DIY : রঙিন কাগজের তৈরি সূর্যের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

১৩-১২-২০২২

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি সূর্যের ওয়ালমেট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের তৈরি সূর্যের ওয়ালমেট ভালো লাগবে।

আজ আমি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে একটি সূর্যের ওয়ালমেট তৈরি করেছি। এই কারণে এখন ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। যত বেশি সময় দিয়ে এই কাজগুলো করা যায় ততই দেখতে খুব সুন্দর। এজন্য প্রতি সপ্তাহে কমপক্ষে দুইটি ডাই পোস্ট করার চেষ্টা করি। আমি আশা করি আপনাদের সবার আজকের সূর্যের ওয়ালমেট অনেক ভালো লাগবে।

20221125_211049.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

20221124_202911.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি হলুদ রঙের রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটিকে খুবই সুন্দরভাবে ভাঁজ করে নিলাম।

20221124_203329.jpg

20221124_205024.jpg

ধাপ 2️⃣

তারপরে ভাঁজ করার রঙিন কাগজটি খুবই সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিলাম কাঁচি দিয়ে।

20221125_195928.jpg

20221125_200434.jpg

ধাপ 3️⃣

তারপরে গাম নিয়ে উপরের অংশের সাথে নিচের অংশ এভাবে প্রত্যেকটি কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

20221125_201551.jpg

20221125_201551.jpg

ধাপ 4️⃣

তারপর একটি কাগজের উপরে হলুদ রঙের একটি রঙিন কাগজ বৃত্তের মতো করে কেটে জোড়া লাগিয়ে নিলাম।

20221125_201840.jpg

20221125_201931.jpg

ধাপ 5️⃣

এরপর গাম ব্যবহার করে কয়েকটি কাগজ ও বৃত্তটির উপরে জোড়া লাগাতে শুরু করলাম। এভাবে প্রত্যেকটি কাগজ জোড়া লাগানো শেষ হলো।

20221125_202346.jpg

20221125_203314.jpg

ধাপ 6️⃣

তারপরে আরেকটি হলুদ রঙের একটি রঙিন কাগজ নিয়ে বৃত্তের মতো করে কেটে তার উপরে কালো কলম ব্যবহার করে চোখ মুখ অঙ্কন করে নিলাম।

20221125_193720.jpg

20221125_193720.jpg

ধাপ 7️⃣

এরপর গাম ব্যবহার করে ওই কাগজ টির উপরে জোড়া লাগিয়ে নিলাম। এরপর সাদা কাগজ ব্যবহার করে কয়েকটি মেঘ কেটে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার রঙিন কাগজের তৈরি সূর্যের ওয়ালমেট শেষ করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

20221125_203819.jpg

20221125_211045.jpg

ফাইনাল আউটপুট

20221125_211049.jpg

20221125_211111.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো diy খুবই সুন্দর দেখতে লাগে।তেমনি আপনার তৈরি করা সূর্যের ওয়ালমেটটি সুন্দর হয়েছে।মনে হচ্ছে সূর্যমামা মিষ্টি হাসি দিচ্ছে।খুবই সহজভাবে সম্পন্ন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে এরকম কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার। পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের যেকোন কিছু তৈরি করা হোক না কেন আমার দারুন লাগে। রঙিন কাগজ দেয়াতে সূর্য চমৎকার ফুটে উঠেছে। ভালো হাতের কাজ ছিল ভাই। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন কাগজের যে কোন কিছু তৈরি করা হোক না কেন খুবই দারুণ লাগে আমার কাছেও। এভাবে মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সূর্যের ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

ছোট্ট মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন পেপার কেটে খুব সুন্দর ভাবে সূর্যের হাসি প্রস্তুত করেছেন দেখতে অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আমার এই কাজ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ ভাই। এই ওয়ালমেট টি দেওয়ালে ভালোই মানাবে। অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমার কাছে ডাই প্রজেক্ট খুবই ভালো লাগে। তবে আফসস নিজে এখনো করতে পারলাম না। প্রতিবারই ভাবি করবো করবো । কিন্তু জিনিশ পাতির জন্য করা হয়না। যাক দারুণ একটি ডাই বানিয়েছেন আজ ভাই। শুভকামনা রইলো।

 2 years ago 

আমার কাছেও ডাই প্রজেক্ট খুবই ভালো লাগে। মন্তব্য পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন । সূর্যের ওয়ালমেট দেখতে খুব ভালো লাগলো। হলুদ কাগজ দেয়াতে সূর্য চমৎকার ফুটে উঠেছে । আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রঙ্গিন কাগজ দিয়ে আমারও অনেক কিছু তৈরি করতে খুব ভালো লাগে। এত সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার এই সূর্যের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব ই চমৎকার একটি সূর্য তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের প্রজেক্ট তৈরি করতে যত বেশি সময় দেয়া হয় সেই প্রজেক্ট তত বেশি সুন্দর দেখায়। আপনার তৈরি কি তো এই রঙিন কাগজের সূর্য দেখতে অনেক কিউট দেখাচ্ছে। এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রতি সপ্তাহের দুটি করে ডাই পোস্ট দিচ্ছেন,শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সূর্য তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। সূর্যের মুখটা দেখতে অনেক কিউট হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন সূর্যের মুখটা দেখতে অনেক কিউট হয়েছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সূর্যের ওয়ামেলটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনি ধাপে ধাপে তা তুলে ধরার চেষ্টা করেছেন, দেখে ভাল লাগলো। মনে হচ্ছে সূর্যি মামা হাসি দিয়ে আছে। আপনার উপস্থাপন খুব ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে এটি ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। ঠিকই বলেছেন এখানে সূর্যি মামা হাসি দিয়ে আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.34
JST 0.055
BTC 96276.49
ETH 3828.01
SBD 4.14