আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
শুভ রাত্রি..🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। তাই আমার চোখের সামনে ভালো লাগা জিনিসগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। চোখের সামনে যে কোনো ফুল দেখতে পেলে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে ফেলি। বর্তমানে শরৎকাল চলছে, তাই এই সময়ে বিভিন্ন ধরনের মৌসুমী ফুল ফোঁটে থাকে। কিন্তু আবহাওয়া অনেকটাই অগোছালো, তার মুখ্য কারণ পর্যাপ্ত পরিমাণ গাছপালা না থাকা। সেজন্য অতিরিক্ত মাত্রায় গরম এবং অনাকাঙ্খিত বৃষ্টি হচ্ছে। যাইহোক এই সপ্তাহে আবারও মেশিনে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। সেখানে বেশ কিছু নতুন ফুল ফুটেছে। প্রতিটি ফুল দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করতে চেষ্টা করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রথমেই দেখতে পাচ্ছেন ময়ূর ফুলের ফটোগ্রাফি। ময়ূর ফুলের সঙ্গে আমি তেমন পরিচিত না। ময়ূর ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। বিশেষ করে হালকা লাল এবং হলুদ রঙের ময়ূর ফুল আমাদের আশেপাশে দেখতে পারি। তবে ময়ূর ফুলের বিশেষত্ব হলো কলি অবস্থায় উপরের অংশে গোল থাকে। এবং ময়ূরের পেখমের মতো এক সঙ্গে অনেকগুলো ফুল যুক্ত থাকে। তাই হয়তো এই ফুলের নাম ময়ূর ফুল দেওয়া হয়েছে। যাইহোক আমার কাছে ভালো লেগেছে তাই ফটোগ্রাফি করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমার সব চাইতে পছন্দের ফুল রঙ্গন ফুল। রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমি চেষ্টা করি প্রতিটি পোস্টে শেয়ার করার জন্য। আমি মনে করি আমার মতো সবাই লাল রঙের রঙ্গন ফুল পছন্দ করে থাকেন। রঙ্গন ফুলের বৈশিষ্ট্য নিয়ে তেমন কিছু বলার নেই। ছোট ছোট করে মৌমাছির চাকের মতো একসঙ্গে অনেক গুলো ফুল যুক্ত থাকে। লালা রঙের পাপড়ি গুলো দেখতে খুব সুন্দর লাগে। ফুলের ফটোগ্রাফি সবাই পছন্দ করেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। রোদের মাঝে ফুটে থাকা রঙ্গন ফুল গুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি ক্যামেরা বন্দি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কাঁটার মুকুট ফুল আমাদের সকলের অতি পরিচিত। কাঁটা মুকুট ফুল গাছে কাঁটা থাকে অনেক। লাল রঙের ফুল গুলো আমার কাছে বেশি পছন্দ। কাঁটা মুকুট ফুল বর্তমান সময়ে সবচেয়ে কম দেখা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অফিস আদালতে এই ফুল বেশি রোপন করা হয়। সবুজ পাতার মাঝে ছোট ছোট ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করেছি খুব কাছে থেকে ফটোগ্রাফি করার জন্য। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন হলদে রাঙ্গা অলকানন্দ ফুলের ফটোগ্রাফি। আমি মনে করি অলকানন্দ ফুল সকলের কাছে খুব পছন্দনীয়। এই ফুল কিছুটা জবা এবং মাইক ফুলের মত দেখতে। হলুদ রঙের পাপড়ি গুলো যেকোনো মানুষের মন জয় করবে। আমরা সকলেই সৌন্দর্যের পূজার, ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার চোখে ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ফটোগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার তোলা রেনডম ফটোগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অলকানন্দ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু ফটোগ্রাফি উপহার দেওয়া জন্য। আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাই, ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। প্রতিটা ফুলের ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে।এত সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
মেশিনে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন। সেখান থেকে কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে সুন্দর কমেন্ট করার জন্য।
ময়ূর ফুলকে সম্ভবত রাঁধাচূড়াও বলা হয়। ফুলটা বেশ সুন্দর। রঙ্গন ফুল আমার খুবই পছন্দের। রঙ্গন ফুলের ফটোগ্রাফি টা বেশ চমৎকার করেছেন ভাই। অলকনন্দা ফুলের ফটোগ্রাফি টাও সুন্দর ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
https://x.com/nazmulhasanbd01/status/1842648057021890682?t=79I4BN3l7yGjkKwxFPsPHg&s=19
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার চমৎকার এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। ফুলের ফটোগ্রাফি দেখলে মনে হয় যেন ফুলের বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি। যাহোক অনেক অনেক ভালো লাগলো
আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই, উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সবগুলো ফুলের ছবি খুব স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন তবে তার মধ্যেও কাটা মুকুট ফুলের সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে। এমন সুন্দর ফটোগ্রাফি ভালো লাগবে এটা স্বাভাবিক যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, চমৎকার কমেন্ট শেয়ার করার জন্য।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্যগুলো দেখলাম।
আমার ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখে আপনার মন ভালো গিয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।