ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB ১৬-০৬-২৩ শুক্রবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
প্রকৃতিক দৃশ্য
এটি হচ্ছে খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করে না এবং প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে পছন্দ করে না, এরকম মানুষ খুবই কম রয়েছে বলে আমি মনে করি। আমি বেশিরভাগ সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে পছন্দ করি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবাইকে একেবারে মুগ্ধ করে তুলি। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এবং মনটাও একেবারে ভালো থাকে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর দেখতে। সেখানকার প্রাকৃতিক দৃশ্যের কিছু ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফিটা আপনাদের ভালো লাগবে।
গাঁদা ফুল
আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল আমার কাছে খুব ভালো লাগে দেখতে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আমাদের এই পৃথিবীতে। গাঁদা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর কালার ভিন্ন রকমের। আমার কাছে প্রত্যেকটা কালারের এবং প্রত্যেক রকমের গাঁদা ফুল ভালো লাগে দেখতে। আসলে ফুল দেখলে চোখ ফেরাতে পারি না আর ফটোগ্রাফি না করে থাকা যায় না। তাইতো বেশিরভাগ সময় ফুল দেখলে ফটোগ্রাফি করে ফেলি। আর গাঁদা ফুলের ঘ্রাণ টাও একেবারে অন্যরকম।
পাতাবাহার
এটি হচ্ছে পাতাবাহার গাছের খুবই সুন্দর একটা ফটোগ্রাফি। পাতাবাহার গাছের সাথে তো আমরা সবাই অনেক পরিচিত। আর পাতাবাহার গাছগুলো দেখতে সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ জায়গায় এই ধরনের পাতা বাহার গাছগুলো দেখা যায়। এই পাতা বাহার গাছ গুলোর মত আরো অনেক রকমের পাতা বাহার গাছ রয়েছে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি দেখি অনেক রকমের পাতাবাহার গাছ রয়েছে। তখন আমি এই পাতাবাহার গাছটির ফটোগ্রাফি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি।
ছোট নদী
এটি হচ্ছে সবারই পছন্দের ছোট নদীর ফটোগ্রাফি। বড় নদী অথবা ছোট নদী সবারই অনেক বেশি পছন্দের। বেশিরভাগ মানুষ নদীর পাড়ে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসে। আমি তো অবসর সময় পেলে নদীর পাড়ে ঘোরাঘুরি করার চেষ্টা করি। যদিও আমাদের এলাকার আশেপাশের কোন নদী নেই কিন্তু তার থেকে কিছুটা দূরে কয়েকটা ছোট নদী রয়েছে। আমি অবসর সময় পেলে নদীগুলোতে যাই এবং ভালো মুহূর্ত কাটাতে পছন্দ করি। নদীর পাড়ে গেলে নদীর ফটোগ্রাফি করবো না এরকমটা তো কখনোই হতে পারে না। তাইতো ঘুরাঘুরি করার সময় বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
ফুলের পাপড়ি
এখানে রয়েছে কয়েকটা ফুলের পাপড়ির ফটোগ্রাফি। আসলে এই পাপড়ি গুলো হচ্ছে গোলাপি রঙের গোলাপ ফুলের পাপড়ির ফটোগ্রাফি। ফুল তো সবাই অনেক বেশি পছন্দ করে আর ফুলের পাপড়ি গুলো বেশিরভাগ মানুষ বইয়ের মধ্যে রেখে দেয়। আমার কাছে ফুল দেখতে যেমন ভালো লাগে, তেমনি এরকম পড়ে থাকা ফুলের পাপড়িগুলো দেখতেও ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ঘোরাঘুরি করে থাকি, আর ফুলের রাজ্যে ঘুরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে দেখি ফুলের পাপড়ি পড়ে রয়েছে তাই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সূর্যাস্ত
এটি হচ্ছে অসাধারণ একটা সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা পছন্দ করে না এরকম মানুষ তো সত্যি অনেক কম রয়েছে। আর আপনারা সবাই সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে পছন্দ করেন, তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করার। আমি যখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করার জন্য বাহিরে বের হই, তখন ফটোগ্রাফি না করে ঘরে ফিরি না। আসলে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে যেমন ভালোবাসি, তেমনি ফটোগ্রাফি করতেও খুব ভালোবাসি। আশা করছি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের এই ফটোগ্রাফি টাও অনেক বেশি পছন্দ করবেন।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্ট তৈরি | #narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>
ভাইয়া আমি আপনার ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকি সব সময়ই। আপনি প্রফেশনাল ফটোগ্রাফি করেন। সূর্যাস্ত প্রকৃতি ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক পোস্টের ভিতরে বিভিন্ন ধরণের ফটোগ্রাফি শেয়ার করার কারনে দেখতে অসাধারন লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি সব সময় আমার ফটোগ্রাফির জন্য অপেক্ষা করেন এই বিষয়টা শুনে অনেক বেশি ভালো লাগলো। আসলে আমি ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি । ধন্যবাদ
ভাই আপনি দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার ছিল। ফুলের ফটোগ্রাফি তো ভালো ছিলই তার থেকো বেশি সুন্দর লেগেছে ছোট নদীর ধারে ফটোগ্রাফি এবং সূর্য অস্তের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো সব সময় অধিক সুন্দর হয়ে থাকে। ধন্যবাদ ভাই এগুলো শেয়ার করার জন্য।
আসলে প্রাকৃতিক বিষের ফটোগ্রাফি করলে এমনিতেই অনেক সুন্দর হয়। তাই এরকম ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করি।
আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল ।দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন প্রকৃতির সৌন্দর্য সবসময় একরকম থাকে না আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্তের মুহূর্তের ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন প্রকৃতির সৌন্দর্য সবসময় একরকম থাকে না আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আর বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ওয়াও অসম্ভব সুন্দর ছিল তো তোমার করা এই ফটোগ্রাফি গুলো। এভাবে ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হয়। আর তুমি সব সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকো। গাঁদা ফুলটির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। সেই সাথে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটা ও একেবারে মনোমুগ্ধকর ছিল। খুবই সুন্দর করে বর্ণনা সহকারে শেয়ার করলে দেখে ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
আসলে আমি সব সময় চেষ্টা করি সুন্দর কিছু ফটোগ্রাফি করার। গাঁদা ফুলটির ফটোগ্রাফি তোমার কাছে একটু বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
https://twitter.com/NARocky4/status/1669546341805215744?t=n40aiLknuTgxLSrd4gVNkg&s=19
ভাইয়া আপনার ফটোগ্রাফি সব সময়ই আমার ভালো লাগে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ ও আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন সবগুলো ফটোগ্রাফি ই অসাধারণ হয়েছে। ফুল,পাপড়ি,সূর্যাস্ত,প্রকৃতি, নদী খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব সময় আপনার আমার ফটোগ্রাফি সুন্দর লাগে জেনে অনেক বেশি খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
ভাইয়া প্রথম ফটোগ্রাফি তে একটা বানান ভুল হয়েছে একটু ঠিক করে নিবেন।আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পরিচিত এবং অজানা প্রকৃতি। দৈনন্দিন জীবনে অল্প কিছুটা সময় হলেও প্রকৃতির সান্নিধ্যের জন্যে বরাদ্দ রাখা আমাদের শরীর, মন ও মস্তিষ্কের জন্যে অনেক প্রয়োজন।প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে চোখ ও মন দুটোই জুড়িয়ে গেলো।আপনি সবসময়ই চমৎকার ফটোগ্রাফি করেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।আকাশ, সূর্য,নদী,ফুল গাছপালা সবমিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। আর এই অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও ঠিক করে নিয়েছি। সব সময় আমার ফটোগ্রাফি গুলো আপনার চমৎকার লাগে এই বিষয়টা শুনে অনেক বেশি আনন্দিত হলাম। ধন্যবাদ
ঠিক বলেছেন ভাইয়া প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই মুশকিল। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অসম্ভব সুন্দর হয় । বিশেষ করে একটি সাধারণ ফটোগ্রাফিকে আপনি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলেন । আজকে নদীর এবং সূর্যাস্তের ফটোগ্রাফি একদম নজরকারা হয়েছে। চোখ ফেরানো যাচ্ছে না। খুব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো আমার কাছে।
নদী এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার নজর কে দিয়েছে শুনে অনেক বেশি ভালো লেগেছে আপু। আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি আনন্দিত হলাম। ধন্যবাদ
আমার বাংলা কমিউনিটিতে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি আর আপনি তো বরাবরই অনেক সুন্দর পোস্ট শেয়ার করেন এটা আমরা সকলেই জানি। আপনারা আজকের এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি সত্যি মুগ্ধ বিশেষ করে আমার কাছে প্রকৃতির দৃশ্য এবং নদীর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। দক্ষ হতে আপনি ফটোগুলোও ক্যাপচার করেছেন, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করি তবুও জানিনা কি রকম হয়। আর আপনাদের প্রশংসা মূলক মন্তব্য গুলো ফেলে ফটোগ্রাফি করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়।
আপনার ফটোগ্রাফি সবসময় ব্যতিক্রম হয় এবং আমার কাছে খুব ভালো লাগে। আজও খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্য দেখে গ্রামের কথা মনে পড়ে গেল। পাতাবাহার ফুল দেখতে খুব সুন্দর লাগছে।সূর্যাস্তের ছবিটি দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করি ভাই সবসময় সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।