লেভেল ৪ হতে আমার অর্জন - By @nazmul01
হ্যালো...!
শুভ সকাল
আজ ০১ ই এপ্রিল ,
সোমবার ২০২৪ খ্রিঃ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
"আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম লেভেল ৪ লিখিত পরীক্ষা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমি লেভেল ৪ এর ক্লাস করার মাধ্যমে যে সমস্ত বিষয় জেনেছি। তার উপরে ভিত্তি করে আজকের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছি। প্রথমেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর @Rupok ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই।ভাইয়া লেভেল ৪ এর ক্লাস করানোর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখানোর চেষ্টা করেছেন। এরপর গত শনিবার আমাদের লেভেল ফোর এর ভাইভা পরীক্ষা নিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ ভাইভা পরীক্ষাতে পাস করেছি। এখন আমাকে লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তাই আজকে আমি লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি।
আমার বাংলা ব্লগ লেভেল ৪ হতে যেই বিষয়গুলো সম্পর্কে জানতে পেয়েছি সেগুলো হলঃ
এ সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছি। এ সকল বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিচে দেয়া হলঃ
p2p কি?
উত্তরঃ
p2p মানে হচ্ছে পারসন টু পারসন ট্রান্সফার। অর্থাৎ কোনো ইউজার অপর একজন ইউজারের ওয়ালেটে STEEM, SBD অথবা TRX পাঠালে সেটাকে p2p ট্রান্সফার বলে। p2p transfer বিষয় টি খারাপ ভাবে দেখা হয়। কারন এর দ্বারা দুটি account ই আপনার মনে করা হয়। তাই p2p transfer না করাই ভালো। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে p2p করা সম্পূর্ণ নিষিদ্ধ।
P2P এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?
উত্তরঃ
আমার ওয়ালেট লগইন দিয়ে SBD অপশনে যাবো। এর পর ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রান্সফারে যাবো। এরপর To তে @level4test লিখবো। এরপর এমাউন্টের ঘড়ে 0.001 SBD লিখবো।মেমোতে SBD পাঠানোর কারনটি লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কি না আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট এক্টিভ কি দিয়ে সাবমিট করে দিবো।
P2P এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ 0.001 steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ
আমার ওয়ালেট লগইন দিয়ে STEEM অপশনে যাবো। এরপর ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রান্সফারে যাবো। এরপর To তে @level4test লিখবো। এমাউন্টের ঘড়ে 0.001 steem লিখবো। মেমোতে steem পাঠানোর কারনটি লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কি না আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট এক্টিভ কি দিয়ে সাবমিট করে দিবো।
P2P এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ
আমার ওয়ালেট লগইন দিয়ে TRX অপশনে যাবো। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফারে যাবো। এরপর To তে @level4test লিখবো। এমাউন্টের ঘরে 0.01 TRX লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কি না আরো একবার চেক করে ok বাটনে ক্লিক করবো। এরপর ট্রন প্রাইভেট এক্টিভ কি দিয়ে সাবমিট করে দিবো।
Internal Market এ 0.01 SBD কে steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?
উত্তরঃ
স্টিমিট ওয়ালেটে লগইন হওয়ার পর স্টিম লেখার পাশে ড্রপডাউন মেনু দেখতে পাবো। এবার সবার নিচে market এ ক্লিক করব। এরপর Buy Steem এ কনভার্টের কাজ সম্পন্ন করবো। প্রথমেই কারেন্ট মার্কেট প্রাইস সিলেক্ট করে নিবো। এরপর 0.01 SBD লিখবো এরপর Buy Steem এ ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কি না দেখে ok বাটনে ক্লিক করবো। এখন আমার 0.1 SBD কে Steem এ Convert করা হয়ে গিয়েছে।
Poloniex Exchange site এ একটি Account Create করুন?
উত্তরঃ
প্রথমে poloniex এর অফিসিয়াল সাইটের সাইনআপ পেইজে যেতে হবে। এরপর একটি ফর্ম দেখতে পাওয়া যাবে। সেখানে ফোন নাম্বার অথবা gmail এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে। তারপর ক্যাপচা ফিলাপ করতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে একাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এরপর জিমেইলে একটি লিংক যাবে সেটি ক্লিক করে কনফার্ম করলেই একাউন্ট তৈরি সম্পন্ন হয়ে যাবে।
এরপর আরো কিছু ধাপ রয়েছে যেগুলো প্রোফাইল সাজানো এবং আইডেন্টিটি সাবমিট করে সিকিউরিটি স্ট্রং করার জন্য প্রয়োজন হয়।
আপনার Steemit একাউন্ট হতে poloniex Exchange site এ steem Transfer করুন?
উত্তরঃ
প্রথমে poloniex account এ গিয়ে ওয়ালেটে ক্লিক করতে হবে। এরপর deposit এ ক্লিক করতে হবে। এবার search option এ গিয়ে steem লিখে search করলে Steem সাজেস্ট করবে। এরপর সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অপশন আসবে। নিচে লেখা steem network এর উপর ক্লিক করতে হবে। এরপর address and memo কপি করতে হবে। এবার steemit ওয়ালেটে ঢুকে steem এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করতে হবে। এবার To তে যাকে পাঠাবো সেটা লিখতে হবে, Amount এর ঘরে এমাউন্ট বসাবো আর Copy করা address and memo বসাবো। তারপর next বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কি না ভালোভাবে দেখে নিয়ে ok বাটনে ক্লিক করবো।
আপনার steemit একাউন্ট হতে poloniex Exchange site এ TRX Transfer করুন?
উত্তরঃ
প্রথমে poloniex account এ গিয়ে ওয়ালেটে ক্লিক করতে হবে। এরপর deposit এ ক্লিক করতে হবে। এরপর search option এ গিয়ে TRX search করলে TRX সাজেস্ট করবে। এরপর সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অপশন আসবে। নিচে লেখা TRX (tron) এর উপর ক্লিক করতে হবে। এবার address কপি করতে হবে। এবার steemit ওয়ালেটে ঢুকে TRX এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করতে হবে। এবার To তে কপি করা address টি বসাবো, তারপর amount বসিয়ে next বাটনে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই switch to tron account সিলেক্ট করতে হবে। এরপর সবকিছু ঠিক আছে কি না ভালোভাবে দেখে নিয়ে ok বাটনে ক্লিক করতে হবে।
Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?
উত্তরঃ
Trx কে USDTতে করার convert জন্য প্রথমে poloniex account এ ঢুকে trade এ ক্লিক করবো। এরপর spot এ ক্লিক করে search এ গিয়ে trx search করে TRX/USDT pair টি সিলেক্ট করবো। এবার Sell এ ক্লিক করে price এবং amount লিখবো। এরপর Sell trx এ ক্লিক করবো।
এই ছিলো আমার আজকের লেভেল ৪ এর লিখিত পরীক্ষা। আমি উক্ত বিষয় গুলো লেভেল ৪ হতে শিখেছি। আমি আমার মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 💞
বিভাগ | লিখিত পরীক্ষা। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯ |
বিষয় | লেভেল ৪ হতে আমার অর্জন। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
পরীক্ষার্থী | @nazmul01 |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://twitter.com/nazmulhasanbd01/status/1774623267103633709?t=hHUoYYisOJKCN-G4g8W-Jw&s=19
আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে জিনিসগুলো আপনি বেশ ভাল বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্ট ভিজিট করে মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভেরিফাইড মেম্বার হতে পারি।
আপনার আজকের এই লিখিত পরীক্ষা দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে এই লেভেল এর লিখিত পরীক্ষা শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে দিয়েছেন৷ এখানে যা কিছু আপনাকে শেখানো হয়েছে এবং যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তার উত্তর আপনি খুব সুন্দরভাবে আপনার এই পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন৷ আশা করি পরবর্তী লেভেল পার করে আপনি তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যাবেন৷
আমার জন্য দোয়া করবেন আপনার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম।
লেভেল ৪ হতে আপনার অর্জন দেখে বেশ ভালো লাগলো। সব গুলো কে অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। আসলে লেভেল চার আমাদের সকলের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশাকরি পাশ করবেন। আপনার স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম, আমার জন্য দুয়া করবেন আমি যেন ভেরিফাইড মেম্বার হতে পারি।
আসলে লেভেলে ফোর আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আপনি লেভেলে ফোর এর বিষয় গুলো বেশ ভালো ভাবেই বুঝতে পেরেছেন। সবগুলো প্রশ্নের উওর গুছিয়ে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আশাকরি খুব দ্রুত আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।