ হবে অবস্থা। বাহিরে এই সময়টাতে খুবই কম যাওয়া হচ্ছে। কোন কিছুই যেন ভালো লাগতেছে না। আপনি তো দেখছি সুন্দর একটা জায়গায় গিয়েছিলেন। আচার দেখে তো আমার নিজেরই খেতে ইচ্ছে করতেছে। আচারে বেশি ঝাল না হলে তো একেবারে ভালোই লাগেনা খেতে। এরকম খাবার গুলো দেখলে তো না খেয়ে থাকাই যায় না।

 2 months ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 months ago 

ঈদের দিন থেকে মানুষের ঘোরাঘুরি শুরু হয়। কারণ কর্মজীবনে ব্যস্ত থাকার পর একটু স্বাধীনভাবে ঘুরাঘুরি সুযোগ পাই ঈদের ছুটিতে। কিন্তু ভাই আমাদের কর্মজীবনে ঈদের দিনেও আমরা ছুটি পাই না জনগণের সেবায় নিয়োজিত থাকতে হয়।ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। দুই বন্ধু মিলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।

 2 months ago 

জি ভাই কর্মজীবনে ঈদের দিনেও আমরা ছুটি পাই না। তার পরও আমি চেষ্টা করেছি সময় বের করে ঘুরতে যেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো মন্তব্য করার জন্য ।

 2 months ago 

সু স্বাগতম ভাই।

 2 months ago 

ঘুরতে পছন্দ করেনা এরকম মানুষ তো খুব কম রয়েছে। কিন্তু গরমের সময় ঘুরাঘুরি করতে একেবারেই ভালো লাগেনা। তাই তো শীতকাল আমার এত বেশি পছন্দের। শীতের সময়টাতে ঘুরাঘুরি করার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর গরমের সময় ঘুরতে বের হলে নাজেহাল অবস্থা হয়ে যায় একেবারে। ঈদ উপলক্ষে সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। দোকানপাট গুলো দেখে খুব ভালো লেগেছে। এরকম মাটির জিনিস গুলো আমার নিজের কাছেও ভালো লাগে। টেডি বিয়ার গুলোর ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হলাম। আর আচার দেখে লোভ সামলাতে পারছিলাম না।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া। শীতকালে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমিও ঘুরতে অনেক বেশি পরিমাণে ভালোবাসি। তাই সবসময়ই যেখানে মন চায় সেখানে ঘুরার জন্য চলে যাই৷ আর আজকে আপনি সেরকম একটি ঘোরাঘুরি করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগলো৷ এখানে সবকিছু আপনি খুব সুন্দরভাবে সবকিছু এখানে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45