কুঁড়েঘরে বিলাস-ব্যাসন না থাকলেও অপূর্ণতা নেই প্রকৃত সুখের || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য 🇧🇩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম



১১ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

২৬শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

১৮ই সফর, ১৪৪৩ হিজরি

রোজঃরবিবার

শরৎকাল



হ্যালো বন্ধুরা,

আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।গ্রাম বাংলার জনজীবন উপলব্ধি করার মতোই এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম বাংলার জনজীবন নিয়ে গল্প শেয়ার করলাম।

প্রকৃতিকে উপলব্ধি করার অন্যতম স্থান হচ্ছে গ্রাম বাংলার জনজীবন।কেননা, ব্যাস্ত শহরের বায়ু দূষিত। শহরের প্রকৃতি আধুনিকতার ছোয়ায় মৃতপ্রায়। শহর যেন অভিশপ্ত এক নরকপ্রায়।শুধুই জীবনের তাগিদে মানুষ ছুটে চলেছে সূদুরে অবস্থিত সেই শহরে। শতশত কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় আর প্রচণ্ড উত্তাপে চারিদিকের আবহাওয়ায় যেন এক বিশাল বিয়োগসাজস।বিয়োগসাজস বলার কারণটা হচ্ছে, বিষাক্ত বায়ু প্রাণ নাশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ।আর একেকটা প্রাণ হারানো মানেই তো হাজারো পরিবারের জন্য নির্মম বিরহ আর বিচ্ছেদগম্যতা।অন্যদিকে,গ্রামের প্রকৃতিটা সত্যিই অপূর্ব। চারিদিকের খোলা পরিবেশ। আকাশের মতো দীর্ঘভাবে বিস্তৃত চিরচেনা সেই সবুজের সমারোহ। অন্যদিকে সীমাহীনভাবে বয়ে চলেছে পিচঢালা সেই রাস্তাগুলো।রাস্তার দুই পাশে বিশাল ধরণের শস্যভূমি।কোথাও ধানক্ষেত, কোথাও পাটক্ষেত, কোথাও ভূট্টাক্ষেত মানে সময়ের ওপর নির্ভর করে নানা ধরনের ফসলের আবাদ।মজার বিষয় হচ্ছে, সবখানেই সবুজের সেই চোখজুড়ানো মেলা। পথ পেরুলেই দেখা যায় মাঝেমাঝে ছোট্ট ছোট্ট সোনার গ্রামগুলি।গ্রামীণ সৌন্দর্যটা তো যেন সৃষ্টিকর্তার হাতে তৈরি নিপুণ কৃতকার্য।অপরুপ সৌন্দর্যের এক খনি মনে হয়।আর মাঝে-মধ্যেই যখন আকাশে সূর্য থাকে, প্রকৃতিতে থাকে সোনালী কিরণের চাকচিক্য তখন হালকা রোদে গাছতলায় বসে প্রকৃতির নির্মল বাতাসে যেন শুধু শরীরটা নয় বরং হৃদয়টা সহ ঠান্ডা হয়ে যায়। অবশ্যই সূর্যের সোনালী কিরণের চাকচিক্য আর প্রকৃতির নির্মল বাতাস যখন গ্রামে অবস্থিত পুকুরের পানি স্পর্শ করে তখন পুকুর পাড়ে বসে তা উপভোগ করাটা যে কতটা আনন্দের তা শুধু গ্রামে বসবাসকারী নিরীহ মানুষগুলিই বুঝতে

যাইহোক আজকের লেখাটির প্রাসঙ্গিক কারণটা ভিন্ন।পর্যবেক্ষণ করেছিলাম গ্রামে অবস্থিত একটি বাড়িতে। বাড়িটা ছিলো চারিদিকে বেশ পুরোনো টিনের ঘেরা।উপরেও ছিলো টিনের ছন।আর বাড়ির ভিতরে ঘরগুলি ছিলো বাঁশের চাটাই দিয়ে তৈরিকৃত।খুব সাধারণভাবে বসবাস করে পরিবারটি। আসলে প্রাকৃতিক উপকরণের সমন্বয়ে তৈরি বাড়িটার পরিবেশটাই ছিলো মনোরম।দেখে যা মনে হচ্ছিলো খুব কষ্টেই দিন পার হয় পরিবারটির।দিন আনে দিন খায়।পুরো বাড়িটাই বাঁশের খুঁটি দিয়ে স্থাপিত। বাড়িটার পশ্চিম দিকে কতগুলো গাছ লাগানো ছিলো। শুধু পশ্চিম দিকে নয় এছাড়াও পুরো বাড়িতেই কমবেশি গাছ লাগানো আছে। তবে পশ্চিমে গাছের সংখ্যা প্রায় অধিক। উত্তর দিকে রয়েছে থাকার মতো কোনোরকমে দুটো ঘর।ঘরগুলি পুরোটাই ছিলো বাঁশের চাটাই দিয়ে ঘেরা।পূর্ব দিকে রাখা আছে প্রয়োজনীয় কিছু সাধারণ জিনিসপত্র।এই অংশে একটি বাঁশের খুঁটিতে ঝুলানো ছিলো মাছ ধরার একটি জাল।মনে হয় তাঁরা মাঝেমধ্যে মাছও ধরে থাকে। আর দক্ষিণ দিকে গরু রাখার জন্য একটি গোয়ালঘর আছে এবং সেই সাথে রয়েছে বাইরে বের হওয়ার দরজাটা।বাড়ির বাইরে থেকে দেখা যায় চারিদিকেই গাছপালায় ঢাকা। আসলেই গ্রাম্য প্রকৃতি আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে বসবাস করার প্রকৃত আনন্দ শুধু সাধারণ মানুষগুলিই উপভোগ করতে পারে। এখানে শহরের মতো প্রচুর অর্থ ব্যায় করে রট-সিমেন্টের তৈরি আটতলা-দশতলা রঙিন অট্টালিকা নেই।আর সেটা তো কৃত্রিম জীবীকা।শহুরে মানুষদের মতো তারা বিলাস-ব্যাসনে মত্ত না থাকলেও যেন তাদের অভাব নেই প্রকৃত সুখের।

করোনা মহামারী এই কঠিন সময়ে সচেতন থাকুন এবং সুস্থ থাকুন।

Sort:  

খুব সুন্দর লিখেছেন ভাই জীবনের সুখ সম্পর্কে।আসলে যারা অল্পতেই সুখি থাকে তারাই জীবিনে প্রকৃত সুখি ব্যাক্তি আমার মতে।

আর ভাইয়া দয়া করে পোস্টের শেষে কন্টেন্ট বিষয়ক #ট্যাগ গুলো ব্যাবহার করবেন।ধন্যবাদ❤️

 3 years ago 

জি ভাই। আপনার ধারণাটিও ঠিক। যারা অল্পেই তুষ্টি থাকে সৃষ্টিকর্তাও তাদের প্রতি দয়াশীল থাকেন। আর এটাই কাম্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ভাই গ্রামের জীবনের জীবনযাপন সম্পর্কে আপনি খুব সহজেই তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।একটা কথা বলতে হয় ভাইয়া আপনি দয়া করে লোকেশন কোড ইউজ করবেন পিকচারের। সব মিলিয়ে অনেক ভালো ছিল গ্রামের জীবনের জীবন যাপন কথাগুলো খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে দিনদিন যতই দেখছি ততই অবাক হচ্ছি চরম দক্ষতা। আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই। আমার পোস্টগুলো পড়ে যে কমেন্ট করেন আপনার কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করে প্রতিনিয়ই।আর আমিও এটাই কামনা করি।ভালোবাসা অবিরাম। আপনার অগ্রযাত্রা সাফল্যমণ্ডিত হোক এই শুভকামনা করি।

 3 years ago 

গ্রামের জন জীবন এবং টিনের ছাুনির ঘর বাড়ির সেই পরিবারটির কিছু কথা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গ্রাম্য জীবন কে। সেই সাথে শহড়ের যান্ত্রিক জীবন যাপনের বিষয়গুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥।

 3 years ago 

আমার পক্ষ থেকে অন্তরের অন্তস্তল থেকে আপনার জন্য রইলো অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনি আমার পোস্ট সম্পর্কে এতো সুন্দর একটি কমেন্ট করেছেন তা আমার জন্য অনেকটা আনন্দের। আসলে এ ধরনের কমেন্টেই আমিও কামনা করি। ধন্যবাদ আপনাকেও।❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40