"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | জোকারের সাজ।

in আমার বাংলা ব্লগ11 months ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20231224_120439 (1).jpg

ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন 👇👇

https://youtube.com/shorts/QHce1bl6Zc0?si=WY5IDFM2bob1HOJh

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবারের প্রতিযোগিতার কনসেপ্ট। সত্যি বলতে এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে একদমই অন্যরকম লেগেছে। আমার বাংলা ব্লগে আসার পর থেকে এরকম প্রতিযোগিতা দেখেছি কিনা মনে হয় না। প্রথম থেকে তো একটু নার্ভাস ছিলাম আসলে কি করব। তবে আমার প্রথম থেকেই জয়েন করার খুব ইচ্ছে ছিল।

20231224_115215.jpg

কি করব আর কাকে সাজাবো এটাই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে সোনিয়া বলল আমাকে সাজতে বলল। যদিও প্রথম থেকে একদমই ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে ভাবলাম ভয়কে জয় করে নিজেই জোকার সাজবো। অনেক খুঁজে আমি জোকারের আইডিয়াটা বের করলাম। যদিও নিজে নিজে সাজাটা খুবই কঠিন একটা কাজ। তাছাড়া পুরোটা আমার পক্ষে নিজের সাজাবো সম্ভব না। তাই জোকার সাজতে সোনিয়া আমাকে অনেক বেশি সাহায্য করেছে। কারণ না হলে আমি পুরোটা সুন্দরভাবে সাজতে পারতাম না।

20231224_120851.jpg

কিন্তু সম্পূর্ণ সাজ শেষ করার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার কাছে দেখে একেবারে অন্যরকম লাগলো। আমি তো একেবারে অনেক বেশি ফটোগ্রাফি করেছি। মোবাইলের গ্যালারি ভরিয়ে ফেলেছি ফটোগ্রাফি করতে করতে। সত্যি এ যেন এক অন্য রকমের অনুভূতি ছিল। যেন স্কুলের জীবনে ফিরে গেলাম। আমাদের স্কুলে এরকম প্রতিযোগিতা হলেও আমি কিন্তু কখনো জয়েন করিনি। তবে আমার বাংলা ব্লগে এসে সবকিছু করার একটা সাহস তৈরি হয়ে গেছে। আশা করি আমার কনসেপ্ট আপনাদের ভালো লাগবে।

20231224_121129.jpg

উপকরণ

জল রং
রং করার তুলি
পানি

1000054106.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমার মুখের মধ্যে সাদা রং দিয়ে রং করা শুরু করলাম। চোখের অংশ বাদ দিয়ে কিছুটা অংশ রং করে নিলাম।

1000053474.jpg

ধাপ 2️⃣

এভাবে আমি রং করতে করতে চোখ এবং ঠোঁটের অংশ বাদ দিয়ে পুরোটাই সাদা রং করে নিলাম।

1000053475.jpg

ধাপ 3️⃣

এরপরে আমি ঠোঁটের মধ্যে লাল রং দিয়ে রং করে কোনা করে একটা ডিজাইন করে নিলাম।

1000053477.jpg

ধাপ 4️⃣

এরপরে আমি লাল রঙ দিয়ে কপালের উপরে দুইটা চোখের ব্রূ এঁকে নিলাম।

1000053478.jpg

ধাপ 5️⃣

এরপরে চোখের উপরে এবং উপরে থেকে নিচের অংশে নীল রং দিয়ে একটা ডিজাইন করে নিলাম।

1000053479.jpg

ধাপ 6️⃣

এরপরে কালো রং দিয়ে মুখের মধ্যে আরো কিছুটা শেপ করে নিলাম।

1000053480.jpg

ধাপ 7️⃣

এরপরে সবুজ রং দিয়ে মাথার চুল গুলোকে সবুজ রং করে নিলাম।

1000053481.jpg

ফাইনাল আউটপুট

20231224_120847.jpg

20231224_120429 (1).jpg

20231224_121346.jpg

20231224_120439 (1).jpg

20231224_120544.jpg

20231224_121443.jpg

20231224_120237.jpg

20231224_121303.jpg

20231224_121129.jpg

20231224_120845.jpg

20231224_120436.jpg

20231224_121241.jpg

20231224_115212.jpg

20231224_115215.jpg

20231224_121048.jpg

20231224_121253.jpg

20231224_120851.jpg

20231224_115126.jpg

20231224_121133.jpg

20231224_115220.jpg

20231224_121511.jpg

20231224_121523.jpg

20231224_121117.jpg

20231224_115121.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 11 months ago 

ভাইয়া খুব ভালো সেজেছেন। জোকার মুভি এর ভিলেন মনে হচ্ছে একদম। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইলো।

 11 months ago 

আপনি তো দেখছি জোকার মুভির ভিলেনের রূপ দিয়ে দিলেন আমাকে। তবে যাই হোক এটাও দিয়েছেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

প্রথমে তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এর পর খেলায় করলাম তারপর ভয় ফেলাম হি হি হি। যাক দারুন পেরেছেন আপনি। অনেক সুন্দর সাজগোজ করলেন সত্যি দেখে তো অভাক করার মত হয়েছে। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন ছিল এবারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 11 months ago 

আপনি তো দেখছি আমার জোকারের মুখ দেখে ভয় পেয়েছিলেন। তবে অবাক করার মতোই করার চেষ্টা করলাম।

 11 months ago 

পুরাই আউটস্ট্যান্ডিং 🔥🔥🔥! আপনার আইডিয়াটা জাস্ট অসাধারন! জোকারের চরিত্রটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। কিছু বলার নেই আসলে, জাস্ট ওয়াও 🔥

 11 months ago 

আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে সত্যি ভালো লাগলো ভাই। চরিত্রটা সুন্দর করেই ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

 11 months ago 

ভাইয়া আপনার আইডিয়া টা চমৎকার ছিল।জোকারের সাজ একদম পারফেক্ট হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আইডিয়াটা চমৎকার যেন মনে হয় তাই অনেক চিন্তা ভাবনা করে এটা সিলেক্ট করলাম।

 11 months ago 

হাহাহাহা 😄আপনার জোকারের সাজ দেখে আমি সত্যি অনেকটা হাসলাম।আসলে জোকার কিন্তুু হাসির পাত্র। আপনার জোকারের রুপটি সুন্দর করে ফুটে উঠেছে জন্য হাসি পাচ্ছে অনেক।নিজে নিজে অসাধারণ করে জোকার সেজেছেন আপনি।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুভ কামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

আমার তো খুবই ভালো লেগেছে জোকারের সাজ দিয়ে আপনাকে হাসাতে পেরে।

 11 months ago 

ওমা এটা কে আবার? আমি তো আপনাকে চিনতেই পারছি না।
আসলে এটা আমাদের রকি ভাই? প্রতিযোগিতা বেশ ভালই অংশগ্রহণ করেছেন আপনি ভাইয়া। জাস্ট অসাধারণ হয়েছে জোকারের সাজ।

 11 months ago 

হ্যাঁ আপু এটা আপনাদেরই রকি ভাই। প্রতিযোগিতা একেবারে অসাধারণ দিয়েছে। তাই অসাধারণ পারফরমেন্স নিয়ে হাজির হলাম।

 11 months ago 

ভাইয়া আপনার আইডিয়া টা বেশ দারুন ছিল। আপনার জোকারের রূপটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলে আপনি ঠিকই বলেছেন নিজে নিজে সাজাটা অনেক কষ্টের কাজ। আপনাকে দেখতে অনেক হাস্যকর ও ভয়ংকর লাগছে। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আসলে নিজে নিজে সাজা অনেক কঠিন। সোনিয়া সাহায্য করার কারণে কিছুটা সহজ হয়েছে। হাস্যকর এবং ভয়ংকর দুটোই লেগেছে শুনেই ভালো লাগলো।

 11 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান। আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখি আমার অনেক ভালো লেগেছে। পাশাপাশি আপনি খুব সুন্দর ভাবে সেজেছেন। একদম দেখতে মনে হচ্ছে যেন বক্সিং প্লেয়ারদের মত।

 11 months ago 

সুন্দর এই কনটেস্টে সুন্দর একটা রূপ নিয়ে হাজির হলাম। ভালো লেগেছে শুনেই খুশি হয়েছি।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। ছোটবেলায় সার্কাসে এমন জোকার দেখতাম।"যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতার জন্য কনসেপ্ট টা খুবই ভালো ছিল।শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

শুভকামনা জানিয়েছেন দেখে ভালো লাগলো আপু। জোকার সাজ দিয়েছি এই প্রতিযোগিতায়। অনেক ভাবনা চিন্তা করার পর সিলেক্ট করা হলো।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.037
BTC 92533.17
ETH 3396.31
USDT 1.00
SBD 3.66