You are viewing a single comment's thread from:
RE: দুই আচারের আত্মকাহিনী 😉🤗 ।। প্রস্তুতকারক: @tania69 আপু এবং @tauhida আপু 💪
আমরা কি দোষ করেছি ভাই খাওয়ার সময় আমাকেও একটু ডাকলে পারতেন। আপুদের আচারের ভাগ কি শুধু আপনি একাই পাবেন নাকি আমাদেরকে দিবেন না। আমার কিন্তু বেশ ভালো লোভ লেগে গিয়েছে আচার দেখে। আপনার আচারের প্রতি নজর দিয়েছি আপনার পেট ব্যথা করতে পারে। আচ্ছা যাই হোক তানিয়া আপু এবং তৌহিদা আপুর তৈরি আচার বেশ মজা করেই খাওয়া হয়েছে বুঝতে পারছি। হয়তো মার্কিন করে বড় ছোট করা সম্ভব কিন্তু ভাই বোনের মধ্যে কখনো মানদণ্ড আনা ঠিক না এটা ঠিক বলেছেন। এভাবেই যেন সকল সম্পর্ক ভালো থাকে সেই কামনা করছি।
হাহাহাহাহা,,, ভাই, আপুদের ভালোবাসা আছে তো সাথে, যতোই নজর দেন কোন লাভ হবে না 😅। কোন একদিন এই পরিবারের সবাই এক সাথে বসে এমন খাওয়া দাওয়া হবে, সেই কামনাই করি সব সময় ভাই ❤️🙏।