🎤গান🎤তুমি কি দেখেছ কভু ||১০%প্রিয় লাজুক -খ্যাকের জন্য🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
আজ,১৩ই চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ২৭, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ২৪,সাবান | ১৪৪৩, হিজরি | শনিবার | পহেলা ফাল্গুন |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমি আমার ছোট বোনকে দিয়ে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।জানি না কেমন হয়েছে আশা সকলের ভাল লাগবে।





গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা

——————————

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।

কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।

জানি না গানটি কেমন গেয়েছি তবে চেষ্টা করছি ভাল করে গাওয়ার।আমরা সকলেই এই করোনা মহামারী সংক্রান্ত পরিস্থিতিতে সতর্কতার সাথে থাকব এবং নিরাপদে থাকব। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

ইতি,

@nazmul-sakib

Sort:  
 2 years ago 

আসলে আমি এই ধরনে গান মাঝে মাঝে শুনি। আপনার কন্ঠে গানটি আমার কাছে ভালো লেগেছে। আপনি সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছেন এজন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ ভাইয়া দারুণ গেয়েছেন আপনি। পুরনো দিনের গান গুলোর মধ্যে এটা আমার খুবই পছন্দের একটি গান। আপনার কাছে এই গানটি শুনে আমার বেশ ভালই লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সকলের উদ্দেশ্যে এই গানটি কভার করার জন্য। আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ ভাই, আপনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সত্যিই অবাক লাগে আমার কাছে।

তারপরও গানের কথাগুলো যেহেতু অন্য কারো সেখানে আপনি কোটেশন মার্কডাউন ব্যবহার করবেন।

>
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে পরামর্শ দিয়ে উৎসাহ দেয়ার জন্য।আচ্ছা ভাইয়া এরপর থেকে আমি কোটেশন মার্কডাউন ব্যবহার করবো।

 2 years ago 

বাহ ভাই অনেক সুন্দর গেয়েছেন আপনি, আমার এই গানটি বরাবরই খুব ভালো লাগে আর আপনার কন্ঠে ও দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি গান পরিবেশনের জন্য।

 2 years ago 

ভাইয়া গানটি আমার খুবই পছন্দের একটি গান। আর এই গানটি আপনি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নব্বই এর দশক এর সেরা একটি গান।গানটি এখনো দর্শক এর মাঝে সমান জনপ্রিয়।আর খুব সুন্দর হয়েছে ভাই আপনার কন্ঠে গানটি।ধন্যবাদ এত সুন্দর একটি গম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ চমৎকার একটি গান গেয়ে আমাদের মাঝে পরিবেশন করলেন। আমার কাছে আপনার কন্ঠে গাওয়া গানটি খুবই ভালো লেগেছে। তা ছাড়াও গানটি খুবই জনপ্রিয় এত সুন্দর ভাবে গানটি গেয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রিয় বন্ধু আপনার গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে এই গানটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

এই গানটি আমি আগে কখনো শুনিনি তবে আপনার কোকিল কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি এই গানটি কভার করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62227.11
ETH 2400.78
USDT 1.00
SBD 2.50