সাধন ছাড়া ভজন মিলে না //১০%প্রিয় লাজুক-খ্যাকের জন্য 🇧🇩

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ,৫ অগ্রহায়ণ |১৪২৮, বঙ্গাব্দ | ২০, ই নভেম্বর|২০২১,খ্রিস্টাব্দ | ১৩ ই রবিউস সানি | ১৪৪৩, হিজরি | শবিবার | হেমন্তকাল


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি।

IMG_20211120_184301.jpg

IMG_20211120_184247.jpg


সাধন ছাড়া ভজন মিলে না।আর সাধনের জন্য চাই অসীম ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের পাথরসম প্রচেষ্টা। আর তৃতীয় বিষয়টি হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া আপনি যে কাজেই করতে চান তা হবে না। এজন্যই হবে না আপনি তো ওই কাজটাকে ভালোই বাসেন না।যেখানে ভালোবাসাই নেই সেখানে সাধনের কোনো অবকাশই মিলবে না। এই তিনটি বিষয় ছাড়া একটি মানুষ জীবনে কখনো কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারবে না কথাটা শতভাগ সত্য এবং নির্ভুল।

আমাদের প্রত্যেকেরই সবসময়ই একটি বিষয় সতর্ক থাকতে হবে। সেই বিষয়টি হচ্ছে হতাশা এবং নৈরাশ্য।

হতাশা ও নৈরাশ্য জীবনের সকল উন্নতির অবসান ঘটায়।এ থেকে উত্তরণের একমাত্র অবলম্বন হচ্ছে তীব্র প্রচেষ্টার মনোবল।যে কাজটির জন্য অঘাত পরিশ্রম করা হলো অবশেষে কাজটি সম্পন্ন হওয়ার একেবারে শেষ ধাপ পর্যন্ত পথ অগ্রসর হওয়া গেল কিন্তু আর মাত্র একটি ধাপে উন্নীত না হতে পারার কারণে কাজটির পিছনের সম্পূর্ণ পরিশ্রম ও চেষ্টা বৃথা গেল।
যাক।সমস্যা নেই।এতে করে আপনি কখনোই ঘাবড়ে যাবেন না।ঘাবড়ানোর কোনো প্রয়োজনেই হয় না।আপনি কেন ঘাবড়াবেন?এর কোনো কারণেই হয় না।

আপনি সবসময় একটি বিষয় মনে রাখবেন, যে একমাত্র নির্ভুল হচ্ছেন স্রষ্টা।

স্রষ্টা ব্যাতীত বাকি যা কিছুই পৃথিবীতে বিদ্যমান আছে সবকিছুই সৃষ্টি।আর সৃষ্টির মধ্যে ভুল থাকবেই। ভুলের উর্দ্ধে কোনো সৃষ্টি নেই।এই কথাগুলো বলার পিছনে কারণটা হচ্ছে আপনি তিলে তিলে একটি কাজের ভিত্তি গড়ে তুললেন কিন্তু কাজটির সমাধান হলো না।এতে করে হাল ছেড়ে দিবেন না।হলো না কোনো ভুলের কারণে। ভুল শুধরিয়ে নিয়ে বরং পুনরায় নতুনভাবে সম্পূর্ণ হাতেখড়ি নিয়ে প্রস্তুত হন।কখনোই আপনার ইচ্ছেশক্তি এবং চেষ্টাকে ক্ষুণ্ণ করবেন না।দেখবেন কোনো একবার অবশ্যই সফলতা অর্জন করে আপনার লক্ষ্য হাসিল হয়ে যাবে।

IMG_20211120_184216.jpg

IMG_20211120_184758.jpg

সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। সকলেই সুস্থ থাকুন আর অবশ্যই করোনা ভাইরাস থেকে সচেতনতা অবলম্বন করে চলবেন।

ইতি,

@nazmul-sakib

Sort:  
 2 years ago 

অসাধারন লিখেছেন ভাইয়া লেখা টি পড়ে খুবই ভালো লাগলো আসলেই হতাশাকে কখনোই আমাদের মাঝে আসতে দেওয়া উচিত নয় তাহলে আমাদের ব্যর্থতা এসে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া একটি সুন্দর মন্তব্য পোষন করার জন্য।

 2 years ago 

আপনার লেখাটি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে অসীম ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের খুব গুরুত্বপূর্ণ ‌‌ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যথার্থ বলেছেন ভাই ভালোবাসা না থাকলে সেই কাজ কখুনোই সম্পূর্ণ সঠিক ভাবে করা যায় না।যেকোনো কাজের প্রতি ভালো বাসা এবং সাধনা থাকতে হবে।ধন্যবাদ খুব সুন্দর একটি টপিক আলোচনার জন্য।

 2 years ago 

ভালোবাসা এবং শুভেচ্ছা আপনার জন্য।

 2 years ago 

ভাই সত্যি বলছি আপনি আমার অনুপ্রেনা। এমন মানুষ অনেক আছে যারা সহজে কাজ করতে পারে কিন্তু তারা করে না। সেখানে আপনি । আপনার জন্য আমার মনে একটা ভালোবাসা কাজ করে ভাই। আপনি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া রইল।

যে একমাত্র নির্ভুল হচ্ছেন স্রষ্টা একদম তাই ভাই। আর হ্যা ঘাভ্রে যেয়ে লাভ নাই। আমাদের ভুল হতেই পারে সেটাকে বুঝতে পারাটাই বড় বিষয়।

 2 years ago 

আপনি যথার্থ বলেছেন। আপনার জন্য রইলো অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার ভালোবাসা আমার অনুপ্রেরণা। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62683.02
ETH 2962.44
USDT 1.00
SBD 3.64