স্বরচিত কবিতা: তোমার হৃদয়ের কল্পনায়

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-12-23-50-46-088.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

কবিতা লেখার প্রবণতা আমার একদম কম ছিল। কিন্তু আজ কয়েক সপ্তাহ কবিতা লেখার খুব বেশি চেষ্টা করি। কবিতা লিখতে অনেক সময়ের প্রয়োজন হয়। কারণ অনেক চিন্তা করে ছন্দ গুলো মিলাতে হয়। ছন্দের মাঝে মিল না থাকলে তাহলে কবিতা পড়তে একদমই ভালো লাগেনা। আজ আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে কবিতা লিখেছি। যার কল্পনায় সারাক্ষণ আমি থাকি। আমি এভাবে প্রতিনিয়ত কবিতা লিখতে পারলে, আগামী দিনের খুব ভালো কবিতা লিখতে পারবো। আমি আশা করি আপনাদের সবার আজকের নিজের লেখা কবিতা তোমার হৃদয়ের কল্পনায় আপনাদের সবার অনেক ভালো লাগবে। উৎসাহ পেলে সব সময় কবিতা লেখার চেষ্টা করব।

স্বরচিত কবিতা:
তোমার হৃদয়ের কল্পনায়


তোমাকে ভাবে এই মন
চাই শুধু তোমাকে
হৃদয়ের কুঠিরে রেখেছি তোমাকে।

তোমার কথা মনে হলে
কবিতার ছন্দ,
আমার হৃদয়ে উঁকি ঝুঁকি মারে
যখন তোমার কথা মনে পড়ে।

প্রকাশ করি লেখার মাঝে
কবিতার লাইনে লাইনে তোমাকেই খুঁজি
ভালোবেসে ডাকবে কখন
দিনরাত ভেবে মরি

তোমার হৃদয়ের কল্পনায়
রেখেছো কি আমাকে,
জানতে খুব ইচ্ছে করে
কবিতার লাইনে বলি তোমাকে।

কবিতা লিখতে বসি যখন
আবেগ দিয়ে খুজি তখন
কবিতার লাইনে লাইনে তোমাকে দেখি
থাকবে কখন পাশে বসে।

আমার হৃদয়ের অনুভবে তুমি
তোমার হৃদয়ে আছি কি আমি?
জানতে খুব ইচ্ছে করে ।।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আজ আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। হ্যাঁ ভাই কবিতার ছন্দ মেলাতে গেলে অনেক কষ্টই করা লাগে, এই জন্য আমি তেমন একটা কবিতা লিখতে পারি না। তবে অনেক কষ্টে আজ একটি কবিতা লিখেছি যা আমি আগামীকাল শেয়ার করব সবার সাথে। আপনার ভালবাসার মানুষকে উদ্দেশ্য করে লেখা প্রতিটা লাইনই ছিল অসাধারণ । মনের আবেগকে কবিতার ভাষায় খুব সুন্দর করে তুলে ধরেছেন ভাই।

 2 years ago 

একদম ঠিক ভাই কবিতার ছন্দ মিলাতে গেলে অনেক কষ্ট করা লাগে। কষ্ট না করলে কবিতার লাইনগুলো একেবারেই মিলানো সম্ভব হয় না। তাহলে আগামীকাল আপনার কবিতা দেখতে পারবো।

 2 years ago 

আপনি তো দেখি একদম প্রফেশনাল কবি হয়ে গিয়েছেন। তবে আপনি যে প্রফেশনাল কবি হয়ে গিয়েছেন সেটা আগে জানতাম না, জানলে ট্রিট চাইতাম🤣🤣। এখন যেহেতু জেনে গিয়েছি অতি শীঘ্রই ট্রিট দিয়ে দিবেন। যাই হোক খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের দোয়ায় আর কি। কবিদের পাশাপাশি থাকলে কবি হওয়া যায়। বেশি ট্রিট খেলে মোটা হয়ে যাবেন। মোটা হওয়া শরীরের জন্য একদমই ক্ষতিকর। এজন্য বেশি ট্রিট দেওয়া যাবে না। Hahaha

 2 years ago 

আপনাদের দোয়ায় আর কি। কবিদের পাশাপাশি থাকলে কবি হওয়া যায়। বেশি ট্রিট খেলে মোটা হয়ে যাবেন। মোটা হওয়া শরীরের জন্য একদমই ক্ষতিকর।

 2 years ago 

আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আমি নিজে অনেকবার চেষ্টা করেছি কবিতা লেখার জন্য। কিন্তু কবিতার লাইনগুলো ঠিকভাবে মিলাতে পারছি না। তাই অনেকবার ব্যর্থ হয়েছি। তাও আমি চেষ্টা থামিয়ে যাচ্ছি না। এইভাবে একদিন লিখতে লিখতে হঠাৎ করে সুন্দর একটি কবিতা লিখে ফেলবো। আপনার কবিতাটি দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করলে আপনিও খুব ভালো কবিতা লিখতে পারবেন ভাই। আমি নিজেও লিখতে পারি না কিন্তু এখন প্রতিনিয়ত চেষ্টা করি। ধন্যবাদ

 2 years ago 

বাহ খুব চমৎকার একটি কবিতা লিখেছেন হৃদয়ের কল্পনায় যাকে চান তাকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করছি এভাবে সামনের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ।

 2 years ago 

কবির কাছ থেকে মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

🤣😃🤣😃🤣

 2 years ago 

বাহ!! ভাই তো দেখি কবি কবি ভাব ৷ প্রিয় মানুষ কে নিয়ে লেখা এতো সুন্দর একটি কবিতা ৷ যার প্রতিটি লাইনে ছিল ৷ প্রিয় মানুষ কে নিয়ে ভালোবাসার ছোঁয়া ৷ ভাই এভাবেই আরও নতুন কবিতা শেয়ার করবেন এমনটাই প্রতার্শা৷

 2 years ago 

বর্তমানে প্রিয় মানুষটাকে নিয়ে কবিতা লিখতে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি কবিতা লিখতেই পারি না,আরো সময় নিলেও ছন্দ মিলাতে পারি না।আপনারা কি সুন্দর করে করে কবিতা লিখে ফেলেন।আপনার আজকের কবিতা তোমার হৃদয়ের কল্পনায় দারুণ হয়েছে।
ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আমি নিজেও কবিতা লিখতে পারতাম না কিন্তু এখন মাঝে মাঝে অনেক বেশি চেষ্টা করি। অনেক সময় দিয়ে কবিতা লিখি।

 2 years ago 

মানুষ চেষ্টা করলে অনেক করলে অনেক কিছু পারে।আপনি ও কবিতা লিখার চেষ্টা করেছন। তবে আপনার কবিতা দেখে বোঝা যাচ্ছে না যে আপনি নতুন কবিতা লিখেছেন। আজ আপনার কবিতা টি পড়ে খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু মানুষ চেষ্টা করলে সম্ভব। আমি চেষ্টা করেই আজ কয়েক সপ্তাহ কবিতা লিখতে পারতেছি। আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম আমার আজকের কবিতা

 2 years ago 

বাহ ভাইয়া আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে আপনি একটি কথা ঠিক বলেছেন কবিতা লিখতে অনেক সময় লাগে অনেক মেধা খাটাতে হয়। খুব সহজে কবিতা রচয়িতা করা যায় না। আপনি খুব একটা সময় পান না তারপরও তোমার হৃদয়ের কল্পনায় এই কবিতাটি খুব চমৎকার লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই মাঝে মাঝে অনেক সময় লাগে যখন কবিতা লিখ। সময় না দিলে কবিতা সুন্দর হয় না। কবিতা লিখতে কল্পনার প্রয়োজন হয়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন কবিতা লিখলেন ভাইয়া।মনের আবেগ খুব সুন্দর ভাবে কবিতায় ফুটে উঠেছে। আমার খুব ভাল লেগেছে। প্রিয় মানুষটিকে নিয়ে এত সুন্দর কবিতা সত্যি ই খুব ভাল লাগলো । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম আপু। বর্তমানে কবিতা লিখতে খুবই ভালোবাসে। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32