একদিন টাকা থাকবে কিন্তু প্রিয় মানুষগুলো থাকবে না।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

2022-12-17-20-05-44-083.jpg

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি যখন লিখার পোস্ট লিখতে বসলাম, কিছু লিখার জন্য খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে কেন জানে মাথায় লেখাটি আসলো। একদিন হয়তো টাকা থাকবে , কিন্তু প্রিয় মানুষগুলো থাকবে না। লেখার মূলভাব আমি এই দুই লাইনের মধ্যে নিয়ে এসেছি। আশা করি লেখাটি পড়লে অনেক কিছু শিখতে পারবেন।

ছোটবেলা থেকে সবাই একসাথে থাকতে পছন্দ করে। পরিবারের মধ্যে সবাই একসাথে থাকে। অনেক পরিবারেই বড় পরিবার থাকে। পরিবারের মধ্যে সবাই থাকে। যেমন মা-বাবা ভাই-বোন দাদা-দাদী চাচা ফুফু ইত্যাদি আত্মীয়-স্বজনের মধ্যে আপন জন থাকে অনেকেই। এর মধ্যে নানা নানু মামা মামী আন্টি আঙ্কেল সহ ইত্যাদি। এর বাহিরে ও আপন কাছের মানুষ আরো অনেকেই থাকে। তখন হয়তো নিজের ছোট থাকি। ছোট থেকেই নানা নানিকে সবাই খুব পছন্দ করে তেমনভাবে দাদা দাদিকেও। এভাবে মা-বাবা সহ সবাই একসাথে পরিবারের মধ্যে থাকে।

পরিবারটা অনেক বড় ও সুন্দর থাকে। পরবর্তীতে সবাই বিয়ে করে এবং ছেলে সন্তান হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর সন্তান সবাই থাকে। এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার আগেই পরিবারের অনেকেই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়। তাদের পিছনে টাকা খরচ করার মত সুযোগ থাকে না। কারণ আমরা কাজ করার আগেই তাদেরকে হারিয়ে ফেলি।

এমনভাবে আমাদের মা বাবা ভাই বোনের ক্ষেত্রেও একই অবস্থা। যখন মোটামুটি কাজ করার বয়স হয়, অনেকেই ব্যবসা করে আবার অনেকেই চাকরি করে। কিন্তু চাকরি করার পর অনেক মানুষকেই পাওয়া যায় না। যারা আমার জন্য অনেক কিছুই করেছে তাদেরকেও দুনিয়াতে আর পাওয়া যায় না। আমাদের ইনকাম হওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নেয়। এই নিয়ে আমার অনেক বড় দুঃখ রয়েছে। বিষয়টা আজ অনেকদিন যাবত আমি চিন্তা করতেছিলাম। এজন্য আজ আপনাদের মাঝে শেয়ার করেছি।

আমার জীবনেও এমন দুঃখ আছে । আমার প্রিয় মানুষগুলোর পিছনে যদি আমি কিছু টাকা খরচ করতে পারতাম তাহলে সুখ পেতাম। এর মধ্যে অন্যতম হলো আমার বাবা। আমার জীবনের সবকিছু তার হাতে গড়া। জীবনের সকল ইচ্ছে পূরণ করেছিলেন তিনি। একদম জীবনসঙ্গী থেকে শুরু করে সব ইচ্ছে পূরণ করেছেন। কিন্তু তার পিছনে আমি কোন টাকা খরচ করতে পারি নাই। কারণ আমি টাকা ইনকাম করার আগেই তাকে হারিয়েছি। এমনভাবে আমার দাদা দাদীকেও। দাদুর জন্য অল্প কিছু হলেও করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু দাদার জন্য কিছুই করতে পারেনি। একইভাবে নানা নানুর জন্য ও কিছু করা হয়নি।

কিন্তু এ ভুলটা আমি আর করতে চাই না। যারা এখন আমার জীবনে আছে তাদের পেছনে টাকা খরচ করতে চাই। যে কোন পরিস্থিতিতে তাদের সাথে একসাথে বাঁচতে এবং মারা যাওয়া পর্যন্ত সবার সাথে থাকতে চাই। আমি আশা করি আমার ইচ্ছে আমি পূরণ করতে পারব। যাদের জন্য করতে পারি নাই তাদেরকে অনেক বেশি মিস করি। আমি আপনাদের সবাইকে এ পোস্টের মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করুন। পরিবারের সবাইকে ভালো রাখুন। আমার মত সবাইকে হারিয়ে বোঝার চেয়ে হারানোর আগে বোঝা অনেক ভালো। আমি কি বুঝাতে চেয়েছি এ প্রশ্নের মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। মা-বাবাকে পাশে রাখুন, তাদেরকে তাকিয়ে সকল দুঃখ বলে সামনের দিকে এগিয়ে যান। পরিবারের সবাই আমাদের আপন। সবার বিপদে-আপদে পাশে থাকুন।

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ঠিক,একদিন হয়ত টাকা থাকবে কিন্তু মানুষ থাকবে।তবে এটাও ঠিক পরিবারের পিছনে টাকা খরচ করতে হলেও পর্যাপ্ত টাকা থাকা দরকার।অনেক সময় খরচ করতে ইচ্ছে থাকলেও প্রয়োজন অনুসারে টাকা থাকে না,তাই তো স্বাদ এবং সাধ্য দুইটাই লাগে।তবে এটাও ঠিক অনেক সময় টাকা থাকতেও পরিবারের উদ্দেশ্য খরচ করা হয়না।ধন্যবাদ

 2 years ago 

আপনি ঠিক বলেছেন। কিন্তু সমাজে অনেকেই আছে যাদের টাকা থাকে কিন্তু পরিবারের পিছনে টাকা খরচ করে না। যাদের স্বাদ এবং সাধ্য দুটোই থাকে।

 2 years ago 

আপনার কথাগুলোর সাথে আমিও একমত। একদিন হয়তো টাকা থাকবে কিন্তু সেই মানুষগুলো থাকবে না। তবে আমরা অনেক সময় পরিস্থিতির চাপে পরে হয়তো আপনজনদের জন্য কিছু করতে পারিনা। তবুও চেষ্টা করে যাই আরকি। যাক খুব ভালো একটি বিষয় নিয়ে লিখছেন ভাই।

 2 years ago 

অনেকেই আছে ইচ্ছে আছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পারেনা। কিন্তু যাদের সামর্থ্য এবং সাধ্য দুটোই রয়েছে তারা না করলে কি করা

 2 years ago 

পৃথিবীর মানুষগুলো সব শুধু টাকার পিছে ছুটে। যার টাকা আছে তার জন্য শ্রুতি আছে সম্মান আছে। সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু লোকে দেখেনা যে এই টাকাগুলো কোন পথ থেকে ইনকাম করা।। ঠিকই বলেছেন আপনি একদিন টাকা থাকবে কিন্তু প্রিয় মানুষগুলো থাকবে না।। আপনার লেখাগুলো পড়ে ভিতর থেকে অনেক কিছু অনুধাবন করতে পারলাম কিন্তু সব কথাই বলতে পারছি না।।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন আপনি। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

লেখাটার সাথে আমিও একমত। আসলে আমাদের অনেক ইচ্ছে করে প্রিয় মানুষগুলোর পেছনে সময় এবং টাকা দুটোই খরচ করতে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেই ইচ্ছাটা থাকলেও আমরা সময় সুযোগ পাই না। আবার যখন টাকা থাকবে হয়তো বা সেই মানুষগুলোই থাকবে না। আর এটা তোমার জীবনে কিছুটা বাস্তবিক আমি সেটা জানি। লেখাটা পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছ তুমি। সুন্দরবন ফেলে ভীষণ ভালো লাগে। আমার পোস্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন টাকা থাকবে প্রিয় মানুষগুলো থাকবে না। পরিবারের সবাই একসাথে বসবাস করে। কিন্তু কখনো টাকা ইনকাম করার আগে অনেককে হারিয়ে ফেলে। আপনার বাবা আপনার জন্য সবই করলেন কিন্তু আপনি টাকা ইনকাম করার আগে আপনার বাবা পৃথিবী থেকে চলে গেলেন। সেরকম হাজারো মানুষ আছে তাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছে। জীবনে সব মানুষ সবকিছু পূর্ণতা পায় না।সবাই একসাথে হাসিখুশি বসবাস করাটাই অনেক ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পুরো পোস্ট আপনি পড়েছেন আপনার লেখা দেখেই বুঝা যাচ্ছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদিন টাকা থাকবে প্রিয় মানুষগুলো থাকবে না কথাটি একদম সত্যি বলেছেন। পরিবারের সবাই একসাথে বসবাস করে। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার জন্য আপনার বাবা সবই করেছে। যখন আপনি টাকা ইনকাম করতে লাগলেন তখন আপনার বাবা নেই। এরকম প্রিয় মানুষগুলো চলে গেলে খুব দুঃখ লাগে। আপনার লেখাটি পড়ে আমারও অনেক মন খারাপ হয়ে গেলো। আমি আর আমার এক ভাই ছোটকাল থেকে আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু যখন আমি বিদেশ গেলাম আমার ভাইটি মারা গেলো। আমার সব সময় আমার ভাইটার কথা মনে পড়ে। বিদেশ গিয়ে আমি টাকা ইনকাম করেছি কিন্তু আমার বাড়িটি আমার ইনকামের টাকা খেতে পারল না। ধন্যবাদ আপনাকে কিছু বাস্তব কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন অনেকেই রয়েছে ভাই। যারা আমার জন্য করে তাদের জন্য কিছু করতে পারি না। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার ব্লগটি পড়ে অনেক ভাল লাগলো। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের টাকা থাক সত্বেও পরিবারের জন্য খরচ করে না। আবার কিছু আছে পরিবারের জন্য খরচ না করে অন্যের জন্য খরচ করে। সময় থাকতে বুঝে না, সময় হারিয়ে পরে বুঝে। তখন আর কোন লাভ হয় না। পোষ্টি পড়ে অনেক ভাল লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন আপনি। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76383.30
ETH 3039.98
USDT 1.00
SBD 2.62