You are viewing a single comment's thread from:
RE: মধুবনী আর্ট || একটি মাছের মধুবনী আর্ট
এরকম মধুবনী আর্টগুলো আমি উইনক্লেস দাদার কাছেও দেখেছিলাম, আবার কয়েকজন ইউজারদের কাছেও দেখেছিলাম। এই আর্ট গুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। এই ধরনের আর্টগুলো করলে অনেক সুন্দর লাগে। আর আপনি আজকে একটা কিউট দেখতে মাছের মধুবনী আর্ট করেছেন দেখে ভালো লাগলো। মাছটাকে এত কিউট লাগছে যে আমি তো মুগ্ধ হলাম। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনার কাছ থেকে ভিন্ন ভিন্ন রকমের মধুবনী আর্ট দেখার অপেক্ষায় থাকলাম।
ইনশাআল্লাহ ভাইয়া সামনে আরও ভিন্ন আর্ট নিয়ে আসবো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।