আর্ট : ফুলের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ10 months ago

ABB ২৮ অক্টোবর 2k23 শনিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20231011165553.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলের পেইন্টিং । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ফুলের পেইন্টিং ভালো লাগবে।

জল রং দিয়ে যে কোন কিছুর পেইন্টিং করলে তা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি আগে এরকম পেইন্টিং গুলো অনেক বেশি করে থাকতাম, তবে মাঝখানে পেইন্টিং করা হয়নি। কিন্তু এখন আবারো এই পেইন্টিং গুলো করছি। অনেকদিন পরে কালকে বিকেলে বসে ভাবলাম একটা পেইন্টিং করব। তারপরে আমি হঠাৎ করি আর্টিফিশিয়াল কিছু ফুল দেখলাম আমার সামনে। তখন সেই ফুল গুলো দেখে আমি ফুলের পেইন্টিং করব ভাবলাম। এরপর আমি ফুলের পেইন্টিং করার জন্য বসে পড়লাম এবং কিছু সময় নিয়ে এই পেইন্টিংটা করে ফেললাম। যাইহোক আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন আমার এই পেইন্টিং। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার পেইন্টিং করার পদ্ধতি।

IMG20231011165555.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG20231011155401.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে ফুলের স্কেচ আঁকলাম।

IMG20231011160205.jpg

IMG20231011160652.jpg

ধাপ 2️⃣

তারপরে ফুল গুলোর মাঝখানের অংশে হলুদ রং দিয়ে অনেক সুন্দর ভাবে কালার করে নিলাম।

IMG20231011160829.jpg

IMG20231011160829.jpg

ধাপ 3️⃣

তারপরে আমি ফুলের পাপড়ি গুলো গোলাপি কালার দিয়ে কালার করতে লাগলাম।

IMG20231011161310.jpg

IMG20231011161433.jpg

ধাপ 4️⃣

এভাবে তিনটি ফুলের ভেতরে অনেক সুন্দর করে কালার করে নিলাম।

IMG20231011162839.jpg

IMG20231011162839.jpg

ধাপ 5️⃣

তারপরে ফুলের ডাল এবং পাতাগুলো রং করে নিলাম সবুজ রং সিলেক্ট করে।

IMG20231011163855.jpg

IMG20231011163855.jpg

ধাপ 6️⃣

এরপর কালো মার্কার দিয়ে দুটি ফুলের চারপাশে দাগ দিয়ে দিলাম।

IMG20231011165422.jpg

IMG20231011165422.jpg

ধাপ 7️⃣

এরপর বাকি যে ফুলটা ছিল তার ভেতরে ও অনেক সুন্দর ভাবে দাগ দিয়ে দিলাম। এভাবেই আমি আমার সম্পূর্ণ আর্ট করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে।

IMG20231011165516.jpg

IMG20231011165516.jpg

ফাইনাল আউটপুট

IMG20231011165555.jpg

IMG20231011165553.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 10 months ago 

ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

সব সময় আপনি অনেক সুন্দর সুন্দর পেন্টিং আমাদের উপহার দিয়ে থাকেন। রং তুলি ব্যবহার করে অনেক সুন্দর একটি পেন্টিং আজকে অঙ্কন করেছেন।ধাপে ধাপে প্রতিটি অংকন এর দৃশ্য আমাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুলের পেইন্টিং আমাদের উপহার দেয়ার জন্য।

 10 months ago 

আসলে অনেকদিন পরে অঙ্কন করেছি। সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 10 months ago 

বাহ্ আপনার ফুলের পেইন্টিং দেখে একেবারে বাস্তব মনে হচ্ছে। কারণ জল রং দিয়ে কিছু আর্ট করলে সেটা দেখতে দারুণ লাগে। আপনি চমৎকার ভাবে ফুলের পেইন্টিং টি আর্ট করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

আসলে এরকম আর্ট গুলো দেখলে এমনিতেই বাস্তবিক মনে হয়।

 10 months ago 

ওয়াও! চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন তো ভাই। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। আপনার আর্ট করার দক্ষতা খুবই ভালো। সম্পূর্ণ পেইন্টিংটা একেবারে নিখুঁতভাবে করেছেন। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

কালার কম্বিনেশন টা সুন্দরভাবে বসানোর চেষ্টা করলাম যেন সুন্দর লাগে দেখতে।

 10 months ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? অসাধারণ ফুলের পেইন্টিং করেছেন আপনি । আসলে জল রং দিয়ে আঁকা যে কোন পেইন্টিং দেখতে খুবই ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে জল রং দিয়ে ফুলের পেইন্টিং করেছেন। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছেও এরকম পেইন্টিং ভালো লাগে।

 10 months ago 

ভাইয়া আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে ভালো লাগে আজ ও তার ব্যতিক্রম হয়নি।আপনার ফুলের পেইন্টিং চমৎকার হয়েছে। আসলে এই ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

এ ধরনের আর্টগুলো আপনার কাছে ভালো লাগে এটা জেনে ভালো লাগলো।

 10 months ago 

আপনার যেকোনো ধরনের পোস্ট আমার খুব ভালো লাগে। কারণ আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। যেহেতু আপনার যথেষ্ট পরিমাণ ধারণা আছে। তাই সবকিছুতেই ভালোমতো আপনার অভিজ্ঞতা গুলো কাজে লাগাতে পারেন। আজকেও জল রং দিয়ে সুন্দর একটি ফুলের পেইন্টিং করেছেন। ফুলের পেইন্টিং দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে কি রকম ধারণা আছে এটা জানি না, তবে যে কোন কাজ সুন্দরভাবে করি এবং করার চেষ্টা করি।

 10 months ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া, জলরঙের পেইন্টিংগুলো দেখতে সুন্দর লাগে। আপনার ফুলের পেইন্টিং টি সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন ☘️

 10 months ago 

ধাপগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম।

 10 months ago 

দারুন ফুলের পেইন্টিং করেছেন দেখতে চমৎকার লাগছে তাছাড়া কালারফুল পেইন্টিংটা আরো স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। তাছাড়া এই ফুলের পাপড়ির সৌন্দর্যটাও যে কাউকে আকৃষ্ট করবে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

কালারটা স্পষ্টভাবে ফুটানোর চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59181.56
ETH 2521.00
USDT 1.00
SBD 2.47