🌸রঙিন কাগজের তৈরি ফুল🌸 ||১০%প্রিয় লাজুক -খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগlast year
আজ,০৯ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ২৩, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ২৩ ,রজব | ১৪৪৩, হিজরি | বুধবার | বসন্তকাল |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমি আমার ছোট বোনকে দিয়ে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।জানি না কেমন হয়েছে আশা সকলের ভাল লাগবে।

IMG_20220324_214139.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাচি
  • আঠা
  • স্কেল

IMG_20220324_161449.jpg

বানানোর কাজ চলছে
প্রথমে একটি কাগজ লম্বালম্বি কেটে নিলাম।তারপর কাগজটি ভাজ করে নিলাম

IMG_20220324_161746.jpg

বানানোর কাজ চলছে
এরপরে কাগজটি কাচি দিয়ে খাটো পাশে কেটে নিলাম

IMG_20220324_162427.jpg

বানানোর কাজ চলছে
এরপর কাগজের ভাজ খুলে নিলাম

IMG_20220324_162448.jpg

বানানোর কাজ চলছে
এরপর কাগজের খুলে উল্টো পাশে আবার ভাজ করে নিলাম

IMG_20220324_162544.jpg

বানানোর কাজ চলছে
এরপর কাগজের ভাজ খুলে আঠা লাগিয়ে দিলাম

IMG_20220324_162807.jpg

বানানোর কাজ চলছে
এরপর আঠা লাগিয়ে দেয়ার পর শুকাতে দিলাম কিছুক্ষণ

IMG_20220324_162726.jpg

বানানোর কাজ চলছে
এরপর ডাল বানানোর জন্য সবুজ রঙের কাগজ লম্বালম্বি কেটে নিলাম

IMG_20220324_162830.jpg

বানানোর কাজ চলছে
এরপর কাগজটি গোল করে মুড়িয়ে নিয়ে গাছের ডাল বানিয়ে নিলাম

IMG_20220324_163019.jpg

বানানোর কাজ চলছে
সর্বশেষ আমি রঙিন কাগজের তৈরি ফুল বানানো শেষ করলাম

IMG_20220324_214220.jpg




আমার ছোট বোন রঙিন কাগজের তৈরি ফুল বানানো সকলের ভাল লেগছে। আমরা সকলেই সতর্কতার সহিত থাকব এবং নিরাপদে থাকব। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

ইতি,

@nazmul-sakib

Sort:  
 last year 

কাগজ কেটে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন তবে আপনি যদি ফুলের অংশ টি সাদা কাগজ দিয়ে তৈরি করতেন তাহলে দেখতে একদম কাশফুলের মতো লাগতো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানানো দেখতে খুবই সুন্দর লাগে। আপনার এই ফুলটি আমার কাছে অনেক ভাল লেগেছে। তবে আরেকটু সুন্দর হলে আরো ভালো হতো। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজের ব্যবহার যথেষ্ট ভাল ছিল। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজের ফুলটিতো খুবই সুন্দর হয়েছে। কি সুন্দর করে কেটে কাগজ গুলো দিয়ে কত সুন্দর করে ফুলটি খুব সহজে তৈরি করে ফেলেছেন। ফুলটি দেখতে খুবই ভালো লাগছে এরকম অনেকগুলো ফুল একসাথে বানিয়ে রাখলে দেখতে আসলে ভালই লাগবে। আপনার ছোট বোন তো খুব সুন্দর করে ফুল বানাতে পারে এরকম আরো কিছু নিশ্চয়ই ট্রাই করলে বানাতে পারবে তখন আমরাও আরও রংবেরঙের জিনিস দেখতে পারবো ।অনেক শুভকামনা রইল আপনার জন্য ও আপনার ছোট বোনের জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। আমার কাছে আপনার ফুল তৈরি খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করে ধাপে ধাপে তা উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের তৈরি ফুল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি আজকের আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ফুল তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ দিয়ে, খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের মত মনে হচ্ছে। ভালো ছিলো,রঙিন কাজ দিয়ে করার জন্য।ধন্যবাদ আপনাকে

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আপনার দক্ষতা সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজের তৈরি ফুল দারুন ছিল। আপনি দারুণ দক্ষতায় কাজ সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং ফুল দিয়ে ছোট হলেও দেখতে বেশ অসাধারণ এবং দক্ষতার বিকাশ ঘটেছে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ।কালার টা আমার কাছে বেশ দারুন লেগেছে ।সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস খুবই সুন্দর হয়। আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলটি অসাধারণ লাগছে আর খুবই সুন্দরভাবে এর উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমাদের মাঝে রঙিন কাগজের ফুল শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

বাহ ভাইয়া খুব সহজে এবং অল্প সময়ে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ভুল তৈরি করেছেন, আপনার ভুল তৈরি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.07
JST 0.020
BTC 25854.16
ETH 1752.62
USDT 1.00
SBD 1.99