সময়ের সঠিক মূল্য দেওয়া উচিত।
শুভ দুপুর..🌅
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই আমাদের সকলের উচিত সময়ের সঠিক মূল্য দেওয়া। সময় চলমান এবং চলতেই থাকবে। আমরা যদি সময়ের সঙ্গে এক সাথে তাল মিলে না চলতে পারি তাহলে আমরা সবাই পেছনে পড়ে যাব। তাই সময়ের কাজগুলো সময় মত করতে হবে। মাঝে মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন কারণে অলসতা দেখা দেয়। তখন নিজেদের ব্যক্তিগত কাজ সময় মত করতে পারবেন না। ফলে ২৪ ঘন্টা সমান একদিন পার হয়ে যাবে। একদিনর আজ বাকি পড়ে গেলে অন্য দিন তা পূরণ করতে হবে। সময়ের যথাযথ ব্যবহার সাফল্যের চাবিকাঠি এনে দিতে সাহায্য করে। তার জন্য আমাদের নির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে। লক্ষ অনুযায়ী নিজেদের কাজগুলো গুছিয়ে করতে পারলে খুব সহজেই যে কোন কাজে সফলতা পাওয়া সম্ভব।
আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ে আসছি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাহলে আমরা কেন সময়ের কাজ সময়ে করব না? আমাদের জীবন থেকে একটি দিন চলে যাওয়া মানে আমরা অনেক দূর পিছিয়ে গেলাম। আমরা অনেকেই ভাগ্যেকে দোহাই দিয়ে থাকি, বলি এই কাজ আমার দ্বারা হবে না। কিন্তু আমরা এর পেছনে মেহনত এবং পরিশ্রম দেই না। তাই ভাগ্যের দোহাই দেওয়া ঠিক নয়। সৃষ্টিকর্তা সকলের কাজের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকেন। আমরা যদি সব সময় ভালো কাজ করি এবং সময়ের সঠিক মূল্যায়ন করি তাহলে খুব সহজেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তি আধুনিক হওয়ার ফলে আমরা বিভিন্ন সেক্টরে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট করি।
বর্তমান বিশ্বে সবাই প্রযুক্তির গভীরে প্রবেশ করেছে। তাই ফেসবুক ও ইউটিউবের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করছি। তবে আমি সবার কথা বলবো না, কিছু মানুষ এমনও আছে এই অনলাইন পার্টফর্ম গুলোতে তাদের মেধা এবং সময়কে কাজে লাগিয়ে অনেক অর্থ উপার্জন করছেন। শুধু তাই নয় পরিবার আত্মীয়-স্বজন এবং দেশের বিভিন্ন জায়গায় নিজের অবস্থান শক্তিশালী করছেন। তাই এখন অলসতা করার সময় নেই। পৃথিবীতে অনেক কিছুই দাম দিয়ে কেনা যায়, কিন্তু সময় কখনো দাম দিয়ে কেনা যায় না। আমাদের সময় সীমিত, আমরা অল্প কিছু সময় নিয়ে দুনিয়াতে এসেছি। এখন আছি হয়তো কিছু সময় পরে থাকবো না। কিন্তু থেকে যাবে আমাদের ভালো কাজ ও সময়ের সঠিক ব্যবহার।
সময় হলো অমূল্য সম্পদ, এই সম্পদকে নষ্ট করা উচিত নয়। নিজেকে বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় তুলে ধরতে হলে আপনার যোগ্যতা ও মেধার কোন বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত সঠিক সময়ে নিজেদের মেধা ও যোগ্যতা গড়ে তোলা। কথায় আছে অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো। যাইহোক নিজেকে ভালোবাসুন, সময়ের মূল্য দিন এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুন এই কামনাই ব্যক্ত করছি। এই ছিল আমার আজকের আয়োজন। আমি নিজের মতো করে লেখার চেষ্টা করেছি এবং অনুভূতি গুলো নিজের মত করে লেখার চেষ্টা করেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | সময়ের সঠিক মূল্য দেওয়া উচিত। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1842087397213012261?s=19
একদম ঠিক। সময়ের মূল্য সময় থাকতে দেওয়া উচিত। তাহলেই সময়ের সঠিক ব্যবহার হবে। অথচ আমরা তা করি না। আমরা সময় কে সঠিক ভাবে মূল্যায়ন করি না। যার কারনে আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাচেছ দিনের পর দিন। ধন্যবাদ এমন মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। ধন্যবাদ আপু আপনাকে।
কথায় বলে কাঁচায় না নোয়ালে বাশঁ, পাকলে করে টুসটাস। তাই তো আমাদের কে সময়ের কাজ সময় মত করতে হবে। মনে রাখতে হবে আগামীর উদ্দেশ্যে রেখে দেওয়া সকল কাজ ঐ আগামী হয়েই রয়ে যায়। বেশ সুন্দর করে বিষয়টি আপনি আমাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আসলে প্রত্যেকটা মানুষের কাছেই সময় অনেক বেশি মূল্যবান। কিন্তু মানুষ এই সময়ের মূল্যটাই সঠিকভাবে দিতে পারেনা। আমাদের সবারই উচিত সময়ের মূল্য সঠিকভাবে দেওয়া। সময় আসলেই কারো জন্য কখনো অপেক্ষা করে না। সে নিজের গতিতেই এগিয়ে যেতে থাকে। যে মানুষ সময়ের মূল্য সঠিকভাবে দিতে পারে না সে কখনো ভালো কিছু করতে পারেনা। তাই সময় নষ্ট না করে সময় মত সবকিছু ভালোভাবে করা উচিত।
আপনার গুছানো কমেন্ট আমাকে উৎসাহ দিয়েছে। আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন ভাই, আসলে যে সময়ের মূল্য সঠিক ভাবে দিতে পারে তার জীবনে সফলতা আসে। সময় একবার চলে গেলে তা আর কোনভাবে ফিরে আসে না। তাই সময়ের কাজ সময় করা উচিত। সময়ের মূল্য যথাসময়ে দিতে পারলেই সফলতা আসবে জীবনে না হয় জীবন ব্যর্থ হবে। আসলে মানব জীবনে সময় খুবই মূল্যবান। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
জীবনের সফলতা পাওয়ার জন্য মুখ্য বিষয় হলো সময়ের কাজ সময় করা। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কমেন্ট শেয়ার করার জন্য।
আমাদের জেনারেশন টা সময় টা সবচাইতে বেশি নষ্ট করে ফোনের পেছনে। আমি নিজেও এর বাইরে না। সত্যি বলতে সময়ের গুরুত্ব না দিতে পারলে জীবনে ভালো কিছু করা কখনোই সম্ভব না। চমৎকার লাগল আপনার পোস্ট টা। বেশ সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
বর্তমান সময়ে বৃদ্ধ থেকে ছোট বাচ্চারাও এই ফোনের পিছনে অযথা সময় নষ্ট করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সময়ের মূল্য দিতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন।
আজকের সময়ে আপনি একটা দারুন পোস্ট শেয়ার করেছেন। আসলে এই জীবনে যারা সময়ের মূল্য দেয় না তারা জীবনে কখনো বড় হতে পারে না। আসলে সময়কে কখনো মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না। দারুন একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বড় হতে হলে অবশ্যই সময়ের মূল্য দেয়া উচিত। আপনার গুছানো মতামত পেয়ে খুশি হলাম ভাই, ধন্যবাদ আপনাকে।
এই যুগের সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন ভাই। আসলে আমাদের সবার উচিত সময়কে মূল্য দেওয়ার। কারণ একদিন চলে যাওয়া মানে অনেক কিছু থেকে পিছিয়ে যাওয়া। আসলেই কিছু কিছু মানুষ রয়েছে যারা ফেসবুক ইউটিউব এগুলো দেখে সময় নষ্ট করে।যাইহোক পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বর্তমান সময়ে আমাদের অযথা সময় নষ্ট করা উচিত নয়। সময়ের মূল্য দিয়ে এগিয়ে যাওয়া উচিত। সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।