করোনা ভাইরাস নয়,তার চেয়েও মারাত্মক ভয়ংকর সমাজের অসৎ মানুষ " ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য 🇧🇩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

১০ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

২৫শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

১৭ই সফর, ১৪৪৩ হিজরি

রোজঃশনিবার

শরৎকাল

হ্যালো বন্ধুরা,

আপনারা সকলেই কেমন আছেন? আমি নিজেই আশাবাদী যে মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

করোনা ভাইরাস যেমন একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের মাঝে সংক্রমিত হয় ঠিক তেমনি সৎ মানুষদের নীরবতায় অন্যায়-অবিচার অসৎ মানুষের মাধ্যমে সমাজে বিভিন্ন স্তরে বিস্তার লাভ করছে প্রতিনিয়তই।

অসৎ মানুষ করোনা ভাইরাসের চেয়েও মারাত্মকভাবে সমাজের ওপর আঘাত হানছে।মানুষ অনুকরণপ্রিয় একটি জীব।মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করে। যা থেকে সৃষ্টি হয় সমাজের। আর সমাজে ভালো এবং মন্দ দুই প্রকৃতিরই দুই প্রকৃতির মানুষ বাস করে।

একটি সুশৃঙ্খল সমাজব্যবস্থায় জন্ম নেয় কতিপয় কিছু অসৎ মানুষের। যাদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করা।সংখ্যায় এরা খুবই কম। এধরণের মানুষেরা মুহূর্তের মধ্যেই অনেক বড় ধরনের অপরাধ করতে পারে।কারণ, এদের মানবিক মূল্যবোধটুকুওতাদের এমন অন্যায়-অবিচার তিলে তিলে ধ্বংস করছে আমাদের প্রিয় সমাজকে।আর তাই দেখে নিজ স্বার্থ বিবেচনাসহ নানা আনুষাঙ্গিক কারণে নীরব থাকে সমাজের দায়িত্বশীল সৎ মানুষগুলো। এরই সুযোগ নিয়ে সমাজের অপরাধী মানুষেরা আরো সুদৃঢ় হয়।সমাজে তাঁরা বিভিন্ন বিপর্যয় ঘটাতে থাকে।আর তা দেখেই কিছু অচেতন মানুষ ঐ সমস্ত মানুষের আনুগত্য করতে শুরু করে।ধীরে ধীরে ভারী হয় মানুষরুপী অপরাধী হায়েনাদের দলবল। ফলে সমাজ পরিণত হয় নির্বোধ এক পশুর রাজত্বে। কিন্তু এভাবেই কি ধ্বংস হতে থাকবে সমাজ? অন্যায়ের বিরুদ্ধে কেউ কি প্রতিবাদ করবে না?নাকি বিবেকহীন মানুষেরই গোলামী করতে থাকবে সমাজের বিবেকবান মানুষগুলি?আমাদের আজকের এই নীরবতা ধ্বংস করছে আগামীদিনের ভবিষ্যত প্রজন্মকে।বিশেষ শ্রেণীবিন্যাস পর্যালোচনা করলে দেখা যায়, পরিবার থেকে সমাজের উৎপত্তি হয় আর সমাজ থেকে রাষ্ট্রের উৎপত্তি হয়। তাই আমরা অনেক সময় সামাজিক স্তরটাকে হেয়প্রতিপন্ন করে থাকি।চোখের সামনেই সমাজে বড় বড় বিপর্যয়গুলো ঘটতে থাকলেও আমরা গা নাড়া দিয়ে উঠি না।কিন্তু আমাদের মনে হারালে চলবে না যে,কতগুলো সংঘবদ্ধ সমাজ নিয়েই গঠিত হয় রাষ্ট্র।অর্থাৎ,সুস্পষ্টভাবে বলা যায় সমাজের অসঙ্গতি মানেই তো রাষ্ট্রের অসঙ্গতি।
তাই আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি। সমাজের কীটপতঙ্গগুলো ধ্বংস করতে পদক্ষেপ গ্রহণ করি।সমাজে গড়ে তুলি আদর্শ নেতৃত্ব।

আমাদের এই সমাজকে কলুষতা মুক্ত করতে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক মানুষের কোনো বিকল্প নেই। প্রয়োজন শুধু নিবিড় ঐক্যবদ্ধতার।প্রত্যেকে নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াই সামাজিক বিভিন্ন অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে।

আদর্শ সমাজ বিনির্মাণের দীর্ঘ প্রচেষ্টায় প্রত্যেকেই এগিয়ে আসি নিজ নিজ অবস্থান থেকে।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। করোনা ভাইরাস নামক মরনব্যধি থেকে সর্তক থাকবেন।

Sort:  

আপনার লেখা শুধু আমি পরছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। এক কথায় অসাধারণ ভাইয়া।
সত্যিই আমি মন থেকে দোয়া করি আপনি এ রকম পোস্টের মাধ্যমে অনেক অনেক উপরে যেন যেতে পারেন।শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

পোস্ট রিলেটেড কোন কথা না লেখার জন‍্য আমি দুঃখিত।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাই। এভাবেই সাথে থাকবেন এমনটাই আশা রাখি। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।

💖💖💖

 3 years ago 

খারাপ মানুষেরা খারাপ কাজ করবেই। সেটা সমস্যা না সমস্যা হচ্ছে যখন বিবেকবান মানুষেরা অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে এবং প্রতিবাদ করতে ভুলে যায়। তখনই একটি সমাজ বা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। অনেক সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যটি আমার লেখাটির স্বার্থকতা প্রকাশ করেছে দাদা।সত্যিই যখন কেউ একটি লেখা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে এবং লেখাটির উপযুক্ত মন্তব্য করে তখনই লেখকের মনে আত্মতৃপ্তি ঘটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। আপনি আর একটু এ্যাকটিভ হোন। চেষ্টা করেন ডিসকর্ডে সময় দিতে। প্রতিদিন অন্যের পোস্ট পড়ে কয়েকটি কমেন্ট করুন। আর সপ্তাহে নূন্যতম চার থেকে পাঁচটি পোস্ট করুন। তাহলে আপনি ভালো সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই আপনার পরামর্শ আমি গ্রহণ করলাম। যথাযথভাবে চেষ্টা করবো পালন করার। কিন্তু বিষয়টা হলো আপনারা সকলেই জানেন যে,আমি একজন শারীরিক প্রতিবন্ধী।অনেক কষ্ট করে চলাফেরা করি।তাই সবসময় হয়তো সময় দেয়া আমার পক্ষে সম্ভবপর হয় না।তারপরও আমি অনেকটা আগ্রহী।যতটা পারি চেষ্টা করবো সময় নিয়ে কাজ করার। কিছু মনে করবেন না প্লিজ ভাই। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেয়ার জন্য।

 3 years ago 

সত্যি এক কথায় আমি মুগ্ধ হচ্ছিলাম আপনি এত সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। আসলেই আমাদের করোনাভাইরাস এর চেয়ে আমাদের এর সবচেয়ে মারাত্মক ব্যাধি হচ্ছে সমাজের অসৎ মানুষ। আমাদের মত মানুষের কারণে কিন্তু আমরা সাধারণ মানুষের দুর্নীতির শিকার হচ্ছে সকল কিছু থেকে বঞ্চিত হচ্ছে তারা সমাজটাকে শাসন করে ফেলছে দুর্নীতির আওতায় নিয়ে আনছে। আমরা যদি ঐক্য গঠন করতে পারি তাহলে কিন্তু আমরা সকলে সমান ভাবে ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারব এবং অনেক মূল্যবান কথা তুলে ধরেছেন। ভালো লাগলো ভাইয়া শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। আমার লেখাটির যর্থাথতা তুলে ধরার জন্য। লেখাটির তাৎপর্য তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞ।এরকম কমেন্ট পেলেই আমার লেখাটি সার্থক বলে আমি মনে করি। শুভ হোক আপনার আগামীর পথচলা।

 3 years ago 

বাহহহ আপনি অত্যান্ত সুন্দর এবং গুছিয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন।

শুভ কামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50