থ্রীডি চোঙ্গের ছবি অংকন || 🦊 ১০% লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগlast year
আজ, ২৯শে, ফাল্গুন | ১৪২৮, বঙ্গাব্দ | ১৪, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ১১,রজব | ১৪৪৩, হিজরি | সোমবার | বসন্তকাল |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমার ছোট ভাইকে দিয়ে 3D চোঙ্গের ছবি আর্ট করছি। অংকনটি হয়তো তেমন সুন্দর হয়নি। তবে আপনাদের উৎসাহ পেলে আমার আরো ও ভাল লাগবে । আমাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

IMG_20220314_231209.jpg

উপকরণঃ
পেন্সিল
স্কেল
✂ কাঁচি
আর্ট পেপার

IMG_20220314_224927.jpg




🖌️অংকন এর বিবরণ 🖌️

ধাপ-১ঃ

প্রথমে পেন্সিল দিয়ে বৃত্তের দাগ দিলাম। তারপর বৃত্ত একেঁ নিলাম।

IMG_20220314_233307.jpg

ধাপ-২ঃ

এরপর পেন্সিল দিয়ে চোঙ্গের কোণের দাগ করে নিলাম। তারপর সাইন পেন দিয়ে চোঙ্গের কোন একেঁ নিলাম।

IMG_20220314_233248.jpg

IMG_20220314_233234.jpgIMG_20220314_233216.jpg

ধাপ-৩ঃ

এরপর পেন্সিল দিয়ে কোণের দুই পাশে কালো রঙ করে নিলাম।

IMG_20220314_233200.jpg

ধাপ-৪ঃ

এরপর টিসু পেপার দিয়ে সমস্ত চোঙ্গের গায়ে কালো রঙ ছড়িয়ে দিলাম।

IMG_20220314_230038.jpg

ধাপ-৫ঃ

এরপর চোঙ্গের ছায়া বৃত্ত একেঁ নিলাম।

IMG_20220314_233143.jpg

ধাপ-৬ঃ

এরপর দুই পাশে সমান করে পেন্সিল দিয়ে দাগ দিলাম।তারপর কাচি দিয়ে কেটে নিলাম।

IMG_20220314_233113.jpg

ধাপ-৭ঃ

এরপর সম্পূর্ণভাবে চোঙ্গের ছবি আকাঁ শেষ করলাম।

IMG_20220314_231216.jpg



মোবাইলের নামমডেল
রেডমিA৯
ক্যামেরা১৩


ইতি

@nazmul-sakib

Sort:  

অবাস্তব এই জিনিসটাকে দেখতে একদম বাস্তব এর মত লাগতেছে। যেন সত্যিই এটি উপরে দাঁড়িয়ে আছে। আপনার তৈরি করা থ্রিডি অংকন টি সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

আপনি খুবই সুন্দর থ্রীডি চোঙ্গের ছবি অংকন করেছেন। আপনার অঙ্কন করা থ্রীডি চোঙ্গের ছবিটি দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

অসাধারণ একটি থ্রিডি চোঙের চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতাছে। আমি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। এরকম সুন্দর একটি থ্রিডি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

আস্তে আস্তে আপনার ছোট ভাই অনেক সুন্দর সুন্দর আর্ট করতে শিখেছে। আজকের থ্রিডি অংকন বেশ ভালো লাগলো দেখে। খুবই সুন্দর হয়েছে। আপনি পরোটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম থ্রিডি অংকন আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

থ্রিডি চোঙ্গের চিত্র অঙ্কন বেশ ভালো ছিল। আপনি দারুণ দক্ষতায় এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। আপনার কাজগুলো বেশ ভালো লাগে

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

থ্রিডি আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ছোট ভাইকে দিয়ে সুন্দর সুন্দর কাজ গুলো দেখে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থ্রি ডি,তাও আবার চোঙের। ছবির সাথে প্রচলিত বাংলায়, নাম করনে আমি অভিভুত। সুন্দর ছিল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার থ্রিডি চিত্র অংকন। আমার কাছে থ্রিডি চিত্র অংকন গুলো খুবই ভালো লাগে। এত সুন্দর করে থ্রিডি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

থ্রিডি চঙ্গের ছবিটা আপনি খুব সুন্দর করে অংকন করেছেন দেখে ভালো লাগছে। থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে থ্রিডি চিত্রাংকন এর প্রত্যেকটি ধাপ সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

আপনার তৈরি করা থ্রিডি চিত্রটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

আসলে থ্রিডি আর্ট গুলো এমন হয় একদম চোখ ধাঁধিয়ে দেয়। সত্যিই ভাই অসাধারণ ছিল আপনার এই অংকনটি। এভাবেই এগিয়ে যান আর সুন্দর সুন্দর এরকম কিছু অংকন আমাদেরকে উপহার দিন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থ্রিডি আর্ট গুলো আমাকে অনেক বেশি ভালো লাগে। এবং আপনি অনেক সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে এবং প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.08
JST 0.023
BTC 27058.68
ETH 1880.45
USDT 1.00
SBD 2.22