বিশ্বজননীর প্রতি তাঁর প্রতিবন্ধী সন্তানদের অনুভূতি|| ১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য 🌎

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় ভাই ও বোনেরা। সকলকে আমার পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আজকে আমি একটি ব্যতিক্রমী গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখি সকলেই আমার গল্পটি পড়বেন।

এখানে পুরো বিশ্বকে মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর বিশ্বের সকল প্রতিবন্ধী নর-নারীকে বিশ্বজননীর সন্তান হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশ্বজননীর কাছে তার প্রতিবন্ধী সন্তানদের কতগুলো প্রশ্ন রয়েছে। বিশ্বজননীর কাছে সন্তানদের প্রশ্ন হচ্ছে, আজ তোমার অগণিত সন্তান প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেছে।যাদের ক্রন্দন-রোল আর করুণ আর্তনাদে ভরে উঠেছে পুরো বিশ্বভূমি।মাগো,মাত্র একটি শব্দ প্রতিবন্ধী।

তোর সেই প্রতিবন্ধী সন্তানগুলোর ইতিহাসও রয়ে গেছে এই বিশ্বভূমণ্ডলে।হয়তো সেই ইতিহাস আজ স্বর্ণাক্ষরে খচিত না থাকলেও কিন্তু রক্তাক্ষরে ঠিকই রয়ে গেছে ইতিহাসের পাতায়।হে বিশ্বজননী, কখনো কি তুমি অনুভূতি করে দেখেছ তোমার প্রতিবন্ধী সন্তানগুলোর বিষাক্রান্ত কাতরধ্বনি?আজকে বোধ হয় তোকে চরমভাবে আঘাত করেছি।ক্ষমা করিস মাগো আছে মোর যত ভুলগুলি।আর কখনোও যদি শিহরণ জাগে তোর ঐ পবিত্র হৃদয়ের মাঝে, তাহলে নির্দোষে তোর সন্তানগুলো কেন প্রতিবন্ধী হয়ে জন্মালো প্রশ্ন রাখিস বিধাতার কাছে। বিধাতার কাছে যদি জানা থাকে তোর সেই কঠোর প্রশ্নের উত্তর। জন্মগতভাবেই তোর প্রতিবন্ধী সন্তানগুলোকে কাঁধে নিতে হয় এক নিষ্ঠুরতম অপবাদের বোঝা।

আর এই অজ্ঞ সমাজ তো তাঁদেরকে মানুষ হিসেবে স্বীকৃতিই দিতে চায় না। তোর প্রতিবন্ধী সন্তানগুলোর চলার পথ আজ বঞ্চনা আর বৈষম্য দিয়ে পরিপূর্ণ। যেন বিনা অপরাধেই তাঁদেরকে ভোগ করতে হয় আশীবিষের ভয়ংকর যন্ত্রণা। প্রকৃতির মাঝে তোর প্রতিবন্ধী সন্তানগুলো আজ অবিচারের শিকল দিয়ে বাঁধা। যুগে যুগে যেন তাঁদের বেঁচে থাকার সংগ্রাম ব্যার্থই হয় যথাতথা। মা রে!তাঁরা তো তোর সেই নরাধম সন্তানগুলির মতো এই বিশ্বকে লুটে-পুটে খেতে চায় না? চায় মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সামান্য একটু নিরাপদ আস্থা। কিন্তু হায়!এ তো দেখি বামন হয়ে চাঁদকে স্পর্শ করার মতো অসম্ভব কামনা।আজ প্রতিবন্ধীদের নায্য অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তোর সেই নির্বোধ সন্তানেরা।
‌হে বিশ্বজননী!যদি আমার কথায় সন্দেহ করে থাকিস তাহলে তাকিয়ে দেখ তোর ঐ পবিত্র বিশ্বভূমির প্রতি।সেই নিষ্ঠুর নরপিশাচদের কাছে কত অবহেলা আর নির্যাতনের শিকার তোর নিরপরাধ প্রতিবন্ধী সন্তানেরা।মোরা মিথ্যা বলি না মাগো আর মিথ্যার সঙ্গে থাকি না।সাক্ষীস্বরুপ তো রয়েই গেছে ইতিহাসের সেই নির্মম কালোপাতা।মাগো,মোরা অতিরিক্ত কোনোকিছুরই আশা করি না।শুধু এটুকুই আশা করি প্রতিবন্ধী হলেও তো আমরা মানুষ?আর মানুষ হিসেবে চাই সামান্যতম একটা স্বীকৃতি এবং সুরক্ষামূলক একটি নায্য অধিকার।

করোনা মহামারীতে সকলেই ভালো থাকবেন। নিজে সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখবেন।

Sort:  
 3 years ago (edited)

নিজেকে এতো ছোট ভাব্বেন না। পরিশ্রমের কাছে মেধা মাথা নত করে। আপনি পরিশ্রম করেন জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। একটি গল্প বলি কারোলী নামের এক শুটার ছিল। তিনি এই পরিমাণ নিশানা সঠিক ভাবে লাগাতেন সবাই ধরে নিয়েছিল তিনি অলিম্পিকে মেডেল জিতবেন। কিন্তু দূর্ভাগ্যবশত এক্সিডেন্ট এ ওনার ডান হাত পুরো ড্যামেজ হয়ে যায়। উনি হতাশ হয়ে পড়েন কিন্তু আবার মনোবল তৈরি করে বাম হাতে প্রাক্টিস শুরু করেন এবং অসাধ্য সাধন করে সবাইকে হতভাগ করে ওয়ার্ল্ড বেস্ট সুটার হিসাবে অলিম্পিক চ্যাম্পিয়ন হন । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48