রেসিপি - তরমুজ জুস ||🦊 ১০% লাজুক খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগlast year
আজ,১৬ই চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ৩০, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ২৭,সাবান | ১৪৪৩, হিজরি | বুধবার | পহেলা ফাল্গুন |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজ আমার চাচাতো ভাই তার বাড়িতে তরমুজের জুস বানিয়েছে। প্রচন্ড গরমের মাঝে এমন ১ গ্লাস জুস খেতে কার না ভালো লাগে৷ তাই গরমে তৃষ্ণা মেটানোর জন্য আমরা তৈরি করলাম সুস্বাদু তরমুজের জুস।



20220321_133538.jpg

উপকরণপরিমাণ
পেয়ারা২ পিস তরমুজ
চিনি৫ চামচ
পানি১ গ্লাস

20220321_134152.jpg

20220321_133500.jpg




প্রস্তুত প্রণালী

ধাপ-১ঃ

প্রথমে ২ পিস তরমুজ নিলাম।

20220321_133538.jpg



ধাপ ২ঃ

এরপর তরমুজের পিসগুলো চাকু দিয়ে টুকরা টুকরা করে নিলাম।

20220321_134041.jpg



ধাপ-৩ঃ

এরপর তরমুজের টুকরা গুলো ব্লেন্ডারে নেওয়া হল।

20220321_134233.jpg



ধাপ-৪ঃ

এরপর সেখানে চিনি দেওয়া হল। চিনি না দিলে সরবত মিষ্টি লাগবে না।

20220321_134336.jpg



ধাপ-৫ঃ

এরপর সেখানে পানি দেওয়া হল।

20220321_134401.jpg



ধাপ-৮ঃ

এরপর ব্লেন্ডারে অন করে জুস প্রস্তুত করা হল। জুসটি দেখতে ও খেতে খুবই সুস্বাদু ছিল।

20220321_134640.jpg

20220321_134647.jpg



মোবাইলের নামমডেল
রেডমিA৯
ক্যামেরা১৩


ইতি

@nazmul-sakib

Sort:  
 last year 

আমিও বাসায় অনেক বার তরমুজের জুস তৈরি করে খেয়েছি ভাইয়া, গরমের সময় খেলেে ভিতর ঠান্ডা হয়ে যায়, আপনি অনেক সুন্দর করে তরমুজের রেসিপি তৈরি করেছেন ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

বন্ধু তুমি তো ভালোই জুস প্রেমী 😁😁।
আমাকেও ডাকাও নাহ 😔😔
যাই হোক তোমার জুস তৈরি দেকে খেতে ইচ্ছে করছে 😋😋
উপস্থাপনা যথেষ্ট ভালো ছিল বন্ধু। তোমার জন্য শুভকামনা রইল। 💞💞

 last year 

বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ

তরমুজের জুস খেতে আসলেই অনেক সুস্বাদু এবং টেষ্টি হয়। আমার তরমুজের জুস অনেক পছন্দের একটি খাবার। তরমুজের মৌসুমী আমি প্রচুর তরমুজের জুস বানিয়ে খেতে পছন্দ করে। যদিও বাট এটি মৌসুমী ফল এজন্য সারাবছর খাওয়া হয়ে থাকে না। আপনার তরমুজের জুস তৈরি প্রতিটি ধাপ সত্যি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

তরমুজের জুস তৈরি করা খুবই সুন্দর একটি পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বর্তমানে আমাদের দেশে গরম কাল চলে এসেছে তাই এই ধরনের তরমুজের জুস এখন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।

 last year 

আপনি তরমুজ জুস এর রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

তরমুজের জুস খেতে ভিশন মজা লাগে। আপনি আজকে চমৎকার ভাবে তরমুজের জুস তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

অনেক আগেই শুনেছি তরমুজ দিয়ে খুব ভালো ভালো জুস তৈরি করা হয়। তবে কখনো খাওয়া হয়নাই। ব্যালেন্ডার মেশিন দিয়ে জুস তৈরি করা খুবই সহজ, যদি কিছু ধারনা থাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

অনেক মজাদার তরমুজের জুস রেসিপি শেয়ার করেছেন। ব্লেন্ডার করে কিভাবে তরমুজের জুস তৈরি করতে হয় সেটা উপস্থাপন করেছেন। তবে আমার মনে হয় যদি হালকা বিট লবণ দিতেন তাহলে জুসের টেস্ট আরো বেশি ভালো হতো।

 last year 

সুন্দর একটি কমেন্ট করার মাধ্যমে উৎসাহ দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

এই তীব্র গরমে তরমুজ এর জুস অসাধারন কাজ করে। একটু বরফ দিয়ে এই জুস বানিয়ে খেলে প্রাণ যেনো জুড়িয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর এক রেসিপি শেয়ার করার জন্য ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 last year (edited)

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

তরমুজের জুস খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। তরমুজ আমার অনেক পছন্দের একটি ফল। এভাবে তরমুজের জুস খেতে আমার অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তরমুজ এর জুস প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.08
JST 0.023
BTC 27058.68
ETH 1880.45
USDT 1.00
SBD 2.22