রেসিপি - স্টোবেরী জুস ||🦊 ১০% লাজুক খ্যাক এর জন্য🦊
আজ, ২৮শে, ফাল্গুন | ১৪২৮, বঙ্গাব্দ | ১৩, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ১০,রজব | ১৪৪৩, হিজরি | রবিবার | বসন্তকাল |
উপকরণ | পরিমাণ |
---|---|
স্টোবেরী | ১০-১২ পিস |
চিনি | ৫ চামচ |
পানি | ১ গ্লাস |
প্রস্তুত প্রণালী
ধাপ-১ঃ
প্রথমে ১০-১২ পিস স্টোবেরী নিলাম।
ধাপ ২ঃ
এরপর স্টোবেরী গুলো কেটে নেওয়া হল।
ধাপ-৩ঃ
এরপর স্টোবেরীতে চিনি দেওয়া হল।
ধাপ-৪ঃ
এরপর গাইন্ডার প্রস্তুত করা হল।
ধাপ-৫ঃ
এরপর গাইন্ডারে চিনি ও স্টোবেরীর মিশ্রণ ঢেলে দেওয়া হল।
ধাপ-৬ঃ
এরপর ১ গ্লাস পরিমাণ পানি ঢেলে দেওয়া হল।
ধাপ-৭ঃ
এরপর গাইন্ডারে ড্রীল করে গ্লাসে ঢালা হল।
ধাপ-৮ঃ
এভাবে প্রস্তুত হয়ে গেল স্টোবেরী জুস।
মোবাইলের নাম মডেল রেডমি A৯ ক্যামেরা ১৩
ইতি
খুব সুন্দর এবং পুষ্টিকর একটি রেসিপি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। স্ট্রবেরির জুস এবং এর শুরুতে খেতে বেশ ভালোই হবে। জুস তৈরি করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বন্ধু তোমার জুস দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। চমৎকার ভাবে উপস্থাপন করেছো।আমার কাছে তোমার জুসটি দারুণ লাগল।
ধন্যবাদ বন্ধু। 💞
তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু
স্ট্রবেরি খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। স্ট্রবেরি দেখতে যতটা সৌন্দর্য মনে হয় খেতে ততটা সুস্বাদু মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত। তবে আপনার তৈরি জুস দেখে মনে হচ্ছে স্ট্রবেরি দিয়ে আপনার রেসিপি অনুসারে জুস বানিয়ে খেলে খুব স্বাদ পাওয়া যাবে। তাই আমিও পরবর্তী সময়ে আপনার দেয়া রেসিপি অনুসারে স্ট্রবেরি জুস তৈরি করে খাব। স্ট্রবেরি দিয়ে জুস তৈরি করার প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
এমনি খাইতে টক লাগে, জুস বানিয়ে মজাই লাগছিলো খেতে।
স্ট্রবেরি আমার প্রিয় একটি ফল, এবং এই ফলের জুস অনেক মজাদার। বিশেষ করে আমি যখন বাইরে ছিলাম তখন নির্দিষ্টভাবে স্ট্রবেরির জুস খেতাম। অনেক ধন্যবাদ আপনাকে স্ট্রবেরির জুসের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্টোবেরী জুস রেসিপি দারুন হয়েছে ভাইয়া। একেবারে সময় উপযোগী একটি রেসিপি শেয়ার করেছেন। এই সময় জুস খেতে খুবই ভালো লাগে। গরমের সময় সবারই স্টোবেরী জুস খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে জুস তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাইয়া আপনার স্ট্রবেরির জুস দেখে তো আমার জিভে জল চলে আসলো।এই জুস টির কালার দেখতে খুবই সুন্দর লাগতেছে।আপনি এই জুস দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি জুসের রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
স্ট্রবেরি জুস নামটা শুনার সাথে সাথে তো আমার জিভে জল চলে এসেছে। অনেকদিন হয়েছে স্ট্রবেরি জুস খাই না। কিছু মাস আগে খেয়েছিলাম। কিন্তু এখন এত বেশি খাওয়া হয়না। আপনার স্ট্রবেরি জুস দেখে তো আমি লোভ সামলাতে পারছিনা। আমার ইচ্ছে করছে আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিতে। স্ট্রবেরি জুস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি স্ট্রবেরি জুস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রই😍😍
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
স্ট্রবেরি তো এমনিতেই খেতে অনেক মজা আর এর জুস তো নিশ্চয়ই আরো মজা হবে। এখন প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে এরকম সুস্বাদু ঠান্ডা ঠান্ডা একটি জুস খেতে অনেক ভালো লাগবে।
হ্যা ভাই, আমার জুস খাইতে খুব ভালো লাগে
স্ট্রবেরি জুস প্রথম দেখলাম। আমি কখনো খাই নাই। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে।গরমের জন্য জন্য একেবারে পারফেক্ট।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
গ্রীষ্মকালে তৃষ্ণা মিটাতে দারুন সাহায্য করবে এই শরবত।এবং স্ট্রবেরি দিয়ে আপনি খুব দারুন শরবত বানিয়েছেন দেখতেও বেশ কালারফুল।এবং তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন,ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরি আমার কাছে খুব একটা ভালো লাগে না। জানিনা কেনো। তবে খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটি। খুবই সুন্দর এক রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে এই রেসিপি বানিয়েছেন তাই বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিলো। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরি এমন একটি ফল যার গুণের কোন শেষ নেই। অসাধারণ এবং আমার খুব প্রিয় একটি ফল। তবে সব সময় হাতের নাগালে পাইনা। আর এভাবে কখনো জুস বানিয়ে খেয়ে দেখিনি। আপনার স্ট্রবেরির জুস দেখে খুবই লোভনীয় হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরি দিয়ে খুব চমৎকার করে আপনি জুস বানিয়েছেন। বছরের এই সময়টাতে জুস জাতীয় পানিয় গুলো আমাদের খুব বেশি উপকারী। বছরের এই সময়টাতে আবহাওয়া অনেক শুষ্ক থাকে সে কারণে বারবার পানি বা জুস জাতীয় কিছু খেতে হয়। আপনার স্ট্রবেরির জুস রেসিপি টা দেখে আমার খুব ভাল লাগছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরি দেখতে অনেকটা সুন্দর একটি ফল। তবে এই ফল খুব বেশি একটা খাওয়া হয়না। সবার কথা জানিনা তবে আমার কথা যদি বলি তাহলে এই জীবনে হাতে গোনা কয়েকবার খেয়েছি। স্ট্রবেরির জুসের রেসিপি টা অসাধারণভাবে তুলে ধরেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরির জুস কখনো খাওয়া হয়নি তাই এর টেস্ট সম্পর্কে কোন ধারণা নেই। তবে আপনার পোষ্ট থেকে জানতে পারলাম কিভাবে স্ট্রবেরির জুস তৈরি করা হয়। ভিন্নধর্মী একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
কি দেখালেন ভাইয়া। স্ট্রবেরি জুস দেখে তো আমার গোলা শুকিয়ে গেছে, তার উপর আজ আবার এত্তো বেশি গরম। আপনার বানানো স্ট্রবেরি জুস গুলো খুবই লোভনীয় লাগছে ভাইয়া। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনাও ভালো ছিলো। ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
স্ট্রবেরি জুস তৈরি খুবই সুন্দর একটি প্রক্রিয়া আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই জুস প্রতিটি মানুষের শরীরের জন্য খুবই উপকারী বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া