"প্রাক্তন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের অন্য নাম" || ১০% প্রিয় লাজুক-খ্যাকের জন্য 🌾
আজ-০৬ কার্তিক |১৪২৮ বঙ্গাব্দ |২২ শে অক্টোবর |শুক্রবার |হেমন্তকাল
আসসালামুআলাইকুম, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনদের আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে ভিন্ন ধর্মীয় পোস্ট লিখেছি। "প্রাক্তন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের অন্য নাম" এটি নিজের মতো করে গল্প আকারে লিখেছি আশা করি পড়বেন।
মনে পড়ে প্রাক্তন সেই মানুষটার কথা। স্মরণ করছি হৃদয়ের আঙ্গিনা থেকেই।ঠিক সেই আগের মতো একগুচ্ছ ভালোবাসার লালযুক্ত আবরণে। তবে, আজ হয়তো লাল আর নয় বেদনায় সিক্ত হয়ে কালো আবরণ পড়েছে। কারণ, এখন আমার ভালোবাসা তোমার কাছে নিষিদ্ধ এবং আমিও তোমার কাছে সম্পূর্ণই নিষিদ্ধ একজন মানুষ।তবুও ভালোবাসার মানুষ বলে কথা। হাজারো ব্যাথা পাওয়ার পরেও যে প্রিয় হতে পারে সেই মানুষটাই তো প্রাক্তন মানুষ।
প্রাক্তন মানুষটা কখনো রাগ করে না,যেটা করে সেটা হলো অভিমান।কিন্তু, এই অভিমান কখনো কখনো হয় ক্ষণিকের আবার কখনো কখনো হয় আকাশচুম্বী এক নিষ্ঠুরতম পাহাড়ের মতো। অথবা কখনো বা হয় শীষাঢালা সেই পাষাণতম প্রাচীরটার মতোই। রাগ সৃষ্টি হয় ক্ষোভ থেকে আর অভিমানের কারণে সাময়িক দূরত্ব তৈরি হলেও এর পেছনে যেটা কাজ করে সেটা হলো ভালোবাসা।
অনেক চেষ্টা করেও আর সেই প্রাক্তন মানুষটাকে ফেরানো সম্ভব হয় না। কারণ কি জানেন?কারণটা হলো অবিশ্বাস। একবার যখন কেউ কাউকে অবিশ্বাস করে ফেলে তখন যতই চেষ্টা করুক সেই ব্যাক্তির কাছে আর প্রিয়তম হওয়া যায় না।আর তাকে ফেরাতে না পারার বিষয়টা এজন্যই সৃষ্টি হয় কারণ, অবিশ্বাস তৈরি হয় প্রথমে ছোট ছোট ভুলের কারণেই। এই সামান্য বিষয়গুলিও যখন দুজনের মধ্যে শুধরানো আর হয়ে ওঠে না কেবল তখনই বৃহৎ আকার ধারণ করে জন্ম হয় 'অবিশ্বাস' নামের ভয়ানক বিষয় বা বস্তুটির। অবিশ্বাস একটি ধ্বংসাত্মক গতির নাম। তাই প্রয়োজন, এটি তৈরি হওয়ার আগেই যতটা পারা যায় শুধরানোর জন্য। তবুও যে প্রিয়তমাকে ফেরানোর চেষ্টা থেকেই যায় অনবরত প্রেমিকের অন্তরে। কারণটা হলো ভালোবাসার পিছুটান। যদিও আজ সময়ের বিবর্তনে অভিমানকে স্বীকার করে না প্রাক্তন মানুষটি।প্রকাশ করে রাগের পরিস্ফুটন হিসেবেই।
হয়তো নিজে থেকেই নয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে আজ তুমি প্রাক্তন মানুষ হিসেবে গণ্য হচ্ছো বাস্তবতার কাছে। তবুও তুমি পুরনো দিনের প্রিয় মানুষটিই।কারণ,তোমার সাথে সেদিনের সম্পর্কটা হয়েছিলো আত্মার সাথে সংযুক্ত মিশ্রণ দিয়ে। দৈহিক লোভ-লালসার কোনো ঘৃণিত অবৈধ অবকাশ ছিলো না এতে। যদি চলে যাওয়ার পেছনে তোমার মঙ্গল হবে মনে করো তবে তাই সঠিক।মন থেকে এখনো আমি তোমার জন্য দোয়া করি বন্ধু। আগামীটা আরো ভালো হোক তোমার। আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখের উল্লাসে উদ্ভাসিত হতে পারো তবে তাই তো আমার কাম্য। এর কারণটা হচ্ছে, আমি হৃদয় থেকেই যে তোমাকে ভালোবাসি।এটাই তো ভালোবাসার ধর্ম।
আমরা অনেকেই প্রাক্তনের ওপর ক্ষোভ ধরে প্রতিশোধের দিকে ধাবমান হই।কিন্তু কেন? চলে গেছে যে মানুষটি আর ফিরবে না শপথ করে, যেতে দিন তাকে।অন্তরের অন্তভাগে বৃথা তাকে লালন করা মানেই তো মানুষিক পীড়ন।উড়াল দেয়া পক্ষীকে পিঞ্জিরার ভিতর জোরপূর্বক আটকে রাখা মাত্র।যাক না যেথায় তার সুখের আধার মিলে?আর প্রতিশোধ নিতে গিয়ে জীবনের একটি দূর্যোগ আনারও কোনো দরকার হয় না। তার চেয়ে বলা ভালো যে,
"ক্ষমা করে দিলাম প্রিয় তোমাকে। "
তবে মনে রাখিও,প্রাক্তন হলেও তুমি জীবনের সাথে সংযুক্ত হয়ে থাকবে আজীবন।
সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
ভাই এটা কি লিখলেন ভাই, আমি তো আপনার গল্পটি পড়ে পুরাই আপনার ভক্ত হয়ে গেলাম। কি অসাধারণ লেখার স্টাইল সেই সাথে প্রত্যেকটা বাক্য অসাধারণ ছিল। আসলে ভাই আপনার মাঝে কত অসাধারণ প্রতিভা রয়েছে তা আপনার লেখা থেকে বোঝা যায়।ভাই আমিও কিছু কিছু লিখছি তবে আপনার এই লেখা থেকে আমি অনেক কিছু শিখেছি যা আমাকে আমার লেখার বিষয় আরও গভীরে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রাক্তন প্রেমের গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনার জন্য। দোয়া রাখবেন আমার জন্য। আগামীটা যেন আরও ভালো হয়।
কারো প্রতি বিশ্বাস উঠে গেলে তার প্রতি আর কোনদিনই বিশ্বাস ফিরিয়ে আনা যায় না। আর ফেরালেও তাকে সব সময় সন্দেহ হয় অথবা এর সম্পর্কের মধ্যে ঝগড়া লেগে থাকে। আপনার লেখাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপনাকে আপু। সুন্দর একটি কমেন্ট করার জন্য।
সত্যি ভাইয়া বরাবরই আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে লিখেন। আপনার লেখা পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা গুলো মনকে ছুঁয়ে যায়। যখন কোন সম্পর্কে অবিশ্বাস এসে যায় তাহলে সেই সম্পর্ক থাকে না এটা সত্যি ভাইয়া।আপনার লেখায় এই কথাটি আমার খুবই ভালো লেগেছে
"প্রতিশোধ নিতে গিয়ে জীবনের একটি দূর্যোগ আনারও কোনো দরকার হয় না। তার চেয়ে বলা ভালো যে,
"ক্ষমা করে দিলাম প্রিয় তোমাকে"
ধন্যবাদ ভাইয়া।
হুম আপু। আপনার কমেন্টগুলোও আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর কমেন্ট করেন আপনি। এভাবে পাশে থাকবেন সবসময়ই। ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম অন্তহীন আপনার চলার পথে অবিচল।