রবিবারের আড্ডায় অতিথি হওয়ার অনুভূতি | ABB Stage Show: Episode-21

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1qmhgkigZ75dfFzJKBeZThftQxwdcUFfh89yMgTV6fBhCrcoJ5S5YvyWBqjmajRGGC957prRLqgsZBnsSE.png
ব্যানার ক্রেডিট @hafizullah ভাই

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি মুহূর্তের কথা শেয়ার করতে এসেছি। অনুভূতিটা খুবই অন্যরকম। আমি কখনো ভাবি নাই যে এভাবে আড্ডাতে জয়েন করতে পারব। অর্থাৎ রবিবারের আড্ডায় অতিথি হিসেবে আসব। যেকোনো সময় আমি যে কোন স্টেজে কথা বলতে পারিনা। এজন্য আমি অনেক ভয় পেয়েছিলাম।

Screenshot_2023-05-23-00-34-32-44_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

আমি যখন রবিবারের আড্ডা শুরু হওয়ার আগ মুহূর্তে দেখতেছিলাম, ভাই আমাকে কখন মেসেজ দেয়। কিন্তু যখন মেসেজ দিয়েছে তখন যেন আমার ভয়ের সংখ্যাটা বেড়ে গিয়েছে। যখন কথা বলা শুরু করে তখনো ভয় পেয়েছিলাম। আসলে এর আগে আমি কখনোই সরাসরি এভাবে কথা বলিনাই। যখন কথা বলা শুরু করি তখন ধীরে ধীরে ভয়টা যেন কাটি উঠেছি। আসলে শুভ ভাই খুবই চমৎকার উপস্থাপনা করে। তার সামনে আসলে কখনোই ভয় পাওয়ার মতো না। এর কথা শুনতে শুনতে আমি যেন সব বয় ভুলে গিয়ে, সুন্দর ভাবে কথা বলা শুরু করি।

আমার অনুভূতিটা আসলেই খুবই চমৎকার ছিল। প্রথমত আমাকে যখন আমার পরিচয় জিজ্ঞেস করেছিল তখন সংক্ষেপে আমার পরিচয় বলি। এরপর আমাকে একটি প্রশ্ন করেছিল কার মাধ্যমে আমি এই এস্টিমেট প্ল্যাটফর্ম পেয়েছি। তখন আমি সংক্ষেপে তার ব্যাখ্যা দিই। মূলত আমি ২০১৮ সালের এই প্লাটফর্মে কাজ করার জন্য আমাকে নিবলু ভাইয়া বলে। কিন্তু ব্যবসা-বাণিজ্যের কারণে আমি তা শুরু করতে পারি না। আরেকটা মূল বিষয় হলো আমি ইংলিশে খুবই দুর্বল। এই বইটাতেও জয়েন করি নাই।

২০২০ সালে যখন ভাইয়া বাড়িতে আসে, তখন আমার ব্যবসাগুলো সব ধীরে ধীরে লস এর দিকে যাচ্ছিল তখনই আমি কাজ শুরু করি। পুরো বিষয়টা আমি সংক্ষেপে বলেছিলাম। আসলে লাইভে কথা বলাটা খুবই সাহসের প্রয়োজন। আগ থেকে আমার এই সাহসটা নেই বললেই চলে। আসলে প্রতি খুবই কৃতজ্ঞতা রয়েছে কারণ আমার জীবনে তার অবদানও পরে সে। যা কখনো মূল্য দেওয়া সম্ভব না। তিনি আমার হৃদয়ে রয়েছেন, আর সারা জীবন আমার হৃদয়ে থাকবেন।

প্রথম স্টেশন শেষ হওয়ার পর, একটি গান এর কথা বলার জন্য বলেছে। আসলে অনেক আগে থেকেই আমি লালন ব্যান্ডের গান শুনতে খুব ভালোবাসি। তাদের গানগুলো আমি সবসময় শুনি। সেখান থেকে সবচেয়ে জনপ্রিয় এবং আমার পছন্দের একটি গান হল " সময় গেলে সাধন হবে না" এই গানটি সিয়াম ভাইকে প্লে করার জন্য বলি। সে বট এর মাধ্যমে গানটির প্লে করে। গান শেষ হওয়ার পর সবচেয়ে সুন্দর একটি সময় ফিরে আসে। তখন আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাই আমাকে বিভিন্ন মজার মজার প্রশ্ন করে। খুবই মজার চলে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমাকে কি কি প্রশ্ন করেছে তা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। খুবই ভালো লেগেছিল মজার প্রশ্নগুলোর উত্তর দিতে হয়।

আমাকে বলা হয়েছিল সেরা প্রশ্নকারীকে সিলেক্ট করার জন্য। আসলে আমার কাছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো লেগেছিল। কিন্তু এখান থেকে তিনজনকে সিলেক্ট করা খুবই কষ্টকর। এরপর আমি তিনজনের নাম সিয়াম ভাই কে বলে দিয়েছি। পড়ে সিয়াম ভাই এনাউন্সমেন্টে তা বলে দিয়েছে। এরপর খুব দ্রুত কিছু প্রশ্ন করেছিল। সেই প্রশ্নগুলোর উত্তর খুবই সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছি।

আসলে আজকের এই রবিবারের আড্ডায় অতিথি হিসেবে আসতে পেরে আমার কাছে খুবই আনন্দিত লেগেছে। @shuvo35 ভাইয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা কারণ সে খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সবসময় করে। এবং আমার সাথে খুবই সুন্দর ভাবে এই সময়টি পাঠিয়েছে। এছাড়াও এডমিন মডারেটর ভাই বোন সহ দাদার প্রতি রইল অনেক বেশি কৃতজ্ঞতা কারণ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। যেখান থেকে আমরা ভিন্ন ধরনের অনুভূতি পেয়েছি। সবাই সবার সম্পর্কে কিছুটা জানতে পারি। আর শুভ ভাইয়ের কথা না বললেই নয়। আমি তো এর আগে অনেক পোষ্টের মধ্যেও বলেছি, তার কথাগুলোর প্রেমে আমি অনেক আগে পড়েছি। তার কথা শুনলে যেন আনন্দ খুঁজে পাই। সৃষ্টিকর্তা মনে হয় নিজ হাত মোবারক দিয়ে তার কন্ঠটা সৃষ্টি করেছেন । ভাইয়ার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। shuvo35 ভাইয়ের সহযোগিতা না থাকলে হয়তো আমি এত সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি শেষ করতে পারতাম না।

আমাকে করা প্রশ্নগুলো।

Screenshot_2023-05-25-11-08-34-19_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-08-21-72_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-08-09-94_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-07-50-81_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-07-34-28_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-07-25-24_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-07-13-47_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-07-03-13_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-06-54-88_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-13-06-60_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-10-27-75_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-10-10-23_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-09-52-29_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-09-34-38_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-09-15-14_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-09-01-14_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Screenshot_2023-05-25-11-08-47-38_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

ভাইয়া রবিবারের আড্ডায় আপনাকে অতিথি হিসাবে পেয়ে আমরা অনেক ধন্য। এতে করে আমরা আপনার বিষয়ে অনেক অজানা কথা জানতে পেরেছি। পেরেছি আপনার স্টিমিটে আশার গল্পটিও জানাতে। আসলে আমাদের @shuvo ভাই বেশ সুন্দর এবং প্রাণবন্ত উপস্থাপনা করে। তার উপস্থাপনায় মোট ৪টি সিগমেন্টের আড্ডা অনুষ্ঠিত হয়। প্রতিটি সিগমেন্ট নিশ্চয় আপনার বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে অনেক অজানা বিষয় শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের মাঝে আমিও আসতে পেরে ভীষণ ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 last year 

ভাইয়া রবিবারের আড্ডার মেহমান হিসেবে এরকম একটা অনুভূতি বা অভিজ্ঞতা আমারও হয়েছিল। আসলে ঠিক এভাবে সরাসরি মঞ্চে কথা বলার প্রথম প্রথম একটু ভয় ভিত্তি লাগলেও শুভ ভাইয়ের চমৎকার উপস্থাপনায় তা খুব অনায়াসে কেটে যায়। পরবর্তীতে আপনার মত আমিও খুব এনজয় করেছিলাম। আপনার অনুভূতিটি পড়ে বুঝাই যায় আপনি প্রথম প্রথম অনেকটা ভয় পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে অনেক মজা করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া রবিবারের আড্ডায় আপনার মেহমান হিসেবে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে প্রথম প্রথম তো অনেক বেশি ভয় পেয়েছিলাম। পরে সুন্দরভাবে কথা বলতে পেরে আপনাদের মাঝে আড্ডায় মেতে উঠতে পেরে ভালো লেগেছিল

 last year 

প্রথমবার সবার সাথে এতক্ষণ টাইম কথা বলতে সত্যিই ভয় লাগে। তবে ধীরে ধীরে ভয় কেটে যায়। রবিবারের আড্ডায় আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি ভাইয়া। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং দারুন সময় কাটিয়েছি।

 last year 

আমিও আপনাদের মাঝে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার রবিবারের আড্ডায় গেস্ট হিসেবে উপস্থিতি দেখে বেশ ভালো লেগেছিল দাদা। আমি কমিউনিটিতে যবে থেকে এসেছি তবে থেকেই আপনাকে একইভাবে অ্যাক্টিভ দেখছি। আপনার সম্পর্কে জেনে আরো ভালো লাগলো। কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রশ্ন ছিল আপনার চুল নিয়ে সেটা আমার বড্ড হাসি পেয়েছে। সব ঘুরেফিরে চুলে গিয়েই আটকে যাচ্ছিল । আর আপনিও এত সুন্দর ভাবে শান্তভাবে জবাব দিচ্ছিলেন সেটা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা রবিবারের আড্ডাকে এত সুন্দর জমিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67408.93
ETH 3491.49
USDT 1.00
SBD 2.70