জেনারেল রাইটিং :- কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

ABB ০২ জুন ২০২৩ সোমবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


child-2745167_1280.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আসলে এটা একদমই সত্য যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কাজ হল চুপ থাকা।

আসলে আজকের এই বাণীটা যে লিখেছে তার সাথে আমি শতভাগ সহমত পোষণ করতেছি। কারণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের বাণী গুলো। আসলে আমরা মানুষরা কথা বলতে শক্তির প্রয়োজন হয় না। এজন্য যখন তখন যে কোন পরিস্থিতিতে আমরা যে কোন ধরনের কথা বলে থাকি। আসলে যে কোন পরিস্থিতিতে যেকোনো ধরনের কথা বলা খুবই সহজ একটি কাজ। শুধু তাই নয় আসলে বর্তমানে কথা বলাটা খুবই সহজ একটি কাজ। আসলে চিন্তাভাবনা করা ছাড়া যদি সব সময় সহজ ভাবে কথা বলে ফেলে তাহলে সেখানে ঝামেলার সৃষ্টি হয়।

বর্তমানে আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের পরিবারের মধ্যে আমরা দেখি সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় কথার কারণে। ভাইয়ে ভাইয়ের শত্রু একমাত্র কথার কারণে হয়ে থাকে। বর্তমানে প্রত্যেকটা পরিবারের ঝামেলার পিছনে শত্রুতার পেছনে কথা জড়িত। কথার কারণে শত্রুতা হয়ে থাকে। স্বামী স্ত্রীর মধ্যেও কথার কারণেই বিভিন্ন ঝামেলা হয়ে থাকে। শুধু ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে নয় যেকোনো ধরনের সম্পর্কের মধ্যমে , সম্পর্ক নষ্ট হয় কথার মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতে আবার হক কথা বললেই ঝামেলার সৃষ্টি হয়।

কেউ যদি একজন অন্যায় করে আর আমি যদি তাকে সঠিক কথাটা বলি যে আপনার ভুল হয়েছে তাহলে তার সাথে আমার শত্রুতা তৈরি হয়। বর্তমানে যেমন ভালো কথার দাম নেই তেমনি হক কথা ও বলা যায় না কোনভাবে। আর যে কোন পরিবারের মধ্যে কথা যে কোন পরিস্থিতিতে বলা যায় না। কারণ মনের অজান্তেই অনেক সময় ভুল হয়ে যায়। আর একটি ভুলের কারণে সম্পর্কগুলো নষ্ট হয়ে থাকে। উদাহরণ দিতে গেলে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমরা সবাই এই কথার সাথে একমত যে যত বেশি কথা, কম বলা যায় ততই আমাদের সম্পর্কগুলো টিকে থাকবে।

এজন্য আমার মনে হয় কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, কিন্তু চুপ থাকার জন্য খুবই শক্তির প্রয়োজন হয় দিয়ে। আসলে মানুষের ধৈর্য যেমন কম থাকে তেমনি চুপ থাকার শক্তিও খুব কম থাকে। চুপ থাকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন মাথা গরম হয় অথবা কারো কথায় কষ্ট পাই তখন চুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর তখন যদি চুপ না থেকে কথা বলি তাহলে তার মনে অবশ্যই কষ্ট লাগবে। আর এই কারনে আমাদের সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বলব চুপ থাকার অভ্যাস করাটা খুবই গুরুত্বপূর্ণ।

আমরা যদি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ দরকার ছাড়া কথা কম বলি তাহলে যেমন আমাদের সবার সাথে সম্পর্ক ঠিক থাকবে তেমনি শত্রু তৈরি হবে না। বর্তমানে প্রত্যেকটি ঝামেলার পিছনে কথা রয়েছে। কথা মধ্যে যদি মধুরতা না থাকে তাহলে সম্পর্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মনে কমেন্ট করেছে। আর বর্তমানে সম্পর্ক নষ্ট করা একদমই ঠিক নয়। প্রিয় মানুষগুলোর সাথে সারা জীবনের সম্পর্ক টিকিয়ে রাখা খুব দরকার। এজন্য একদমই দরকার ছাড়া কথা না বলে চুপ থেকে, প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্ক যেন টিকে থাকে। আশা করি আপনাদের সবার আজকের লেখাটা খুব ভালো লাগবে। আর আমাদের জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

খুব সুন্দর দুর্দান্ত একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কথা বলার কারণে সকল সমস্যা সৃষ্টি হয়। বলা হয়ে থাকে বোবার কোন শত্রু নেই। অন্যের কথা গুলো শুনে থেকে নিজের প্রতিক্রিয়া না জানানোটাই উত্তম। কথা যে রকমই হোক না ভালো কিংবা কটু কথা তার জবাব না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাই বর্তমানে বোবার শত্রু আছে কারণ সে কথা একদম বলে না। কিছুটা না বুঝাতে পারলেও সমস্যা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। এটা খুব বাস্তব সত্যি যত কথা তত অশান্তি।কথা কম মানে শান্তি বিরাজমান। পরিবারে শান্তি চাইলে অবশ্যই আমাদের সকলের কম কথা বলা উচিত আমি মনে করি।ধন্যবাদ ভাইয়া পোস্টের মাধ্যমে সবাইকে সুন্দর একটি ম্যাসেজ দেয়ার জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু অল্প কথা বলাটাই উচিত।

 last year 

আসলে কথা বলতে তখন শক্তির প্রয়োজন হয় না চুপ থাকতে হলে অবশ্যই শক্তির প্রয়োজন হয়। একটা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না কথা বলার দিক থেকে। কিছু মানুষ রয়েছে যারা চায় কম কথা বলতে কিন্তু তারা চাইলেও পারেনা। এর ফলে তারা নিজেদের শক্তি প্রয়োগ করে। একটা মানুষ যত কম কথা বলবে ততই ভালো। যার জন্য একটা মানুষের শক্তির প্রয়োজন। খুব ভালো লাগলো তোমার লেখা এই পোস্টটি আমার কাছে।

 last year 

আসলে যারা পৃথিবীতে চুপ থাকতে পারে সাথে কারো ঝামেলা হয় না। আর কথা বললেই সম্পর্ক একদমই শেষ।

 last year 

ঠিক বলেছেন সম্পর্ক নষ্ট হয় বেশিরভাগ কথার কারণে। আসলে অনেক সময় অনেক জামেলা কথার কারণে মানুষের শত্রু হয়ে যায়। তবে কথা না বলে চুপ থাকাটা অনেক কষ্টের। চুপ থাকলে ভালো কিন্তু নিজের মধ্যে অশান্তি লাগে। আর নিজের দরকার ছাড়া কথা না বললে কারো সাথে শত্রুতামি ও হবে না। আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে আজকে পোস্ট করেছেন। এত সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

মাঝে মাঝে এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুব ভালো লাগে আমার। আসলে চুপ থাকার মত কষ্ট পৃথিবীতে আর মনে হয় কিছু নেই। ধন্যবাদ

 last year 

অনেক সময় অতিরিক্ত কথা মানুষকে বিপদে ফেলে দেয়। তবে চুপ থাকলে অনেক সময় অনেক ঝামেলা থেকে সমাধান হয়। চুপ থাকা এই নয় যে আপনি অন্যায়কে সাপোর্ট করতেছেন। তবে অতিরিক্ত চালাকি থেকে বা বেশি কথা থেকে কম কথায় উত্তম। চুপ থাকলে কারো সাথে শত্রুতামি হয় না। তবে চুপ থেকে অনেক কিছু বোঝা যায়। তবে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই আর কথাবার্তা বলার ও শেষ নেই। সুন্দর একটি টপিক নিয়ে আজকে আপনি পোস্ট করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালই লাগলো।

 last year 

এটা ঠিক বলেছেন চুপ থাকলে কারো সাথে শত্রুতামি হয় না। এটাও সত্যি অতিরিক্ত কথা বলা অনেক সময় মানুষকে বিপদে ফেলে। আমার সম্পূর্ণ পোস্টটা পড়ে গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

একেবারে সত্য যে কথা বলতে শক্তির প্রয়োজন হয় না। শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। চুপ থাকাও কিন্তু এক ধরনের ইবাদত। আমরা যদি জীবনের অনেক ক্ষেত্রে চুপ থাকতে পারি তাহলে আমাদের জীবন থেকে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা তো চুপ থাকতেই ভুলে গেছি। আর চুপ থাকলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে হেফাজতে থাকতে পারি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক বলেছেন চুপ থাকাও এক ধরনের ইবাদত। চুপ থাকলে আসলেই আমরা অনেক বিপদ থেকে হেফাজতে থাকতে পারবো। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86273.50
ETH 3305.14
USDT 1.00
SBD 2.81