DIY : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।
আজকে আমি খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছি রঙিন কাগজ ব্যবহার করে। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে খুব ভালো লাগে এবং কি তৈরি করতেও অনেক পছন্দ করি। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে যে কোন কাজ করলে তা খুবই ভালো লাগে দেখতে। তাই আমি সবসময় চেষ্টা করি ধৈর্য এবং দক্ষতা দিয়ে যে কোন কিছু করার। এই গাছের ওয়ালমেটটি তৈরি করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আশা করছি আপনারাও অনেক বেশি পছন্দ করবেন।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি দুটি রঙিন কাগজ নিলাম। তারপরে আরেকটা রঙিন কাগজ ভাঁজ করে কাটতে লাগলাম।
ধাপ 2️⃣
পেন্সিল দিয়ে একটা ফুল এঁকে নিলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। এভাবে অনেকগুলো কাগজ কেটে নিলাম ভাঁজ করে।
ধাপ 3️⃣
তারপরে কেটে নেওয়া ফুলগুলো ভাঁজ থেকে আস্তে আস্তে খুলে নিলাম।
ধাপ 4️⃣
এরপর একটা কালো রঙিন কাগজের উপরে পেন্সিল দিয়ে একটি গাছ এঁকে নিলাম। তারপরে কাঁচি দিয়ে কাটতে লাগলাম।
ধাপ 5️⃣
তারপরে এভাবে খুব সুন্দর ভাবে গাছটা কেটে নিলাম এবং গাছের পেছনের অংশে গাম লাগিয়ে একটা সাদা কাগজের উপরে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 6️⃣
এরপর একটা ফুলের পেছনের অংশে গাম লাগিয়ে গাছটির ডাল গুলোর উপর জোড়া লাগাতে লাগলাম।
ধাপ 7️⃣
এভাবে একটা একটা করে খুব সুন্দর করে পুরো গাছের মধ্যে জোড়া লাগিয়ে নিলাম। এরপর নিচের অংশে পাতা এবং ফুল দিয়ে দিলাম। এভাবেই আমি আমার আজকের ওয়ালমেট তৈরি শেষ করি। আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | রিয়েলমি ৭আই |
পোস্ট তৈরি | #narocky71 |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে চমৎকার লাগছে ভাইয়া।আপনার ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার তৈরি ওয়ালমেট চমৎকার লেগেছে আপনার কাছে এটা জেনে ভালো লাগলো। আসলে ডাই তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।
https://twitter.com/NARocky4/status/1668957989389357056?t=zf1BPW3831n0EWhwvt8tmA&s=19
This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম
বাহ!! ভাই আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে ভীষণ রকম সুন্দর হয়েছে। অনেকদিন আগে আমিও এরকম একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছিলাম। তবে আমি ফুলগুলোতে পুথি লাগিয়েছিলাম। যাই হোক ভাই, খুবই দক্ষতার সাথে চমৎকার একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে প্রথমে খুজেছিলাম কিন্তু কোথাও পুঁথি পেলাম না। কিন্তু আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেট তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ওয়ালমেট এর গাছের ফুল গুলো দেখতে খুবই ভালো লাগলো।
ফুলগুলো আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ভাইয়া। আসলে ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। ধন্যবাদ
রঙিন কাগজের ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া।আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ও দারুন হয়েছে। অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করে সব সময় খুব সুন্দর ভাবে তৈরি করার জন্য। এবং যখন আপনাদের প্রশংসা পাই তখন অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে টাঙিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। আপনার হাতের কাজের অবশ্যই প্রশংসা করতে হয়। চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ওয়ালমেট গুলো ঘরের মাঝে লাগিয়ে রাখলে খুবই সুন্দর দেখায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।