“ বারান্দা স্মৃতি নিয়ে চিত্রাংকন ’’ By nasrin111 [10% shy-fox + 5% abb-school]
আসসালামুয়ালাইকুম/আদাব
আাজকে আমি আপনাদের মাঝে একটা বারান্দার দৃশ্য নিয়ে হাজির হয়েছি।বারান্দাতে কাটানো কতই না স্মৃতি জড়িত থাকে।আমার বারান্দাটি একটু বেশি সুন্দর বারান্দার সামনে একটা বড় পুকুর আছে।বারান্দার সামনে কিছু গাছ লাগানো আছে গাছ গুলোতেপাখি বসে সারাদিন কিচিরমিচির করে যা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। খুব ভোরে আর বিকেলে বারান্দায় বসে চা খেতে অনেক মজা এবং সুন্দর স্নিগ্ধ বাতাস এসে শরীর মন সব কিছু ভাল করে দেয়। তাই আমি বারান্দায় বসে ভাবলাম আমার বান্দার দৃশ্যটি আকিঁ
প্রাকৃতিক দৃশ্য আঁকতে আমার খুব ভালো লাগে ।আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করি।
প্রয়োজনীয় উপকরণঃ
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
ধাপ-১
কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকিয়ে নিলাম।
ধাপ-২
বৃত্তের একপাশে আকাশের সীমানা আঁকিয়ে নিলাম।
ধাপ-৩
সিক্স বি পেন্সিল দিয়ে মেঘ ও সূর্য আঁকিয়ে নিলাম।
ধাপ-৪
তারপর বারান্দার লাঠি আঁকিয়ে নিলাম।
ধাপ-৫
সম্পূর্ণ বারান্দা আঁকিয়ে নিলাম।
ধাপ-৬
বারান্দাটি রং শেষ করলাম।
ধাপ-৭
বারান্দার একপাশে ঘাস আঁকিয়ে নিলাম।
ধাপ-৮
ল্যাম্পপোস্টের লাঠিটাকে আঁকিয়ে নিলাম।
ধাপ-৯
ল্যাম্পপোস্ট আঁকানো শেষ করলাম।
ধাপ-১০
নদীর পানি আঁকিয়ে নিলাম।
ধাপ-১১
বারান্দার এক পাশে গাছের ডাল আঁকিয়ে নিলাম।
ধাপ-১২
গাছের ডাল টিতে পাতা আঁকিয়ে নিলাম।
ধাপ-১৩
বারান্দার এক পাশে একটা পাখি আঁকিয়ে নিলাম।
ধাপ-১৪
আরও একটা পাখি আঁকিয়ে নিলাম।
শেষধাপ
অবশেষে আমি সর্ব শেষ ধাপে এসে পৌঁছেছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলোর একটি হলো এক মগ কফি আর বারান্দায় দক্ষিণা বাতাস।
বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের মিষ্টি রোদ পোহানো কিংবা ঝুম বৃষ্টি হচ্ছে, বসে আছেন চুপটি করে, সঙ্গে বাজছে প্রিয় কোনো শিল্পীর গান আর হাতে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা। বারান্দায় মানুষের কতইনা স্মৃতি। কত ভালোলাগা খারাপ লাগা জড়িয়ে থাকে।আর সেই স্মৃতি থেকে আজকে আমি আমার চিত্রাংকন টি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
ফোন | Realme C17 |
---|---|
ধরণ | বারান্দা স্মৃতি নিয়ে চিত্রাংকন |
ক্যমেরা মডেল | C17 |
ক্যাপচার | @nasrin111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
বারান্দার স্মৃতিকে কেন্দ্র করে খুবই সুন্দর এবং মনমুগ্ধকর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার তৈরি চিত্র অংকনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্রাংকন এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
বারান্দার স্মৃতি নিয়ে খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে আপনার আর্ট টি অনেক সুন্দর এবং দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য।
বারান্দা স্মৃতি নিয়ে চিত্রাংকন অসাধারণ হয়েছে। একটি ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু
খুবই সুন্দর একটি পেন্সিল স্কেচ প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কথা খুবই ভালো লেগেছে বিশেষ করে পাখি দুটি
খুবই চমৎকারভাবে বৃত্তের মধ্যে বারান্দার স্মৃতি নিয়ে একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করার চিত্রের রোমান্টিক পাখি দুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি চিত্র অঙ্কন করতে হয়।
বারান্দা স্মৃতি নিয়ে চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে এই চিত্র আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আপনি পেন্সিল ব্যবহার করে খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। আপনার দৃশ্য অংকন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বারান্দায় বসে থাকা দুটি পাখির দৃশ্য একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।