স্বরচিত Poetry: পাইনা খুঁজে আমায় Original Poetry by @narocky71
ABB 15.12. 2K24 ✅
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
দিন দিন সব মানুষেরই আপন মানুষগুলো দূরে চলে যায়। আর সে আপন মানুষগুলোর দূরত্ব থেকেও আমি দূরে যাওয়ার চেষ্টা। পৃথিবীতে মানুষ একা বাস করতে পারে না কিন্তু একা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সময় হলো একাই বাঁচার চেষ্টা করা উচিত। যেটা কখনোই আমার দ্বারা সম্ভব ছিল না। কিন্তু একা থাকলে কোন ঝামেলার সম্মুখীন হয় না। কোন শত্রুতা থাকে না। কোন বন্ধু শত্রু হয় না। সারা জীবন বন্ধুর হয়ে থাকা যায়। যত বেশি আপনত্ব হয় তত বেশি শত্রুতার সম্মুখীন হতে হয় আমাদের। শত্রুতা না বাড়ানোর জন্যই একা থাকার সিদ্ধান্তটা আমার। আশা করি আজকের কবিতাটা আপনাদের ভালো লাগবে।
স্বরচিত কবিতা: পাইনা খুঁজে আমায়
দিন যায় রাত আসে ,
আপন মানুষ যায় দূরে ।
খুঁজে খুঁজে বেড়াই সবাই
পাইনা খুঁজে আমায়।
নীরবতা হয় শক্তি ,
নীরবতাই হলো প্রাণ ।
জনসম্মুখে গেলে যদি ,
যায় আবার মান।
ইজ্জত নিয়ে বাঁচার আশা,
করে সবাই সম্মুখীন।
মনটা শুধু বজায় রাখতে ,
পারে আবার প্রাণ দিতে।
জীবনে বাঁচতে চাও,
একা একা বাস করো,
একা থাকলে শত্রু নেই ,
নিজেই নিজের মাঝে বেঁচে থাকো।
একা নাহি যায় বাঁচা
বাঁচতে হয় সবাই মিলে।
সবাই মিলে বাঁচতে গেলে ,
মান অভিমান আর ঝামেলা বহিতে হয় ।
নিরবে আমি একা ,
যাচ্ছি অনেক দূরে ।
থাকতে চাই সবার মাঝে
মন থেকে মনের গহীনে নিরবে।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1868117561755533642?t=o4JWmkQQtQDQ8VRdIm--0Q&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। ঠিক বলেছেন ভাই সবাই মিলে একসাথে বাঁচতে হবে। এত সুন্দর ভাবে কবিতার প্রতিটা লাইন সহজ-সরল ভাষায় লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আমার কবিতার লাইনগুলো আপনাকে এতটা মুগ্ধ করেছে শুনে ভালো লাগলো।
অসাধারণ একটা কবিতা লিখেছেন আপনি। আর আমার কাছে আপনার লেখা এই কবিতাটা পড়তে অনেক বেশি ভালো লেগেছে। তোমার লেখা "পাইনা খুঁজে আমায়" কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে কবিতার প্রত্যেকটা লাইন তুমি লিখেছ। এই কবিতাটা লেখার টপিক অসম্ভব সুন্দর ছিল।
আমার লেখা কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে শুনে খুশি হলাম। তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া, পৃথিবীতে একা বাস করা সহজ নয় তবে একা থাকাটা গুরুত্বপূর্ণ। যাইহোক আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ সুন্দর। ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করলাম আজকে সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লেখার জন্য।
আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। ছন্দের সাথে মিলিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতাটি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
আমার লেখা কবিতার প্রত্যেকটা লাইন এতটা অসাধারণ ছিল এটা ভাবতে ভালো লাগছে।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়েও আমার ভালো লেগেছে। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করা জন্য অনেক ধন্যবাদ।
আমার কবিতা পড়তে আপনার কাছে অনেক ভালো লেগেছে বুঝতে পেরেছি। ভালো লাগলো।
অনেক সুন্দর করে একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনের গাঁথুনি যেন মধুর ছন্দে ভরা। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
এত সুন্দর টপিক তুলে ধরে কবিতা লিখতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ ভাই।
একা একা বাস করতে গেলেও আবার সমস্যা। তবে আমাদের উচিত মানুষের ভীড় থেকে দূরে থাকা। কবিতা টা বেশ দারুণ লিখেছেন ভাই। চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন। যাইহোক কবিতাটা চমৎকার লাগলো শুনে ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া পৃথিবীতে মানুষ একা বাস করতে পারে না তবে একা থাকা খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।পাইনা খুঁজে আমায় কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে কবিতার মাধ্যমে নিজের সুন্দর মনের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। ভালো লাগার মত একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনুভূতি গুলো সুন্দর করে প্রকাশ করার চেষ্টা করলাম কবিতার প্রতিটা লাইনের মাধ্যমে। আর এর জন্য অনেক ভালো লেগেছে।