"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ || "আইস ক্যান্ডেল তৈরি "

in আমার বাংলা ব্লগ2 years ago

1683701935549.jpg

1683701935286.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব DIY । প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে এত সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয় দেখতে ভীষণ ভালো লাগে। আমার আজকের আয়োজন টা এই সপ্তাহের প্রতিযোগিতাকে ঘিরে। তবে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য সিয়াম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এবারের প্রতিযোগিতার বিষয়টা একবারে ইউনিক ছিল। এই ধরনের কোন অভিজ্ঞতা নেই বললেই চলে।

আমার বাংলা ব্লগে আসার পর থেকে সকল ধরনের অভিজ্ঞতা নিয়ে চলেছি। এবারের প্রতিযোগিতায় একটু কনফিউশনে ছিলাম আসলে তৈরি করতে পারব কিনা। যদিও আমার দ্বারা খুব কঠিন কিছু করা সম্ভব হবে না। এইজন্য আমি ভাবলাম আগে ট্রাই করে দেখি কি তৈরি করতে পারি। এইজন্য আমি ভাবলাম আইস ক্যান্ডেল তৈরি করব। আইস ক্যান্ডেল তৈরি করল কয়েকটা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করার চিন্তা করেছিলাম। এইজন্য আমি আলাদা আলাদা সেপ দেওয়ার জন্য কয়েকটা আলাদা আলাদা মোল্ড নিয়েছি। কিন্তু চিন্তায় ছিলাম যে সত্যি এবং যেভাবে তৈরি করার ইচ্ছে ওইভাবে তৈরি করতে পারব কিনা।

যদিও ক্যান্ডেলগুলো তৈরি করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লেগেছে। চেষ্টা করেছি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করার জন্য। কিন্তু প্রথম দিকে সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারছিলাম না। এইজন্য ফটোগ্রাফি করতে অনেক বেশি সময় দিয়ে করেছিলাম। পরবর্তীতে যতটুকু পেরেছি করেছি। তবে ক্যান্ডেলগুলো তৈরি করতে আমার সোনিয়া আমাকে যথেষ্ট সাহায্য করেছে। কারণ এইসব কাজ আমার পক্ষে একা করা সম্ভব না। আশা করব আপনাদের ভালো লাগবে।

1683701935129.jpg

উপকরণ

মোম (২৪ টা)
মোম রং
আইস
ওষুধের বক্স
কাপ আইসক্রিমের মোল্ড
লাচ্ছি এর মোল্ড
কাঠি

IMG_20230509_115514.jpg

ধাপ 1️⃣

প্রথমেই আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে মোম গুলোকে গুঁড়ো করে নিলাম।

IMG_20230509_115610.jpg

ধাপ 2️⃣

এরপর আমি চারটা আলাদা আলাদা ডিজাইনের বক্স নিয়েছি তৈরি করার জন্য। এরপর মোম এর ভেতরের সুতা পেঁচিয়ে কাঠিগুলো এর উপর রেখে দিলাম।

IMG_20230509_120824.jpg

ধাপ 3️⃣

এরপর আমি আলাদা আলাদা তিনটা বাটি নিয়েছি আর তিনটা বাটির মধ্যে মোম গুড়ো নিয়েছি। আলাদা আলাদা বাটিতে তিন কালারের মোম রং দিয়ে দিলাম। এখানে আমি লাল, নীল এবং হলুদ কালার ব্যবহার করেছি।

IMG_20230509_121407.jpg

ধাপ 4️⃣

এরপরে আমি লাল রঙের বাটি চুলায় বসিয়ে মোমটাকে গলিয়ে নিলাম। দেখব খুব সুন্দর একটা কালার এসেছে।

1683629790325.jpg

ধাপ 5️⃣

এরপর আমি একই ভাবে হলুদ কালারের বাটি চুলায় বসিয়ে গলিয়ে নিলাম।

1683629830693.jpg

ধাপ 6️⃣

তারপরে আমি নীল কালারের বাটি চুলে বসিয়ে মোমটাকে গলিয়ে নিলাম।

1683629856465.jpg

ধাপ 7️⃣

এরপরে আমি আইসক্রিমের বক্সে বরফ দিয়ে দিলাম। বরফের উপরে লাল রঙের গলানো মোম দিয়ে দিলাম। এরপর এর উপরে আবার হলুদ কালারের মোম দিয়ে দিলাম।

1683629881292.jpg

ধাপ 8️⃣

এরপর আরও একটা বক্সে বরফ দিয়ে আবারো গলানো মন ঢেলে নিলাম।

1683629902207.jpg

ধাপ 9️⃣

এভাবে আমি কালার গুলো একটু মিক্স করে সবগুলো বক্সে ঢেলে নিলাম। এভাবে অনেকক্ষণ রেখে শুকিয়ে নিব।

IMG_20230509_122920.jpg

ধাপ 1️⃣0️⃣

মোম গুলো একদম পুরোপুরি শুকিয়ে গেলে এরপর বক্সগুলো বাহির থেকে কেটে বের করে নিলাম। দেখতে এরকম টা দেখাচ্ছে।

IMG_20230509_133752.jpg

ফাইনাল আউটপুট

1683701935325.jpg

1683701935364.jpg

1683701935596.jpg

1683701935460.jpg

1683701935413.jpg

1683701935246.jpg

1683701935633.jpg

1683701935129.jpg

1683701935549.jpg

1683701935206.jpg

1683701935169.jpg

1683701935286.jpg

1683701935499.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। অনেক সুন্দর মোমবাতি তৈরী করেছেন। আইস ক্যান্ডেল কনসেপ্ট আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অনেকগুলো ধাপে খুব যত্ন সহকারে আপনি মোম তৈরী করেছেন। আপনার মোমের ছবি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে খুব যত্নে তৈরি করা লেগেছে কারণ যদি ভেঙে যায় তাহলে সব পরিশ্রম জলে মিশে যাবে। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া, আপনি তো পুরো রং বেরঙের আইসক্রিম বানিয়ে ফেলেছেন।মনে হচ্ছে এখুনি নিয়ে খেয়ে নিই গরমে।আসলে আপনার আইডিয়াটি দারুণ হয়েছে, আমার কাছে বেশ লেগেছে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া প্রতিবার আপনাদের প্রতিভা দেখে নতুন নতুন করে মুগ্ধ হচ্ছে। আপনার আইস ক্যান্ডেল গুলো সত্যিই অসাধারণ হয়েছে । আশা রাখি প্রতিযোগীদের সেরা দের একজন হবে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আসলে প্রতিযোগিতায় কিছু না হলেও চলবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেটাই অনেক। ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও দারুণ ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আমার কাছে আপনার এই আইস ক্যান্ডেল অনেক ইউনিক লেগেছে। প্রতিনিয়ত আপনার সৃজনশীলতা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আপনার ক্যান্ডেল দেখতে একদম বরফের মতোই হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা আইস ক্যান্ডেল গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার তৈরি করা প্যান্ডেল গুলো আপনার কাছে দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো সবসময় খুব সুন্দর এবং ইউনিক কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হন, যা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে ।সেরকমই আজকেও আইস ক্যান্ডেল এর মত দারুন একটি কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ক্যান্ডেল তৈরির প্রতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও! অসাধারণ। দেখেই তো চোখ জুড়িয়ে গেল। এবারের প্রতিযোগিতায় তো দেখছি আপনাদের পরিবারের সবাই ক্রিয়েটিভ আর ইউনিক সব পোস্ট নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার তৈরি করা আইস ক্যান্ডেল গুলো অত্যন্ত লোভনীয় লাগছে। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতা মানে সব সময় নতুনত্ব। সব সময় ইউনিক কিছু দেখা। সব সময় নিজের ক্রিটিভিটি কে তুলে ধরা। প্রতিনিয়ত প্রতিযোগিতায় আপনি ইউনিক ইউনিক জিনিস তৈরি করেন শেয়ার করেন বেশ ভালোই লাগে। এইবারে আইস ক্যান্ডেল তৈরি করেছেন দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার শেয়ার করা আইস ক্যান্ডেল অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহিতমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আইস ক্যান্ডেল তৈরির প্রক্রিয়া গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। ভাইয়া, জ্বলন্ত অবস্থায় আইস ক্যান্ডেল গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। খুবই চমৎকার সৃজনশীলতা প্রদর্শন করেছেন আপনি।

 2 years ago 

সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে আমার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89601.89
ETH 3380.22
USDT 1.00
SBD 3.05