আমি গতকালকেও কাঁচা আমের ভর্তা রেসিপি খেয়েছিলাম। ঠিক এভাবে ভর্তা রেসিপি তৈরি করে। এভাবে কাঁচা আম দিয়ে ভর্তা রেসিপি তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালোই লাগে আর তা খুবই সুস্বাদু হয়। বর্তমানের এই সময়ে সব জায়গায় কাঁচা আমের ভর্তা রেসিপি খাওয়া হচ্ছে। প্রত্যেকের গাছে এখন কাঁচা আম রয়েছে। আমাদের গাছ থেকে পেড়ে আমরা প্রত্যেকদিন আমের ভর্তা তৈরি করি। ভালোই লাগে খেতে।
সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। কাঁচা আমের ভর্তা আসলে অনেক সুস্বাদু একটা ভর্তা। আমিও নিজে গাছে উঠে আম পেরে নিজে ভর্তা করেছি। আসলে নিজে ভর্তা করলে খেতে একটু বেশি মজা লাগে।