বাসন্তী দুর্গাপূজার মহাঅষ্টমী দিনের কাটানো কিছু মুহুর্ত

in আমার বাংলা ব্লগlast year

IMG20230329182511.jpg

IMG20230328204340.jpg
হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বাসন্তী দুর্গাপূজার মহাঅষ্টমী দিনের কাটানো কিছু মুহুর্ত তুলে ধরবো। দূর্গা পূজায় মহাঅষ্টমীর দিনে সব থেকে বেশি মজা হয়ে থাকে। এদিনে এক মন্দির থেকে আর এক মন্দিরে কুলা নিয়ে যাওয়া হয়। মহাঅষ্টমীতে কাটানো মুহুর্ত গুলো আজ আপনাদের মাঝে তুলে ধরবো।
IMG20230329173713.jpg

IMG20230329173810.jpg

IMG20230329180901.jpg

IMG20230329180955.jpg

IMG20230329180912.jpg
প্রথমে আমি মন্দিরে যাই। তারপর সেখান থেকে বিকাল ৪ টার দিকে কুলার সাথে সাথে আমরা বন্ধুরা মিলে যাত্রা শুরু করি। যাত্রাপথের কিছু Randomly তোলা ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম। বেশ মজা করতে করতে আমরা আমাদের কাংখিত স্হানে পৌছায় যাই।
IMG20230329181817.jpg

IMG20230329181856.jpg

IMG20230329182331.jpg

IMG20230329182337.jpg
আমরা পৌছাতেই সেখানকার লোকজন আমাদের আমন্ত্রণ করার জন্য এগিয়ে আসে। আমরা মন্দিরে প্রবেশের পর তাদের সাথে নাছগানে মেতে যাই। খুব মজা করি তাদের সাথে।
IMG20230329183412.jpg

IMG20230329183414.jpg
মন্দিরের পাশেই মঞ্চ করা ছিলো সেখানে দেখি ছিলো গানের তালে তালে নৃত্য করছে। আমি তাদের কিছু Random ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।
IMG20230329182524.jpg
তারপর সেই মন্দিরে পূজার কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই। মহাঅষ্টমী বেশ মজার সাথে কাটলো। আমার আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন একটি নতুন ব্লগে।

স্থান : বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : C25

Sort:  
 last year 

ওয়াও 🙏🙏🙏🙏🙏। এত জাঁকজমকপূর্ণ আয়োজন!! ছবিগুলো দেখে একদম মন ভরে গেল ভাই। ইচ্ছে করছিল আমিও যদি ওই আনন্দের মাঝে শামিল হতে পারতাম, কতোই না ভালো লাগতো তাহলে! মা আমাদের সকলের মঙ্গল করুক এটাই প্রার্থনা করি। ভীষণ ভালো লেগেছে পোস্টটা দেখে ভাই। ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66683.89
ETH 3311.03
USDT 1.00
SBD 2.70