দাদা আপনি অনেক সুন্দর করে লিও মুভিটার পুরো রিভিউ করেছেন এবং আমাদের সবার মাঝে সম্পূর্ণটা তুলে ধরেছেন। যেটা সম্পূর্ণভাবে পড়তে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম মুভি গুলোর রিভিউ পোস্ট আমার অনেক ভালো লাগে পড়তে। তাই তো চেষ্টা করি আপনার প্রত্যেকটা মুভি রিভিউ পোস্ট পড়ার। বিজয়ের মুভি গুলো আমি বেশিরভাগ সময় দেখে থাকি। কয়েকদিন আগেও তার একটা মুভি দেখেছিলাম। ব্যস্ততার কারণে খুব একটা মুভি না দেখা হলেও, মাঝে মাঝে সময় পেলে চেষ্টা করি মুভিগুলো দেখার। এই মুভিটার কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম আমি। আর তখন ভেবেছিলাম মুভিটা দেখব। কিন্তু এখনো পর্যন্ত সময়ের কারণে দেখিনি। তবে এখন ভাবছি সময় পেলে এই মুভিটা দেখে নেব। কারণ মুভিটার সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমে পড়তে পেরেছি, আশা করছি পুরোটা পড়লে ভালোই লাগবে। লিওর বোনকে বন্দি করে রাখা হয়েছিল, সেই সাথে লিও কেউ বন্দী করে রাখা হয়েছিল, যেন তার বোনকে বলি দিতে পারে। লিও কিন্তু যথাযথভাবে চেষ্টা করেছে তাদের আক্রমণ করে নিজের বোনকে বাঁচাতে। এত সব কিছু করার পরেও সে নিজের বোনকে বাঁচাতে পারেনি। এখন কি তাকেও গুলি করে দেওয়া হয়েছিল। তার ভাগ্য ভাল ছিল, যার কারণে সে মারা যায়নি। সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব দাদা এই মুভিটা।