RE: মুভি রিভিউ: স্কাইস্ক্র্যাপার
দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা মুভির রিভিউ করেছেন যা পড়ে ভালো লেগেছে। আমি তো সময় পেলে চেষ্টা করি বিভিন্ন রকমের মুভি দেখার। বিশেষ করে যে মুভি গুলোর ভেতর অ্যাকশন এবং থ্রিলার থাকে সেগুলো একটু বেশি দেখি। এখানে উইল তার এক পায়ে সমস্যা থাকার পরেও নিজের দায়িত্ব দেখিয়েছে এই বিষয়টা সত্যি অনেক ভালো লেগেছে। উইলের এরকম সাহসিকতা দেখে প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে। সে তার ফ্যামিলির সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজি রেখেছিল এবং লাফ দিয়েছিল। ভাগ্যিস তার কিছু হয়নি বরং সে সফল হয়েছিল। সে এক পায়ের সাহায্যে ফাইট করেছিল নিজের ফ্যামিলির লোকজনকে বাঁচাতে, এটা তার জন্য অনেক বেশি কঠিন বিষয় বটে। তবুও সে থেমে থাকে না নিজের দায়িত্ব পালন করেছে। এবং সে তার ফ্যামিলিকে বাঁচাতে পেরেছে এত বড় সংগ্রাম করে। এরকম সফলতা দেখে ভালো লেগেছে দাদা। চেষ্টা করব যদি সময় পাই এই মুভিটা দেখার জন্য, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটার রিভিউ।