আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরি
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি লোগো আর্ট নিয়ে হাজির হয়েছে। আজ আমি আপনাদের মাঝে ডিজিটাল ভাবে লোগো আর্ট করেছে। আমি আশা করি আপনাদের সবার আজকের লোগো অনেক বেশি ভালো লাগবে।
আমি নিজের কিছু সাধারন অভিজ্ঞতা থেকেই এই লোগোটা তৈরি করেছে। যেহেতু আমার বাংলা ব্লগ কমিউনিটির শুধুমাত্র আমাদের বাঙালিদেরকে নিয়ে, এই জন্য আমি আমাদের বাঙ্গালীদের কিছু বিষয় নিয়ে লোগোটা সাজানোর চেষ্টা করেছি। বিশেষ করে মূল বিষয়টা আমি কলা পাতা আঁকার চেষ্টা করেছি। তার সাথে একতারা, হাতপাখা, মিষ্টির হাড়ি এইসব কিছু কিন্তু আমাদের বাঙ্গালীদের খুবই গুরুত্বপূর্ণ। লোগো টার মধ্যে আমি এসব বিষয়গুলো দিয়ে সাজিয়েছি। তার সাথে বাংলা কিছু বর্ণমালা দিয়েছি। এই সবকিছু মিলিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির অফিসিয়াল লোগো তৈরি করার চেষ্টা করেছি।
উপকরণ
- স্মার্ট ফোন
- Infinite Painter Apps
ধাপ 1️⃣
প্রথমে আমি আর্ট করার জন্য Infinite Painter সফটওয়্যার ওপেন করলাম। এরপরে আমি রেসল্যুশন ১০২৪X৭৬৮ দিয়ে একটি পেজ ওপেন করলাম। এরপর নতুন একটি ব্রাশ সিলেক্ট করে নিলাম। ব্রাশ সিলেক্ট করে একটি পাতা এঁকে দিলাম।
ধাপ 2️⃣
পাতার ভিতরে হালকা সাদা কালার দিয়ে কিছু দাগ এঁকে দিলাম। সাদা কালারের দাগগুলো দেওয়ার কারণে পাতার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে।
ধাপ 3️⃣
পাতার মধ্যখানে হলুদ রং দিয়ে ডিজাইন করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর একটি একতারা এঁকে দিলাম। এরপর একটি হাতপাখা এঁকে দিলাম।
ধাপ 5️⃣
এরপর একটি মিষ্টির হাড়ি এঁকে দিলাম।
ধাপ 6️⃣
এরপর অ আ ই ঈ ক খ গ ঙ এঁকে দিলাম কালো রং দিয়ে।
ধাপ 7️⃣
এরপর আমার বাংলা ব্লগ লিখে দিলাম। এরপর আঁকা শেষে ফাইল সেভ করে নিলাম।
ফাইনাল আউটপুট
ফাইনাল আউটপুট আমি PNG ফরমেটে তৈরি করলাম। আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ক্যামেরা | রিয়েলমি ৭আই |
পোস্ট তৈরি | #narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://twitter.com/NARocky4/status/1666124339287306246?t=nUCcIsz2zthrBrI9hNuPEQ&s=19
ভাইয়া আমাদের প্রিয় কমিউনিটির জন্য আপনি দারুন একটি লোগো তৈরি করেছেন। লোগোর কালার এবং ডিজাইন আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ভাই চেষ্টা করেছি সুন্দরভাবে বানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ ।
অসাধারণ একটি লোগো ডিজাইন অংকন করেছেন ভাইয়া। কমিটির জন্য এটি অনেক ভালো একটি লোগো হবে বলে আমার বিশ্বাস। লোগো ডিজাইন করার প্রতিটি ধাপ বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেনয শুভকামনা রইল আপনার প্রতি।
আপনার মুখে অসাধারণ লেগেছে শুনে অনেক বেশি ভালো লেগেছে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের প্রিয় কমিউনিটি, আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরি তৈরি করেছেন। লোগো খুবই দুর্দান্ত হয়েছে। লোগো টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। লোগোর মধ্যে বাঙালি সংস্কৃতির কিছু অংশ ফুটিয়ে তুলেছেন। এত চমৎকার লোগো তৈরি করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
লোগোটা আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ
ওয়াও আপনিও খুব অসাধারণ ভাবে আমাদের এই প্লাটফর্মের লোগো তৈরি করেছেন। কলাপাতার মধ্যে একতারা, হাতপাখা ও মিষ্টির হাড়ি এগুলো আর্ট করার কারণে দেখতে অনেক চমৎকার লাগতেছে। আসলে আপনার আর্ট গুলো এমনিতে খুব চমৎকার হয়। সত্যি বলতে লোগো তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে লোগোটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য
তোমার মন্তব্যটা অনেক বেশি ভালো লেগেছে আসলে হঠাৎ করে লোগোটি তৈরি করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য খুবই সুন্দর একটি অফিসিয়াল লোগো তৈরি করেছেন আপনি। পাতার মাঝখানে হলুদ রং ব্যবহার করে চমৎকার একটি লোগো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আপনার মন্তব্যটি পড়ে। এভাবে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।