গল্পটা পড়ে অনেক খারাপ লেগেছে। অসম্পূর্ণ ভালোবাসা গুলো দেখলে সত্যি খুবই খারাপ লাগে। বকুল এবং সুব্রত একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তাদের ফ্যামিলি তাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেয়নি। এরপরে বকুলের ফ্যামিলি তার বিয়ে ঠিক করে অন্য একটা জায়গায়। যখন সে পালিয়ে যেতে চেয়েছিল তখন তার বাবা দেখে ফেলেছিল। এরপরে যখন তার বিয়ের সময় আসলো তখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সবাই খোঁজাখুঁজি করতে করতে বকুলতলায় গিয়ে দেখে গাছের মধ্যে দুইটা লাশ ঝুলতেছে। ওই লাশ দুটি অন্য কারো না বকুল এবং সুব্রতের ছিল। এরকম পরিবার, সমাজ এবং সংসারের কারণে তাদের ভালোবাসার পরিণতি শেষ পর্যন্ত এরকম হয়েছে। যদি তাদের পরিবার তাদের ভালোবাসাটা মেনে নিয়ে বিয়ে দিত, তাহলে তাদের জীবন এখন অনেকটাই সুন্দর হতো আর দুজনে খুবই সুখে থাকতো। অনেক সুন্দর করে লিখলেন সম্পূর্ণটা।
অপূর্ণ ভালোবাসা দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। কেন জানি সত্যিকারের ভালোবাসা গুলো বেশিরভাগ সময় অপূর্ণই থেকে যায়। সমাজ, সংসার তাদের ভালোবাসাকে পরিণতি পেতে দেয় না। যাই হোক চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি গল্প লিখে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাইয়া।