অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি
ABB ১৮-৬-২৩ রবিবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি ভালো লাগবে।
আজ আমি খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করেছি। আসলে হঠাৎ করে যখন এই অরিগামী বানানোর জন্য বসেছি তখন কিছুই মাথায় আসতে ছিল না। কিছুক্ষণ খুঁজলাম কি করা যায়। আসলে মাঝে মাঝে কি বানাবো তা ভেবেই অনেকটা সময় নষ্ট করে ফেলি। হঠাৎ করেই বাড়িতে একটি গিফট দেখতে পেলাম। তখনই চিন্তা করলাম একটি গিফট বক্স খুঁজে দেখি। তখন খুঁজে এই গিফট বক্সে তৈরি করেছে। যখন বারানো শেষ হয়েছে তখন অনেক বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল অনেক বড় গিফট বক্স তৈরি করে ফেলেছি। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটি এ পাশাপাশি করে ভালো করে ভাঁজ করে নিলাম। এরপর মাঝখানের অংশ থেকে কেটে নিলাম।
ধাপ 2️⃣
এরপর এভাবে কয়টা কেটে একটার সাথে একটা জোড়া লাগাতে লাগলাম।
ধাপ 3️⃣
এভাবে কাগজগুলোর উপরে নাম লাগিয়ে খুবই সুন্দরভাবে একটা বক্স তৈরি করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর ছোট একটা সাদা কাগজ এর চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কেটে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
এরপর আরেক কালারের দুটি চিকন করে কাগজ কেটে সাদা কাগজটির উপরে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 6️⃣
এরপর আরেকটা রঙিন কাগজ নিয়ে খুব সুন্দর ভাবে একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ 7️⃣
বক্সটির উপরের অংশে এই ফুলগুলো লাগিয়ে নিলাম এবং আরোদুটা কাগজ কেটে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার রঙিন কাগজের গিফট বক্স তৈরি শেষ করি। আশা করছি আপনাদের কাছে দেখতে ভীষণ ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | origami |
---|---|
ক্যামেরা | রিয়েলমি ৭আই |
পোস্ট তৈরি | #narocky71 |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে একটু সময় লাগলোও আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আপনার তৈরি করা গিফটবক্স টি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এতসুন্দর একটি গিফটবক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভার্চুয়াল ভাবে আপনাদের জন্য গিফট বক্সে করে কিছু গিফট পাঠিয়ে দিতে হবে। হাহাহাহা। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
https://twitter.com/NARocky4/status/1670250435633115136?t=HT8cEbiPJlNa6JDJ9pckdQ&s=19
আপনি ঠিকই বলেছেন ভাই মাঝে মধ্যে কি যে বানাবো সেটা মাথায় আসেনা। ভাইয়ের জন্য অনেকটা সময় ব্যয় হয়ে যায়। যাহোক রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করেছেন। আপনার তৈরি গিফট বক্স টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। তৈরির ধাপ গুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
আসলে একদমই ঠিক মাঝে মাঝে অনেকটা সময় ব্যয় হয় শুধু কি বানাবো তা ভাবতে ভাবতে। বেশ ভালো লেগেছে আপনার মন্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে।
আমি তো আগেই জানি যে আমার ভাইটা অনেক একটিভ এবং বুদ্ধির ঢেকি। আর এত সুন্দর সুন্দর বুদ্ধি বের করে আমাদের জন্য দেখছি রঙিন কাগজের গিফট বক্স তৈরি করে দিয়েছেন। বেশ অসাধারণ উপস্থাপনা যা আমাকে মুগ্ধ করেছে ভাইয়া। আশা করি আগামীতে আমরা আরও ক্রেয়েটিভ কিছু দেখতে পাবো।
হাহাহা মজা পাইলাম আপনার কথা শুনে। বুদ্ধি আপনারও আছে আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। সব সময় খুব সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন।
হি হি হি । আমিও মজা পেলাম।
বাহ ভাইয়া দারুন আইডি আপনার বাড়িতে গিফট বক্স দেখেই চিন্তা করে একটি গিফট বক্স বানিয়ে ফেলেছেন। আপনি ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় কোন কিছু বানাতে বসলে কি বানাবো কি বানাবো সেটা চিন্তা করতে করতে যেন অনেকটা সময় কেটে যায়। গিফট বক্সটি খুব সুন্দর হয়েছে ভাইয়া এটা আমাকে গিফট করে ফেলেন 😁।
আপু গিফট বক্স বানানোর একটু পরেই মেয়েটা নিয়ে গিয়েছিল। যখন কিছু বানায় তখন সে অনেক খুশি হয়। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সবকিছু নষ্ট করে ফেলে। মেয়েটার জন্য আর আপনাকে গিফট দিতে পারলাম না।
ঠিক বলেছেন ভাইয়া আপনার তৈরি রঙিন কাগজের গিফট বক্স দেখতে অসাধারন লাগতেছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো সব সময়ই চমৎকার ফুটে উঠে। আপনি যে ডাই প্রজেক্ট ভালোবাসেন তা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। নিখুঁত হয়েছে ভাইয়া ধন্যবাদ আপনাকে।
ভাই আমি খুবই ভালবাসি কিন্তু বানাতে একদমই ভালো লাগেনা। কারণ প্রচুর ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে অনেক ভাঁজ ভুলে যাই।
বাহ!! ভাই, আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি গিফট বক্স তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি গিফট বক্সটি আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। যদিওবা প্রথম দিকে কি তৈরি করবেন সেটাই চিন্তা ভাবনা করতে পারছিলেন না। যাক অবশেষে গিফট দেখে গিফট বক্স তৈরির আইডিয়াটা বেশ ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাই, রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরীর প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
গিফট বক্স আপনার চমৎকার লেগেছে জেনে অনেক খুশি হলাম। সব সময় আপনাদের সুন্দর মন্তব্যগুলো ফেলে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি দারুন হয়েছে। খুব সুন্দর সুন্দর কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে। কাগজের কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয় ভালো লাগলো।
আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনার কাছে দারুন লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ
খুব সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন ভাইয়া। একেবারে সত্যিকারের গিফট বক্স এর মত। আসলে ভাইয়া দেখে মনে হচ্ছে এটা অনেক মুশকিল, এটি বানাতে আপনার অনেক সময় লেগেছিল। সময় দিয়ে ধৈর্য নিয়ে করেছেন বলেই আপনার গিফট বক্সটি এত সুন্দর হয়েছে ভাইয়া ।ধন্যবাদ আপনাকে।
এই গিফট বক্সের মধ্যে কয়েকটি ভাজ রয়েছে। ভাজ গুলো এলোমেলো হলে পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যায়। আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ।
তোমার রঙিন কাগজের তৈরি গিফট বক্স দেখে খুব ভালো লেগেছে। এরকম গিফট বক্সগুলোতে কিছু রাখাও যায়। আমি দেখেছিলাম ওই দিন তুমি এই বক্সটি তৈরি করছ। আসলে ই দক্ষতা দিকে যে কোন কাজ করলেই খুব ভালো লাগে। আর এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণ বক্স তৈরি। যে কেউ দেখে এই বক্সটি খুব সহজে তৈরি করতে পারবে। সব মিলিয়ে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করলে দেখে ভালো লাগলো।
তোমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আজকের কি একটু বক্স অনেক ভালো লাগলো। গিফট বক্স মেয়েটাকে দিয়ে দিয়েছি না হয় তোমাকে গিফট দিতাম। ধন্যবাদ