DIY : জবা ফুল দিয়ে চুল সিল্কি করার উপায়steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20221011_195952.jpg

হ্যালো
"আমার বাংলা ব্লগ"

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জবা ফুল দিয়ে চুল সিল্কি করার উপায় । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে জবা ফুল দিয়ে চুল সিল্কি করার উপায় ভালো লাগবে।

আমরা খুব সহজেই জবা ফুল এর সাথে পরিচিত। কারণ বাড়ির আশেপাশে সব দিকে তাকালেই আমরা এ সময় জবা ফুল দেখি। কিন্তু জবা ফুলের এত উপকারিতা রয়েছে তা আমার জানা ছিল না। আমার চুলগুলো সব সময় আঁকাবাঁকা জট হয়ে থাকে। কয়েকদিন যাবত চুল নিয়ে অনেক ভাবতেছিলাম। হঠাৎ করেই জবা ফুলের একটি ভিডিও দেখলাম। সেভাবে চুলের যত্ন নেওয়ার আইডিয়া পাইলাম। এছাড়াও আরো অনেকভাবে চুলের যত্নের জন্য জবা ফুল ব্যবহার করা যায়। আজ আমি একটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করেছি। ধাপে ধাপে আরও কয়েকটি পোস্ট আমি শেয়ার করব। আমি যতটুকু জানি জবা ফুলের এই আইডিয়াটা চুল কালো এবং সিল্কি করতে সাহায্য করে।

উপকরণ

জবা
পানি

IMG20221010224038.jpg

ধাপ 1️⃣

চুল সিল্কি করার জন্য আমি কয়েকটি জবা ফুল গাছ থেকে নিয়ে আসলাম। এরপর একটি বাটিতে ফুলগুলো রাখলাম। ফুলের পিছনের অংশ সবুজ অংশ ফেলে দিতে হবে।

IMG20221010223826.jpg

IMG20221010223855.jpg

ধাপ 2️⃣

এরপর ভেতরের অংশ গুলো ফেলে দিতে হবে। এরপর জবা ফুলগুলো একটি বাটিতে রাখতে হবে।

IMG20221010223921.jpg

IMG20221010224038.jpg

ধাপ 3️⃣

এরপর বাটিতে জবা ফুলগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। কারণ স্কুলের ভিতরে কোন জীবাণু বা পিটা থাকলে সেগুলো পানিতে চলে যাবে। এছাড়াও ব্যাকটেরিয়া গুলো চুলের মধ্যে যাবে না।

IMG20221010224100.jpg

IMG20221010224201.jpg

ধাপ 4️⃣

এরপর পানিগুলো পেলে দিব। পানি ফেলে দেওয়ার পর হাত দিয়ে সবগুলো জবা ভালোভাবে মিশ্রণ করে নিব। ভালোভাবে মিশ্রণ করলে আটা আটার মত করে নিব।

IMG20221010224308.jpg

IMG20221010224430.jpg

ধাপ 5️⃣

এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে ডেকে রাখবো। পরদিন সকালে মাথায় দিতে পারব।

IMG20221010224541.jpg

IMG20221010224625.jpg

ধাপ 6️⃣

এরপর প্রথমে পানিগুলো নেড়েচেড়ে নিলাম। একটি ছাঁকনি দিয়ে জবা ফুল থেকে পানিগুলো নিলাম। না হয় ফুলগুলো মাথার চুলের সাথে মিশে যাবে।

IMG20221011074439.jpg

IMG20221011074639.jpg

ধাপ 7️⃣

এরপর ছাঁকনি দিয়ে পানি আলাদা করে নিলাম। ফান এগুলো দেখতে জবা ফুলের রং হয়ে গেল।

IMG20221011074752.jpg

ধাপ 8

এরপর আমার ছোট বোন আমার চুল গুলোর মধ্যে জবা ফুলের পানি গুলো লাগিয়ে দিল। প্রথমে আমি পানি লাগানোর আগে একটি ছবি তুলেছি। এরপর পানি দেওয়ার পর, চুলগুলো ১০ মিনিট ভালোভাবে মাসার্স করে নিতে হবে । এরপর দুই ঘন্টা অপেক্ষা করতে হবে। দু'ঘণ্টা অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG20221011075409.jpg
আগে

IMG20221011082644.jpg
পরে

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি@𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

জবা ফুল দিয়ে চুল সিল্কি করা যায় এই অভিনব পদ্ধতি আমার আগে জানা ছিল না। এই পদ্ধতিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি অবশ্যই জবা ফুল পেলেই এটি ট্রাই করে দেখব। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন তা এর আগে আমার নিজেরাও জানা ছিল না। চুলের যত্ন নেওয়ার জন্য একটি ভিডিও দেখেছিলাম। সেখানে আমি অভিনব পদ্ধতিটি দেখেছি। আশা করি ভালো লাগবে আপনার।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

জবা ফুল দিয়ে যে চুল সিল্কি করা যায় তা আপনার প্রথম জানতে পারলাম। পোস্টটি পড়ে এবং বিস্তারিত দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। একদিন বাসায় আমি ট্রাই করে দেখব অসংখ্য ধন্যবাদ আপনাকে জবা ফুল সিল্কি করার উপায় আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক শুভকামনা ভাইয়া।

 2 years ago 

আমার নিজের জানা ছিল না আপু, কয়েকদিন আগে একটি ছোট ভিডিও দেখেছিলাম সেখান থেকে জেনেছি। আশা করি কাজ হবে মনে হয়।

 2 years ago 

জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে। নিজের সুন্দর চুলগুলোকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য জবা ফুলের ব্যবহার করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। এভাবে চুলের যত্ন নিলে চুল অনেক ভালো থাকবে। অনেক সুন্দর একটি পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

উপকারের তার কথা আমার জানা ছিল না আগে আপু। আমার চুলগুলো ভালো রাখার জন্য আমি এই পদ্ধতি ব্যবহার করেছি। কাজ কতটুকু হয় তা জানিনা

 2 years ago 

জবা ফুলের রস দিয়ে চুলের যত্ন নেওয়া যায় তা আগে জানতাম না। আপনার মাথার চুল গুলো দেখি সিদা হয়ে গেল। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই এর আগে আমার নিজেরও জানা ছিল না। একটি ভিডিও থেকে আমি এই বিষয়টি জেনেছিলাম ভাই। চুলের যত্ন কতটুকু হয় তাও আমার জানা নেই।

 2 years ago 

ভাই খুবই সুন্দর একটি টিপস আমাদের মাঝে তুলে ধরলেন। আসলে জবা ফুল দিয়েছে এত সুন্দর ভাবে চুল সিল্কি করা যায় সেটা জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

 2 years ago 

এটি আমার কাছে খুবই দারুণ লেগেছে। খুব সহজেই এটি তৈরি করা যায়। খুব সহজেই এটি তৈরি করা গেল। বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে ভাই

 2 years ago 

আমি ছোটোবেলায় জবার কুঁড়ি ঘসে দিতাম আমার বড়ো পিসির মাথায়। তখন জানতাম জবার কুঁড়ি ঘসলে চুল ওঠা বন্ধ হয়ে নতুন চুল গজায়। জবা ফুল চুলের পক্ষে সব সময় ভালো। তবে চুল সিল্কি করার এই পদ্ধতিটি আমার কাছে নতুন। জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে সেগুলো হয়তো আমরা জানিনা। কিন্তু যাওয়া ভুলের মধ্যে যে এত গুনাগুন রয়েছে তার আগে আমার জানা ছিল না। এ পদ্ধতি ব্যবহার করে আমার ভীষণ ভালো লেগেছে।

 2 years ago (edited)

বাহ জবা ফুলের রস দিয়ে আপনি চুলগুলো খুব সুন্দর করে সিল্কি করেছেন। জবা ফুলের রং দিয়ে বাঁকা চুলগুলো সিদা করে ফেলেছেন। জবা ফুলের রস চুলের মধ্যে ব্যবহার করা যায় তা আমার জানা ছিল না। জবা ফুল রস লাগিয়ে দুই ঘন্টা বসে থাকলে তারপর ধুয়ে ফেললে এত সুন্দর ফুল দেখা যায় কল্পনার বাইরে।আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাথায় ব্যবহার করে আমি বাজারে চলে গেলাম বাজার করার জন্য। এরপর এসে মাথা ভালো ভাবে ধুয়ে ফেলেছে। পদ্ধতি আমার ভীষণ ভালো লেগেছে। তুমি একদিন ব্যবহার করে দেখতে পারো

 2 years ago 

জবা ফুলের রস এর সাথে যদি পেয়াজ রস দেয়া হয় আরো ভাল হয়।তখন চুল কালো আর সিল্কি হয়ে যায়। বেশি করে চুলের আলাদা একটা শাইনিং হয়।

 2 years ago 

আগামী সপ্তাহে মাথায় দেওয়ার সময় অবশ্যই পেঁয়াজ রস ব্যবহার করব। ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাইয়া,খুবই খুবই উপকারী মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। জবা ফুল দিয়ে চুল সিল্ক করা যায় সেটা কিন্তু আমি জানতাম না।আপনার পুরোটা পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম।আমিও চাই চুলগুলো একটু সিল্ক করার জন্য। আজকে সেই উপকারি পোস্ট টা পেয়ে গেলাম আর আপনি যেভাবে জবা ফুল দিয়ে টিপস দিয়েছেন সেভাবে আমি তৈরি করে আমার চুলে ব্যবহার করব।ধন্যবাদ ভাইয়া,পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন, এটি খুবই উপকারী মূলক একটি পোস্ট। আমি প্রতি সপ্তায় দুদিন ব্যবহার করার চেষ্টা করব আপু। দেখি কি হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76637.36
ETH 2935.85
USDT 1.00
SBD 2.62