লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @nayon5392

in আমার বাংলা ব্লগlast year (edited)

IMG20230309162607.jpg
হ্যালো আমার বাংলা ব্লগের সদস্যগন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্ললের প্রফেসরদের। যাদের জন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি। আজকে আমার এই পোস্টে আমি প্রফেসর দের কাছ থেকে লেভেল ১ যা শিখেছি সেগুলো উপস্থাপন করবো। লেভেল ১ ১০ টি বিষয় শিখতে পেরেছি প্রফেসর দের কাছ থেকে সেই বিষয় গুলো আজকে তুলে ধরবো।

১. কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তর : সহজ কথায় এক্টিভিটিজ স্পামিং বলতে একই কনটেন্ট ঘুরিয়ে পেচিয়ে পুনরায় লেখাকে এক্টিভিটিজ স্পামিং বলে। যেমন ধরেন আপনি কোন জায়গায় ঘুরতে গেছেন সেই বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন। ওই একই পোস্ট ঘুরিয়ে পেচিয়ে আবার পোস্ট করাকে এক্টিভিটিজ স্পামিং বলে।

আবার নিজের পোস্টে কাউকে বার বার মেনশন দেওয়াকে একপ্রকার স্পামিং বলে।

২. ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর : ফটো কপিরাইট বলতে সহজ কথায় অন্যের অন্যের ছবিকে নিজের বলে চালিয়ে দেওয়াকে বলে। এটিকে সহজ কথায় চুরি করা বলে। যেহেতু চুরি সেহেতু এটি একটি বড়ো অপরাধ। তবে ফ্রি ফটো ডাউনলোড ওয়েবসাইট থেকে নামিয়ে সোর্স দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন।

৩. তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর : https://www.freepik.com
https://www.pexels.com
https://www.freeimages.com/

৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তর : আপনি যে বিষয় সম্পর্কে লেখেন সেই বিষয়ের উপর কিছু কীওয়ার্ডস আছে সেই কীওয়ার্ডস গুলোকে ট্যাগ বলে। ট্যাগ দিয়ে সার্চ দিয়ে মানুষ নির্দিষ্ট বিষয়ের উপর পোস্ট সহজেই খুজে পাওয়া যায়। ধরেন আপনি ভ্রমণ সম্পর্কিত কোন পোস্ট দেবেন তখন এই বিষয় রিলেটেড ট্যাগ দিতে হবে। যখন ট্যাগ দেবেন তখন বড়ো হাতের অক্ষর ও সংখ্যা ব্যবহার করা যাবেনা। ছোট হাতের সংখ্যা ব্যবহার করবেন ও একটি করে স্পেস দেবেন। আপনি মোট ৮ টি ট্যাগ ব্যবহার করতে পারবেন।

৫. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর : ১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা। ২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট। ৩. নারী বিদ্বেষসমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ণ করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট। ৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট । ৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট। ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট। ৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট। ৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ । ১. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। ১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট । ১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অম্লীল, যৌনতা বিষয়ক পোস্ট। ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট।

৬. প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর : কারো লেখা কোন কনটেন্ট নিজের বলে চালিয়ে দেওয়াকে প্লাগারিজম বলে। তবে কারো লেখা ৩০% ব্যবহার করতে পারবেন আর বাকি ৭০% আপনার নিজের হতে হবে।

৭. re-write আর্টিকেল কাকে বলে?

উত্তর : ধরেন আপনি এমন কিছু লিখছেন যেটা অন্য কথাও থেকে নেওয়া লাগবে তখন তাকে re-write আর্টিকেল বলে। যেমন ধরেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে লিখছেন। তখন তো আপনি তার সম্পর্কে আর বানায়ে লিখতে পারবেননা তখন এটিকে re-write আর্টিকেল বলে।

৮. ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর : ব্লগ লেখার সময় অবস্যই ৭০% আপনার নিজের লেখা হতে হবে আর ৩০% আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে অবস্যই সোর্স দিতে হবে।

৯. একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর : একটি মাত্র ফটে এবং ১০০ ওয়ার্ডের কম লেখাকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

১০. প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তর : প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে ও ৩ দিনের মধ্যে সকল কমেন্টের রিপ্লাই দিতে হবে।

আমি লেভেল ১ থেকে এই ১০ টি বিষয় শিখতে পেরেছি। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের প্রফেসরদের যাদের মাধ্যমে আমি এই বিষয় গুলো শিখতে পেরেছি।

Sort:  
 last year 

আপনার পোস্ট পড়ে বুঝা যাচ্ছে আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এভাবে শিখে সামনের ক্লাস গুলো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলুন ভাই। আশা করি ভালো কিছু করতে পারবেন। শুভকামনা রইল।

 last year 

হ্যা ভালো কিছু শেখার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাহ ভাইয়া আপনি তো এবিবি লেভেল ওয়ান হতে বেশ ভালো কিছুই অর্জন করতে পেরেছেন যা দেখে বেশ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনি প্রথম লেভেল থেকে অনেক কিছু শিখেছেন দেখছি। তবে আশা করব প্রতিটি লেভেল আপনি সুন্দরভাবে লেখাপড়া করে
বা শিক্ষা গ্রহণ করে পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হবেন খুব শীঘ্রই।

 last year 

হ্যা ভাই আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66492.65
ETH 3309.61
USDT 1.00
SBD 2.72