🌺 ছোট বোনের সহযোগিতায় ওয়ালমেট তৈরি করা🦊 ||১০% প্রিয় লাজুক-খ্যাকের জন্য🇧🇩

in আমার বাংলা ব্লগ2 years ago

Polish_20220330_224135496.jpg



আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমার ছোট বোনের সাহায্য সহযোগিতায় আমি ওয়ালমেট তৈরি করি। আশা করি সকলের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাচি
  • আঠা

IMG_20220330_162412.jpg

🥰চলুন তাহলে শুরু করা যাক🥰
🏵️বানানোর কাজ চলছে💮

প্রথমে রঙিন কাগজ নিয়ে নিলাম।এরপর কাগজটি গোল করে বৃত্তের মতো কেটে নিব।

IMG_20220330_163254.jpgIMG_20220330_163252.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

এরপর কাগজটি দাগ দিয়ে সরু করে কেটে নিব।

IMG_20220330_163316.jpgIMG_20220330_163313.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

এরপর কাগজটি ভাজ করে কেটে নেয়ার পর ভাল করে প্যাচিয়ে নিব।প্যাচিয়ে নেয়ার আঠা লাগিয়ে দিব।

IMG_20220330_163600.jpgIMG_20220330_163650.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

আঠা লাগানোর পর কিছুক্ষণ ধরে থাকব। এরপর আঠা শুকিয়ে গেলে গোলাপ ফুল এভাবে বানিয়ে নিব।

IMG_20220330_163918.jpgIMG_20220330_163657.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

আবারও আমরা রঙিন কাগজ নিব।এরপর কাগজটি লম্বালম্বিভাবে কেটে নেয়া হলে ভাজ করে রেখে দিব।

IMG_20220330_161759.jpgIMG_20220330_162305.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

এরপরে আমরা ওয়ালমেটের জন্য এই লম্বা খাঁটি গুলো চারপাশে বিছিয়ে নিয়ে ওয়ালমেট সাজিয়ে নিব।

IMG_20220330_164801.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

দেখুন আমি এভাবে খাঁটিগুলোতে আঠা লাগিয়ে দিয়ে ওয়ালমেট বানিয়ে নিলাম।

IMG_20220330_165518.jpgIMG_20220330_165516.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

এরপর আমি দুই কোণে তিনটি করে গোলাপ ফুল লাগিয়ে দিব।আঠাঁ দিয়ে গোলাপ ফুল গুলো ভাল ভাবে বসিয়ে দিয়ে আমার ওয়ালমেট বানানো শেষ হয়ে করলাম।

IMG_20220330_170251.jpgIMG_20220330_170248.jpg
🏵️বানানোর কাজ চলছে💮

সর্বশেষ আমি ওয়ালমেট বানিয়ে দেয়ালে আটকে দিয়ে ছবি তুলে নিলাম।

IMG_20220330_170529.jpgIMG_20220330_170525.jpg

জানি না কেমন হয়েছে আমার ছোট বোন আমাকে এই ওয়ালমেট বানানোর কাজে সাহায্য করে। তো এই ছিল আমার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট আশা সকলের ভালো লাগবে। পরবর্তীতে হাজির হবো অন্য কোন কনটেন্ট নিয়ে সেই পর্যন্ত আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য ভাল থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

আমার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই।

ইতি,

@nazmul-sakib

Sort:  
 2 years ago 

ছোটবোনের সাহায্য নিয়ে আজকে আপনি খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি যে ফুলগুলো তৈরি করেছেন সেটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছোট বোনের সহযোগিতায় ওয়ালমেট তৈরি করা অসাধারণ হয়েছে দেখতে ভাইয়া। আপনার ছোট বোনের সহযোগিতা নিয়ে আয় সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করেছেন আমাদের সাথে। প্রতিটি ধাপ ছিল অসাধারণ সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়ালমেট টি আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিশেষ করে ওয়ালমেট এ থাকা গোলাপের কারণে অনেক বেশি সুন্দর লেগেছে ‌। কাগজের ভাঁজে কিভাবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যায় সেটা এই পোস্ট দেখলেই বোঝা যায়।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ছোট বোনের সহযোগিতায় আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ওয়ালমেট তৈরির সাথে গোলাপ ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

দুই ভাই বোন মিলে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া, ওয়ালমেট্টি দেখার মত ছিলো, অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন । দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে আপনার ফুল তৈরি পদ্ধতি অসাধারণ। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটেছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইলো ভাইয়া 🌹

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আপনার ছোট বোনের সহযোগিতায় একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে গোলাপ ফুলের দৃশ্যটি খুবই সুন্দর ছিল যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ ভাইয়া আপনার ছোট বোন তো খুব সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারে ।এর আগেও একটি কি যেন বানিয়েছিল সেটিই অনেক সুন্দর হয়েছিল আজ আবার ওয়ালমেট দেখতে পেলাম। খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা ধাপে ধাপে খুব সুন্দর করে বানিয়ে দেখিয়েছেন। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার অপেক্ষায় রইলাম আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গোলাপ ফুলের ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, ভালো লাগলো ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 61240.20
ETH 3247.86
USDT 1.00
SBD 2.45