DIY (এসো নিজে করি ), রঙিন কাগজের তৈরি মাছের ||১০% প্রিয় লাজুক -খ্যাকের জন্য🇧🇩

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
সৃজনশীলতাই শক্তি
আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমি ভিডিও দেখে দেখে ছোট ভাইকে দিয়ে কাগজের তৈরি মাছ বানানোর চেষ্টা করছি। আশা করি সকলের ভাল লাগবে।
IMG_20220304_214012.jpg
উপকরণ
রঙিন কাগজ
✂ কাচি
কলম



️ তো চলুন শুরু করি️
️ বানানোর কাজ চলছে️
প্রথমে একটি রঙিন কাগজ সমান করে কেটে নিলাম।এরপর কোনাকোনি ভাবে ভাজ করে নিলাম।
IMG_20220307_164927.jpg
️বানানোর কাজ চলছে️
কাগজটি কোনাকোনি ভাবে ভাজ করে মুড়িয়ে নিলাম।
IMG_20220307_165016.jpgIMG_20220304_211041.jpg
️বানানোর কাজ চলছে️
এরপর মাঝামাঝি ভাবে ভাজ করে নিলাম
IMG_20220304_210753.jpgIMG_20220304_210550.jpg
️ বানানোর কাজ চলছে️
এরপর কাগজের প্রথম অংশ সমান করে ভাজ করে নিলাম।
IMG_20220304_211250.jpgIMG_20220304_211138.jpg
️ বানানোর কাজ চলছে️
এরপর মাছের মাথা সমান করে ভাজ করে নিলাম।তারপর মাছের লেজের দিকে ভাজ করে লেজ বানানো শেষ।
IMG_20220304_212756.jpg
IMG_20220304_213057.jpgIMG_20220304_212950.jpg
️বানানোর কাজ চলছে️
এরপর আমি কাগজ মুড়িয়ে মাছ বানালাম
IMG_20220308_082807.jpg
️বানানোর কাজ চলছে️
সর্বশেষে আমি মাছের চোখ কলম দিয়ে দিলাম।এরপর পুরোপুরি ভাবে মাছ বানানো শেষ।
IMG_20220304_214012.jpg

ইউটিউবে দেখলাম সহজে কিভাবে মাছ বানানো যায়।এরপর আমি আমার ছোট ভাইকে দিয়ে মাছ বানালাম।জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করছি নিজে বানাতে না পারলেও ছোট ভাইকে দিয়ে বানিয়েছি কাগজের তৈরি মাছ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।




ছবির বিবরণ
মোবাইল নামমডেল
রেডমিA৯
ক্যামেরা১৩
ফটোগ্রাফার@nazmu-sakib

ইতি,

@nazmul-sakib

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি মাছ তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা মাস্টি দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মত লাগছে। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্যও শুভ কামনা রইলো

 2 years ago 

এসো নিজে করি এই ইভেন্টে না আসলে আমি হয়তো জানতাম না কাগজ দিয়ে এত সুন্দর কিছু তৈরি করা যায়। অনেকেই দেখেছিলাম ব্যাঙ্গ এবং পাখির তৈরি করেছে। আপনি কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন যেটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ইউনিক আইডিয়া তৈরি করেছেন। আপনার আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যিই আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে এই মাছটি তৈরি করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্যও শুভ কামনা রইলো

 2 years ago 

রঙিন কাগজের তৈরি মাছে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা মাছ আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ক্রাফট তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছ তৈরিটি খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার উপস্থাপন করা রঙ্গিন কাগজের মাছ টি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে ।‌বিশেষ করে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করায় অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে তাছাড়া আপনি এই মাছটি তৈরি করার পদ্ধতি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

অনেক সুন্দর দেখতে হয়েছে। আমি জানি বন্ধু তোমার মাঝে অনেক প্রতিভা লুকিয়ে আছে।যদিও এটি তোমার ছোট ভাই এর কাছে বানানো।
তুমি ধীরে ধীরে তার প্রকাশ ঘটাতে শুরু করো ইনশাল্লাহ একদিন তুমি সফলতা অর্জন করতে সক্ষম হবে।

 2 years ago (edited)

তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু

 2 years ago (edited)

খুব সহজ ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করে ফেলেছেন।অনেকটা এমন করে আমরা আগে উড়োজাহাজ বানাতাম।ভালো লাগে মাঝে মাঝে সহজ জিনিস গুলো দেখতে ভালো ছিলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি মাছ তৈরি করেছেন। এ ধরনের রঙ্গিন কাজে কাগজের কাজ গুলো আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের তৈরি মাছ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মাছ তৈরি করেছেন ভাইয়া। মাছ তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর মাছ তৈরি করতে পারা যায় তা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। মাছ তৈরি করতে প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32