রেসিপি - পেয়ারা জুস ||🦊 ১০% লাজুক খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
আজ, ০৩ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ১৭, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ১৪,রজব | ১৪৪৩, হিজরি | বৃহস্পতিবার | বসন্তকাল |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজ আমার চাচাতো ভাই তার বাড়িতে পেয়ারা জুস বানিয়েছে। প্রচন্ড গরমের মাঝে এমন ১ গ্লাস জুস খেতে কার না ভালো লাগে৷ তাই গরমে তৃষ্ণা মেটানোর জন্য আমরা তৈরি করলাম সুস্বাদু পেয়ারা জুস।



20220316_205611.jpg

উপকরণপরিমাণ
পেয়ারা১ টি
চিনি৫ চামচ
পানি১ গ্লাস

Picsart_22-03-17_11-48-15-350.jpg




প্রস্তুত প্রণালী

ধাপ-১ঃ

প্রথমে ১ টি পেয়ারা নিলাম।

20220316_204831.jpg



ধাপ ২ঃ

এরপর পেয়ারাটি চাকু দিয়ে দুই ফাঁক করে নেওয়া হল।

20220316_205001.jpg



ধাপ-৩ঃ

এরপর পেয়ারা টুকরা টুকরা করে নেওয়া হল।

20220316_205150.jpg



ধাপ-৪ঃ

এরপর গাইন্ডার প্রস্তুত করা হল।

20220313_163633.jpg



ধাপ-৫ঃ

এরপর গাইন্ডারে পেয়ারার টুকরা গুলো ঢেলে দেওয়া হল।

20220316_205208.jpg



ধাপ-৬ঃ

এরপর সেখানে ৫ চা চামচ চিনি দেওয়া হল।

20220316_205236.jpg



ধাপ-৭ঃ

এরপর সেখানে ১ গ্লাস দেওয়া হল।

20220316_205309.jpg



ধাপ-৮ঃ

এভাবে প্রস্তুত হয়ে গেল পেয়ারা জুস।

20220316_205555.jpg



মোবাইলের নামমডেল
রেডমিA৯
ক্যামেরা১৩


ইতি

@nazmul-sakib

Sort:  
 2 years ago 

পেয়ারার জুস একটি ভিন্ন রকম জিনিস মনে হচ্ছে কারণ এর আগে কখনো এভাবে খাওয়া হয়নি পেয়ারা তবে প্রস্তুত প্রণালী দেখে মনে হচ্ছে খেতে ভারি মজা হয়েছিল একবার বাসায় ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

পেয়ারার জুস সত্যিই একটু ভিন্নতার ছোঁয়া মনে হলো আমার কাছে। আমরা তো সাধারণত অনেকেই অনেক ধরনের জুস খেয়ে থাকি তবে পেয়ারার জুস করার রেসিপিটি একদমই আলাদা লেগেছে আমার কাছে ভাই।
ধন্যবাদ আপনাকে নতুন একটি জুসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

পেয়ারার জুস আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে। এর আগে কখনো পেয়ারার জুস খাইনি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু একটা জুস হয়েছে। দেখি নেক্সটাইম কোন একদিন তৈরি করে খাব।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

প্রতিদিনই আমি আপনাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি শিখতেছি। আমার কাছে অনেক ভালো লাগে। পেয়ারার জুস এর আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার পেয়ারার জুস দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমিও একদিন বাসায় আপনার মতো করে তৈরি করে চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পেয়ারার জুস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আমি অনেক কিছুর জুস খেয়েছি কিন্তু কখনো পেয়ারা জুস খাইনি। আপনি খুব সুন্দর একটি জুসের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি আমার অনেক ভালো লেগেছে আপনার জুস উপস্থাপন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

এই গরমের মধ্যে যেকোনো কিছুর জুস খেতে খুবই ভালো লাগে ভাইয়া। এই গরমের মধ্যে জুস আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আপনার পেয়ারার জুস গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হবে ভাইয়া আমি অবশ্যই বাসায় এটা বানিয়ে খেয়ে দেখব। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি জুস রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

গরমের স্বস্থি পেতে সরবতের ব্যবহার অতি পুরান। তার উপর যদি তা কোন টাটকা ফলের হয়।সুন্দর ধারনায়, সুন্দর পানীয় উপহার।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97