মহানাম যজ্ঞানুষ্ঠানে পরিক্রমণের কিছু অভিজ্ঞতা
হ্যালো আমার বাংলা ব্লগের সদস্যগন আশা করছি সবাই ভালো আছেন। আজকে মহানাম যজ্ঞানুষ্ঠানে পরিক্রমণের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো।
আমরা ৩ বন্ধু খুলনা থেকে যজ্ঞানুষ্ঠানে যাওয়ার জন্য আনুমানিক রাত ৮ টার দিকে বেরিয়ে যাই। যেখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছিলো ওইজায়গার নাম হলো সাচিবুনিয়া। আমাদের যজ্ঞানুষ্ঠানে পৌছাতে প্রায় ৩০ মিনিটের মতো লেগেছিলো।
ওখানে যেয়ে আমরা প্রথমে দেখি সুন্দর লাইটিং করা ও প্রচুর লোকের সমাগম।
ভিতরে যেয়ে আমারা প্রথমেই মন্দির পরিক্রমা করি। তারপর আমরা কিছু সময় নামযজ্ঞ শুনতে থাকি। এখানে প্রচুর লোকের সমাগম ছিলো।
তারপর কিছু সময় পর আমরা বাজারের দিকে যাই। সেখানে যেয়ে দেখি প্রচুর লোকের ভীর ও বিভিন্নরকমের দোকান বসেছে। আমরা এখান থেকে চা ও ফাস্টফুড খেয়ে কিছু সময় বসে আবার ভিতরে দিকে গেলাম।
এইবার সময় এসেছে প্রসাদ নেওয়ার। এখানেও এসে দেখি প্রচুর লোক প্রসাদ নিচ্ছে। কিছু সময় পর আমরাও বসে গেলার প্রসাদ গ্রহণ করতে। প্রসাদ গ্রহণের পর আবার কিছু সময় নামযজ্ঞ শুনতে থাকি। তারপর আমরা প্রায় ১২ টার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। কখন ৪ ঘন্টা ওখানে কাটালাম তা আমরা টের পাইনি।
স্থান : সাচিবুনিয়া, খুলনা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : Realme C25